Web bengali.cri.cn   
কূটনৈতিক উপায়ে কোরিয় উপদ্বীপের সমস্যা সমধানে চীন-রাশিয়ার আহবান
  2013-04-13 18:46:11  cri
 

এপ্রিল ১২: সাম্প্রতিক কালের কোরিয় উপদ্বীপের পরিস্থিতি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবারে জানায়, কুটনৈতিক সংলাপের মাধ্যম কোরিয় উপদ্বীপের বর্তমান সমস্যা সমধানে চীন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, যত দ্রুত সম্ভব ছ'পক্ষের আলোচনা পূনরায় শুরু করাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংলাপে বসার চেষ্টা করে যাচ্ছে।

একই দিনে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগোর মরগুলভ রাশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দূতের সঙ্গে সাক্ষাতকালে উত্তর কোরিয়াকে সংযত থেকে যেকোন ধরনে উসকানিমূলক এবং উত্তেজনাকর তাত্পরতা এড়িয়ে চলার আহবান জানান। (প্রকাশ/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক