Web bengali.cri.cn   
চীনের দক্ষিণ সং রাজবংশ আমলের বিখ্যাত কবি লোইউয়ু সম্পর্কে।
  2013-04-23 16:58:56  cri
লোইউয়ুর বাবা লোইজেই ছিলেন উত্তর সং রাজবংশ আমলের একজন স্থানীয় কর্মকর্তা। ১১২৬ সালে উত্তর সং রাজবংশের পতন হয়। দক্ষিণ সং রাজবংশের প্রথম রাজা সং গাও জু চীনের দক্ষিণাঞ্চলে পালিয়ে গেলেন। অনেকের মতো লোইউয়ুর পরিবারও চীনের দক্ষিণাঞ্চলে সরে গেল। তখন লোইউয়ুর বয়স মাত্র তিন বছর। রাজা সং গাও জু শত্রুর কবল থেকে হৃতভূমি পুনরুদ্ধার করতে চাইলেন না। তত্কালীন কুচক্রী প্রধানমন্ত্রী ছিনগুয়ের উস্কানিতে তিনি জাতীয় বীর ইউয়ু ফিকে হত্যা করলেন। লোইউয়ুর বাবা লোইউজে এই দুর্নীতিপরায়ণ প্রশাসন পছন্দ করতেন না। তিনি ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করে জন্মস্থানে চলে গেলেন।

তখন লোইইউয়ু দিন দিন বড় হচ্ছিল। একদিন তার বাবার কয়েকজন বন্ধু এলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে তারা চিত্কার করে লোইউয়র বাবা লোইউজেকে বললেন: 'শুনেছি বতর্মান রাজবরবার শত্রুদের সঙ্গে আপোষ করবে। তা ছাড়া, শত্রুদের ভূমিও ছেড়ে দেওয়া হবে।' বন্ধুদের কথা শুনে লোইউয়ুর বাবা লোইউজের চোখে পানি জল এলো। তখন খাওয়ার সময় ছিল। কিন্তু তিনি কিছু খেতে পারলেন না। এই দৃশ্য লোইউয়ুর চোখে পড়ল। তখন থেকে তার মনে হানাদারদের পরাজিত করে দেশের হৃতভূমি পুনরুদ্ধার করার আশা-আকাঙ্খা জাগল।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক