
আন্তর্জাতিক সম্প্রদায় চীনের ভয়াবহ ভূমিকম্পের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে

2013-04-21 18:29:09 cri
এপ্রিল ২১: শনিবার চীনের সি ছুয়ান প্রদেশের ইয়াআন অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সম্প্রদায় চীন সরকারের কার্যকর ও দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এসময়ে বিভিন্ন দেশ দুর্গত এলাকায় সাহায্য দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এক বিবৃতিতে দুর্গত এলাকার জনগণের প্রতি তাঁর সমবেদনা জানান। তিনি বলেন, আমি এবং সকল মার্কিন নাগরিক এবার ভূমিকম্পে নিহতদের জন্য আন্তরিক শোক প্রকাশ করছি। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র উদ্ধার ও ত্রাণকার্যে সহায়তা প্রদান করবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে রোববার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে দেয়া এক বাণীতে চীনের এ ভয়াবহ দূর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।
জার্মানি পররাষ্ট্র মন্ত্রী ওয়েস্টারওয়েল ভূমিকম্পে পর পরই চীন সরকার এবং দুর্গত জনগণের প্রতি সমবেদনা জানিয়ে যে কোনো সহায়তা প্রদানে প্রস্তত বলে জানিয়েছেন।
এ ছাড়া ফ্রান্স, জাপান, পোল্যান্ড, ব্রিটেন, কাতার, মেক্সিকোসহ বিভিনন দেশও সমবেদনা জানিয়েছে। (শুয়েইফেইফেই/লিপন)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
