Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৭ এপ্রিল
  2013-05-02 19:23:47  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা।

আ: এবং সঙ্গে রয়েছি আমি আলিম।

মু: বন্ধুরা, আমরা 'মুক্তার কথা' অনুষ্ঠানের কাঠামো ও বিষয়বস্তুতে খানিকটা পরিবর্তন আনতে চাই। এ-ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত ও প্রস্তাব আহ্বান করছি। আশা করি, আপনারা আমাদেরকে 'মুক্তার কথা' অনুষ্ঠানটি ঢেলে সাজানোর এ-প্রক্রিয়ায় মতামত দিয়ে সাহায্য করবেন। আমরা আপনাদের ই-মেইল, চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম।

আ: আচ্ছা, বন্ধুরা, এখন আপনাদের চিঠিপত্রের পালা। প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার রেডিও পেইচিং লিসনার্স ক্লাবের হায়দারুল ইসলাম। তিনি লিখেছেন----

মু: বন্ধু হায়দারুল ইসলাম, আপনাকে নিয়মিত চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আমরা নিয়মিত আপনার মতামত পেতে থাকবো।

আ: বাংলাদেশের বগুড়া জেলার মাতৃভূমি রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম,এ,লতিফ চিঠিতে লিখেছেন, ....

মু: আচ্ছা, আমি বলে দিচ্ছি কেন দিদারুল ইকবাল বিশেষ পুরস্কার পেয়েছেন। প্রথমত, তিনি নিয়মিত আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশে নিয়মিত শ্রোতাদের নিয়ে সিআরআই-এর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তৃতীয়ত, তিনি আমাদেরকে বাংলাদেশে এফএম খোলার বিষয়ে অনেক সাহায্য করেছেন। আমরা আশা করি, ভবিষ্যতে আরো বেশি শ্রোতা দিদারুল ইকবালের মতো নিবেদিতপ্রাণ শ্রোতা হবেন এবং চীন ভ্রমণের সুযোগ পাবেন। আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ।

আ: বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের সভাপতি এম বি জামান সিদ্দিকী চিঠিতে লিখেছেন, ....

মু: আমাদের পুরনো বন্ধু সিদ্দিকী, আপনার চিঠি অনেক দিন পর পেলাম। আমরা কিন্তু আপনার মতামত নিয়মিত পেতে চাই। সে যাই হোক, আপনি একটু খেয়াল করে আমাদের অনুষ্ঠান শুনলে দেখবেন আমাদের প্রতিটি অনুষ্ঠানে চীনা ছেলে বা মেয়ের কণ্ঠ ব্যবহার করা হয়। কোনো কোনো অনুষ্ঠানে শুধু চীনা মেয়ে বা ছেলের কণ্ঠ ব্যবহার করা হয়। তারপরও, আপনার প্রস্তাব আমরা বিবেচনা করে দেখবো। আপনাকে অনেক ধন্যবাদ।

আ: বাংলাদেশের চাপাঁইনবাবগঞ্জ জেলার আব্দুল মান্নান চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু মান্নান, আপনার হাতের লেখা অনেক সুন্দর, সেজন্য যখন আপনার চিঠি পড়ি তখন অনেক ভাল লাগে। আপনাকে প্রথম শ্রেণীর পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানাই। আশা করি, আপনি এরই মধ্যে পুরস্কার হাতে পেয়েছেন এবং সেটি পছন্দ করেছেন।

আ: বাংলাদেশের মৌলভী বাজার জেলার সিআরআই লফি ক্লাবের আব্দুল আউয়াল লিটন চিঠিতে লিখেছেন, ....

মু: আচ্ছা, বন্ধু লিটন আপনাকে আমাদের শ্রোতা পরিবারে ফিরে আসায় অভিনন্দন জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন। ধন্যবাদ।

আ: বাংলাদেশের ফদিরপুর জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের এম এম গোলাম সারোয়ার চিঠিতে লিখেছেন,....

মু: বন্ধু সারোয়ার, আপনার চিঠি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আপনাকে এত ভাল অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনাকে কিছু উপহার পাঠাবো।

আ: আচ্ছা, বন্ধুরা, এখন গানের সময়। শুনুন 'আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে, অকুল দরিয়ার বুঝি কুল নাইরে' গানটি। আশা করি, আপনারা এই পল্লীগীতিটি পছন্দ করবেন।

গান

আ: বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি জুয়েল আহম্মেদ মল্লিক চিঠিত লিখেছেন, ...

মু: বন্ধু মল্লিক, আপনাকে আমাদের অনুষ্ঠানের মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনি একটি ভাল প্রশ্ন করেছেন। আমাদের কর্মসূচি অনুযায়ী এ-বছরে আমরা একবার জরিপ এবং তিনবারের মত প্রতিযোগিতা আয়োজন করবো। এ ছাড়া, আমাদের প্রতি অনুষ্ঠানে মাসিক কুইজও রয়েছে। আশা করি, সব শ্রোতা অংশ নিতে পারবেন। আর হ্যা, আপনার হাতের লেখা বেশ সুন্দর।

আ: বাংলাদেশের জামালপুর জেলার সিআরআই শ্রোতা ক্লাবের আব্দুর রহমান চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু আব্দুর রহমান, আমি আরেকবার আপনার নাম শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের চিঠি লিখবেন।

আ: বাংলাদেশের বাগেরহাট জেলার সিআরআই লিসনার্স ক্লাবের তুষার রায় রনি চিঠিতে লিখেছেন,....

মু: বন্ধু তুষার রায় রনি, আপনাকে আমাদের প্রশংসা করায় ধন্যবাদ জানাই। আশা করি, আমরা আজীবন বন্ধু থাকবো। চলতি বছর বাংলাদেশে শ্রোতা সম্মেলন আয়োজনের কর্মসূচি নেই। এজন্য আমরা দুঃখিত। কিন্তু প্রতিবছর বাংলাদেশে শ্রোতা সম্মেলন করা সম্ভবওতো নয়। তাই না? আশা করি, শ্রোতা সম্মেলন না-হলেও, আমাদেরকে চিঠি লেখায় আপনাদের উত্সাহে ভাটা পড়বে না।

আ: সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদেরকে দুইজন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দেব। একজন হলেন, বাংলাদেশের চাপাঁইনবাবগঞ্জ জেলার ফাহিম শাহরিয়ার। তিনি চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু ফাহিম শাহরিয়ার, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে স্বাগত জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন। আমরা আপনাকে নতুন শ্রোতা হিসেবে কিছু উপহার পাঠাবো।

আ: আরেকজন নতুন শ্রোতা হলেন, বাংলাদেশের কুষ্ঠিয়া জেলার মনসুর আজাদ। তিনি চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু মনসুর আজাদ, আমরা অবশ্যই আপনাকে সাদরে বরণ করে নিচ্ছি এবং আমি ইতোমধ্যেই আপনার নাম আমাদের শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদেরকে চিঠি লিখবেন এবং আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন।

আ: প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে আরো একটি সুন্দর বাংলা গান শোনাতে চাই। তাহলে আসুন শোনা যাক গানটি। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

গান ২

মু: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আ: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মু্ক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক