Web bengali.cri.cn   
মুক্তার কথা-৪ মে
  2013-05-02 19:23:47  cri
মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে রয়েছি আমি আলিমুল হক। সরাসরি চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র প্রসঙ্গে।

আ: বাংলাদেশের নওগাঁ জেলার শরিফুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু শরিফুল ইসলাম, আপনাকে মতামতের জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করি, আপনি ভবিষ্যতে আরো বেশি গঠনমূলক মতামত আমাদেরকে পাঠাবেন।

আ: বাংলাদেশের ঝিনাইদহ জেলার এস,এম,ছবেদ আলী চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু আলী, আপনাকে মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। মাদ্যাম ইউ এবং লিপন ভাই উপস্থাপিত 'বাংলায় গল্প, বাংলার গল্প' বেশ প্রশংসিত হয়েছে। এ অনুষ্ঠানে বর্তমানে এক সপ্তাহে বাংলার গল্প এবং অন্য সপ্তাহে চীনের গল্প উপস্থাপন করা হয়। আশা করি, আপনারা এ অনুষ্ঠানটি পছন্দ করেন। আপনারা অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয় করতে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন।

আ: একই জেলার এম বি জামান সিদ্দিকি চিঠিতে লিখেছেন,....

মু: আমাদের পুরোন বন্ধু জামান, আপনি অনেক ভাল লিখেছেন। আমরা এখন আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করার জন্য নিয়মিত সংস্কার করছি। আমরা আশা করি, পুরনো ও নতুন শ্রোতাবন্ধুরা আমাদেরকে আরো বেশি উত্সাহ দেবেন। ধন্যবাদ।

আ: বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সাহনী আক্তার রতি আমাদেরকে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে: চীনে মোবাইল ব্যাংকিং সেবা চালু আছে কি? মুক্তা, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন?

মু: অবশ্যই। চীনে মোবাইল ব্যাংকিং সেবা অনেক আগেই চালু হয়েছে এবং অনেক জনপ্রিয় ও সুবিধাজনকও। আমি এখন নিয়মিত মোবাইল ব্যাংকিং করি। যেমন, বিমান ও মিনেমার টিকিট কেনা, বিদেশী মুদ্রা কেনা ও বিক্রী, ফোন রিচার্জ ইত্যাদি।

আ: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের আব্দুল মান্নান চিঠিতে লিখেছেন,....

মু: বন্ধু মান্নান, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। শ্রোতাদেরকে সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেয়াই আমাদের লক্ষ্য। আশা করি, আপনারা অনুষ্ঠানের জন্য আরো বেশি গঠনমূলক মতামত দেবেন। ভালো কথা, আপনার হাতের লেখা বেশ সুন্দর।

আ: বাংলাদেশের ফরিদপুর জেলার ইনডিপেনডেন্ট রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক কামাল হোসাইন চিঠিতে লিখেছেন,...

তিনিও বসন্ত উত্সব সম্পর্কিত এক চিঠি লিখেছেন। তিনি অনেক ভাল লিখেছেন। চিঠিটি আমরা দেরিতে পেয়েছি...তারপরও চিঠিটি আমি পড়ছি। তিনি লিখেছেন,....

মু: বন্ধু কামাল হোসাইন, আপনি অনেক ভাল লিখেছেন এবং আপনার মতামতও গঠনমূলক। আমরা আপনার প্রস্তাব বিবেচনা করবো। শ্রোতাদের চিঠি আমি অনেকসময় বেশ দেরীতে পাই। তখন সত্যিই অনেক দুঃখ লাগে। কিন্তু আমরা চিঠি পাওয়ার সাথে সাথেই উত্তর দেয়ার চেষ্টা করি। আশা করি, আপনাদের চিঠি লেখার উত্সাহ এতে কম হবে না।

আ: বাংলাদেশের পাবনা জেলার মনিরুল ইসলাম চিঠিতে লিখেছেন,....

মু: বন্ধু মনিরুল, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি শ্রোতা সংঘ গঠন করার পর ক্লাবটির নাম এবং সদস্য তালিকা আমাদেরকে পাঠাবেন। আমরা আপনার ক্লাব আমাদের শ্রোতা সংঘের নাম তালিকায় অন্তর্ভুক্ত করবো। এখন আমি আপনার নাম আমাদের শ্রোতা নাম তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটি শ্রোতা সংঘ গঠন করবেন। এ ছাড়া, আমরা হাফিজুর রহমানকে ধন্যবাদ জানাই।

আ: আচ্ছা, বন্ধুরা, এখন গানের সময়। শুনুন 'আমার বুকের মধ্যিখানে, মন যেখানে' গানটি। আশা করি, আপনারা বাংলা চলচ্চিত্রের এই গানটি পছন্দ করবেন।

গান

আ: বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার মন্টু ইসলাম চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু মন্টু, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই।

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সিআরআই উইমেন লিসনার্স ক্লাবের সভাপতি নাসরিন বেগম তার চিঠিতে লিখেছেন,....

মু: বন্ধু নাসরিন, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আপনাকে এবং আপনার ক্লাবের সদস্যদেরকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করার জন্যও ধন্যবাদ জানাই। আপনাদের অনুষ্ঠানের প্রবন্ধ, ছবি ও ওডিও ইত্যাদি পাঠিয়ে দিন। আমরা সেগুলো আমাদের ওয়েবসাইটে দিতে চাই। আপনাদের জন্য উপহারও পাঠাতে চাই।

আ: সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদেরকে দু'জন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দেব। একজন হলেন বাংলাদেশের পাবনা জেলার মোহাম্মদ আনজির লিটন। তিনি চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু লিটন, আপনাকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনার নাম আমাদের শ্রোতা-তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন। আমরা অবশ্যই আপনাকে কর্মসূচিসহ কিছু উপহার পাঠাবো।

আ: আরেকজন নতুন শ্রোতা হলেন বাংলাদেশের নাটোর জেলার মিস নিরা খাতুন। তিনি তার চিঠিতে লিখেছেন,....

মু: আচ্ছা, বন্ধু নিরা খাতুন, আপনি আমাদের নতুন বন্ধু হলেন। আপনার নাম আমাদের শ্রোতা-তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করি, ভবিষ্যতে নিয়মিত আপনার চিঠি পাবো।

আ: প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলুন একটি সুন্দর বাংলা গান শোনা যাক। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

গান ২

আ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক