Web bengali.cri.cn   
বুলবুলের সুর: উইদিন ট্যাম্পটেশান -৩
  2013-04-12 18:41:32  cri

সংগীত আমার জীবন, আমার জীবন সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 'সুরের ধারায়', চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের কেউ ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

'সুরের ধারায়' অনুষ্ঠানে আগের এক পর্বে আমরা নেদারল্যান্ডসের সিমফনিক মেটাল ব্যান্ড উইদিন ট্যাম্পটেশানের গান শুনেছি। আশা করি আপনারা তা ভোলেননি। এই ব্যান্ডের রহস্যময় ও স্পষ্ট গান আপনাদের মনে গভীর ছাপ ফেলেছে, তাই না? আজ আপনারা শুনবেন উইদিন ট্যাম্পটেশান সম্পর্কিত চূড়ান্ত অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতেই থাকছে 'ধ্বংসপ্রাপ্ত' শীর্ষক একটি গান। এর পরপরই শুনবেন 'পরিত্যক্ত' গানটি।

(গান)

২০১১ সালে উইদিন ট্যাম্পটেশানের পঞ্চম অ্যালবাম 'দি আনফরগিভিং' বের হয়। অ্যালবামের প্রতিটি গান হলো একটি কাহিনীর অংশ। কাহিনীটি হচ্ছে একজন বিখ্যাত চিত্রকরের। তিনি একটি কার্টুন সৃষ্টি করেছেন। কার্টুনের নামও 'দি ফরগিভিং'। আপনারা ইন্টারনেটে এ-কার্টুন দেখতে পারেন। এখন আমরা শুনবো এ-কাহিনীর প্রথম অংশ 'দ্রুততর' শীর্ষক গান। পরে শুনবো অ্যালবামের আরেকটি গান 'এক শয়তানের ভাগ্য'।

(গান)

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তজাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নেদারল্যান্ডসের ব্যান্ড 'উইদিন ট্যাম্পটেশান' সম্পর্কিত চূড়ান্ত অনুষ্ঠান। আপনারা কি এ ধরণের সংগীত পছন্দ করেন? যদি এ-প্রশ্নের উত্তর 'হ্যা' হয়, তবে ভবিষ্যতে আমি এ-ধরণের আরও সংগীত প্রচার করবো। আপনারা আপনাদের মতামত আমাকে লিখে জানাবেন আশা করি। সে যাক, অনুষ্ঠানের শেষ দিকে আমরা শুনবো 'দি আরফরগিভিং' অ্যালবামের আরও দুটি গান 'আমাদের পরম ঘন্টা' এবং 'অন্ধকারে গুলি'।

(গান)

বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। গানের ঝাপিটি তাই বন্ধ করতেই হচ্ছে। 'উইদিন ট্যাম্পটেশান' ব্যান্ডের গান নিয়ে ধারাবাহিক তিনটি অনুষ্ঠানের আজ ছিল তৃতীয় ও শেষ অনুষ্ঠান। তবে তাঁদের কাহিনী শেষ হয়নি। ভবিষ্যতে হয়তো আবারো তাদের গান আপনাদের শোনাতে পারবো। তবে, আগামী সপ্তাহের অনুষ্ঠানে আপনারা শুনবেন অন্য কোনো শিল্পী বা ব্যান্ডের সুন্দর ও জনপ্রিয় গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক