Web bengali.cri.cn   
ঢাকা শেয়ারবাজারে লেনদেন ফের ২০০ কোটি টাকা ছাড়াল
  2013-04-19 15:48:38  cri

এপ্রিল ১৯: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আবারও ২০০ কোটি টাকা অতিক্রম করেছে।

ডিএসইতে এদিন ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। মোট লেনদেন হয় ২০৩ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা বেশি।

লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় তিন হাজার ৭০৭ পয়েন্টে। আর নতুন সূচক ডিএসইএক্স এক পয়েন্ট হারিয়ে নেমে আসে তিন হাজার ৫৭১ পয়েন্টে। লেনদেনের শুরু থেকে দুই সূচকে বেশ উত্থান-পতন ছিল।

বৃহস্পতিবার অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়ায় ১১ হাজার ১০১ পয়েন্টে।

সিএসইতে ১৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ তাঁড়ায় ২৪ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি। (এসআর)

মন্তব্য
লিঙ্ক