Web bengali.cri.cn   
জোরদার উদ্ধার কার্যক্রম এবং দ্রুত অনুসন্ধান করার আহ্বান জানিয়েছেন নিয়ে কাওজোং
  2013-04-21 16:00:05  cri
এপ্রিল ২১: রোববার চীনের ভূমিকম্প পরবর্তী জরুরী উদ্ধার ও ত্রাণ পরিচালনা ব্যবস্থার প্রধান বিশেষজ্ঞ অধ্যাপক নিয়ে কাওজোং বলেছেন, বর্তমানে দুর্গত অঞ্চলের আবহাওয়া অনেক ভালো, তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অনুকূল আবহাওয়ার কারনে এখনো পর্যন্ত ভবনের নিচে যে সকল মানুষ আটকে পড়ে আছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা ৭২ ঘন্টারও বেশি বলে আশা করা হচ্ছে। এজন্য তিনি ঘটনাস্থলে কর্মরত উদ্ধারকর্মীদেরকে সর্বাত্মক উদ্ধার এবং দ্রুত অনুসন্ধান কাজ সম্পাদনের জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক