Web bengali.cri.cn   
দার্শনিক গল্প: 'দুই সন্নাসীর গল্প'
  2013-06-19 19:28:41  cri
অনেক অনেক দিন আগের কথা। দু'জন সন্নাসী বাস করেন কাছাকাছি অবস্থিত দুটো পাহাড়ের দুটি মন্দিরে। পাহাড় দুটোর মাঝখানের উপত্যকায় আছে একটি পুকুর। প্রতিদিন সকালে দুই সন্নাসী পুকুরে আসেন পানি নিতে। কালক্রমে তারা দু'জন ভালো বন্ধু হয়ে গেলেন। এভাবে কেটে গেল পাঁচটি বছর।

একদিন বাম দিকের পাহাড়ের সন্নাসী সকালে পানি নিতে আসলেন না। ডান দিকের পাহাড়ের সন্নাসী ভাবলেন: "হয়তো গত রাতে বেচারার ভালো ঘুম হয়নি; তাই সকালে ঘুমাচ্ছে।" কিন্তু বাম দিকের সন্নাসী পরের দিনও সকালে পানি নিতে এলেন না। এভাবে কেটে গেল এক মাস। ডান দিকের সন্নাসী উদ্বিগ্ন হলেন। তিনি মনে মনে ভাবলেন: 'আমার এই বন্ধু নিশ্চয়ই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমার উচিত তাকে একবার দেখতে যাওয়া।" যেই ভাবা, সেই কাজ। তিনি বাম দিকের পাহাড়ে গেলেন বন্ধুকে দেখতে। সেখানে গিয়ে তিনি অবাক হলেন; দেখলেন, তার বন্ধু মন্দিরের সামনের মাঠে চীনের ঐতিহাসিক বক্সিং বা থাছি চর্চা করছে। তার শরীর ভালো, অসুখ-বিসুখের কোনো চিহ্ন নেই তাতে। তিনি তাকে জিজ্ঞেস করলেন: 'তুমি গত এক মাসে একবারও সকালে পানি নিতে আসনি। তুমি কোথা থেকে পানি সংগ্রহ কর?' বন্ধুর কথা শুনে বাম দিকের পাহাড়ের সন্নাসী উত্তর দিলেন: 'আমার সঙ্গে এস।' তিনি তাকে অদূরে অবস্থিত একটি কুয়ার সামনে এনে দাঁড় করিয়ে দিলেন। সন্নাসী বললেন, "আসলে আমি বিগত পাঁচ বছর ধরে এই কুয়ার খননকাজ করছিলাম। মাস খানেক আগে খননের কাজ শেষ হয়েছে। পানির জন্য এখন আর আমাকে দূরে যেতে হয় না। অবসর সময়টা আমি ব্যয়াম করে কাটাই।"

এই গল্পের মর্ম হচ্ছে: আমরা প্রতি মাসে যা আয় করি, তা পুকুর থেকে পানি আনার সাথে তুল্য। মাসে মাসে আয় করার সামর্থ্য একসময় আমাদের থাকবে না। ওই সন্নাসীর যেমন সারাজীবন দূর থেকে পানি আনার সামর্থ্য থাকবে না। সে যেমন ভবিষ্যতের চিন্তা করে, প্রতিদিন পুকুর থেকে পানি আনার পাশাপাশি একটি কুয়া খনন করেছে; আমাদেরও উচিত প্রতিমাসে আয়ের পাশাপাশি ভবিষ্যতের জন্য এমন কিছু করা, যাতে বৃদ্ধাবস্থায় আমাদের একেবারে অসহায় হয়ে পড়তে বা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়তে না-হয়।

(চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক