
ভূমিকম্পে আহতদেরকে দেখতে যান লি খে ছিয়াং

2013-04-21 15:12:25 cri
একজন বয়স্ক আহতের সঙ্গে দেখার সময় লি খেছিয়াং বলেন, " আপনি ভালোভাবে চিকিত্সা সেবা গ্রহণ করুন। চিকিত্সার ব্যায় নিয়ে চিন্তা করবেন না। সরকার এর দায়িত্ব পালন করবে।
তার স্বামী ও ছেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে একজন আহত নারীর খুব মন খারাপ ছিল। খেছিয়াং তাকে বলেন, "আগের কথা চিন্তা করবেন না, ভবিষ্যতের কথা বেশি করে চিন্তা করুন। উদ্ধারকারীরা আপনার স্বামী ও ছেলেদের উদ্ধারের জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাবে।
হুয়া শি হাসপাতালের মহাপরিচালক লি ওয়ে মিন জানান, রোববার সকাল সাড়ে সাতটা পর্যন্ত এ হাসপাতালে মোট ১৭৬ জন ভর্তি হয়েছে। (ওয়াং তান হোং/লিপন)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
