Web bengali.cri.cn   
দার্শনিক গল্প: 'কুকুরের মৈত্রী'
  2013-06-19 19:28:41  cri
একদিন এক পরিবারের দুটি কুকুর পেট ভরে খাওয়ার পর রান্নাঘরের বাইরে শুয়ে রোদ পোহাচ্ছে। এক সময় তাদের মধ্যে কথোপথন শুরু হল। তারা মানুষের জীবন, তাদের নিজেদের দায়িত্ব, দয়া ও নিষ্ঠুরতা নিয়ে মতবিনিময় করতে লাগল। অবশেষে তারা মৈত্রী নিয়ে কথা বলতে লাগল। হলুদ কুকুর কালো কুকুরকে বলল: 'মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ হচ্ছে, আন্তরিক ও নির্ভরযোগ্য বন্ধুদের সঙ্গে বসবাস করা; সুখ ও কষ্ট ভাগাভাগি করে নেয়া; পরষ্পরকে ভালভাসা; পরস্পরকে আনন্দ দেয়া। দুনিয়ায় এর চেয়ে সুখী জীবন আর হতে পারে না। যদি আমরা দু'জন দু'জনের পরম মিত্র হতে পারি, তবে আমরাও অমন আনন্দময় জীবন উপভোগ করতে পারবো।' হলুদ কুকুরের কথা শুনে কালো কুকুর আবেগের সঙ্গে বলল: 'চমত্কার! আমি তোমার সঙ্গে একমত। এখন থেকে আমরা দু'জন ভাল বন্ধু হয়ে গেলাম।'

কালো কুকুরের কথা শুনে হলুদ কুকুর মুগ্ধ হল। সে বলল: 'এর আগে আমরা সবসময় খাবার নিয়ে মারামারি করেছি। এটা একেবারেই ঠিক হয়নি। আমাদের মালিক ভালো। উনি আমাদের পর্যাপ্ত খাবার দেন। খাবার নিয়ে মারামারি করার প্রয়োজনই নেই আমাদের। এখন থেকে আমরা আর খাবার নিয়ে মারামারি করবো না। কী বলো?' কালো কুকুর হলুদ কুকুরের কথায় সায় দিল এবং তাকে জড়িয়ে ধরলো। দু'জন একসঙ্গে বলে উঠলো: 'আমাদের মৈত্রী জিন্দাবাদ। হিংসা ও ক্রোধ মুর্দাবাদ।'

ঠিক তখনই রান্নাঘর থেকে একটি হাড় এসে পড়লো ওদের সামনে। কুকুর দুটোও সেই হাড় নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল।

এই গল্পের মর্ম হল: মৈত্রী কেবল মুখের বিষয় নয় বরং মনের আন্তরিকতার ব্যাপারও।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক