Web bengali.cri.cn   
মুক্তার কথা-২০ এপ্রিল
  2013-04-25 20:13:22  cri
মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে রয়েছি আমি আলিমুল হক। সরাসরি চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র প্রসঙ্গে।

আ: বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সততা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম মিন্টু তার চিঠিতে লিখেছেন, শুরুতে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। CRI বেতার বাংলার সকল অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আমার নিম্নের ঠিকানায় চীনা ভাষা শিক্ষার বই পাঠানোর জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

মু: আচ্ছা, বন্ধু মিন্টু, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের শ্রোতাদের চীনা ভাষা শিক্ষার বই ও সিডি পুরস্কার আকারে দিয়ে থাকি। আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ক্যুইজে অংশ নিয়ে জিতে নিতে পারেন চীনা ভাষার শেখার চমত্কার কিছু বই ও সিডি।

আ: রাজবাড়ী জেলার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সদস্যরা একসাথে চিঠি লিখেছেন। তারা লিখেছেন, আমরা তোমাদের নতুন শ্রোতা নই। তোমাদের অনুষ্ঠান আমাদের খুব ভাল লাগে। আমারা একটি অনুষ্ঠানসূচি চাই। পাঠালে খুশি হব।

মু: আচ্ছা, বন্ধুরা, আমরা খুব শিগগিরই নতুন অনুষ্ঠানের সূচি তৈরী করবো এবং শ্রোতাদেরকে পাঠাবো। কিন্তু আপনারা যদি আপনাদের বন্ধু বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বেশি করে অনুষ্ঠানসূচি পেতে চান, আমাদের আগেভাগে জানান। আপনাদের ধন্যবাদ।

আ: নওগাঁ জেলার সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম লিখেছেন: শ্রদ্ধেয় মুক্তা আপু, আমার সালাম নিবেন। আশা করি আলিম ভাই ও আপনি ভাল আছেন। এখানে আমিও আমার শ্রোতা সংঘের সকল সদস্যকে নিয়ে ভাল আছি। বেশ কিছুদিন পর আপনাদের কাছে এই পত্র পাঠালাম। জানি না, তা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হবে কি না? আপু, আমি প্রতি সপ্তাহের 'মুক্তার কথা' অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। খুব ভাল লাগে তা শুনতে। গত কয়েক সপ্তাহের অনুষ্ঠানে লক্ষ্য করছি যে, মানসম্পন্ন না-হওয়া সত্ত্বেও অনেক চিঠি আপনারা পড়ে শোনাচ্ছেন। আমি এই ব্যাপারটি বুঝতে পারছি না। প্লিজ, নজর দিবেন কি? আমি আপনাদের বাংলা ওয়েবসাইট প্রতিদিনই ভিজিট করে থাকি। মুক্তা আপু, এখন থেকে যেদিন যেসব অনুষ্ঠান রেডিওতে প্রচার করবেন, সেই অনুষ্ঠানটি সেইদিন অথবা পরের দিনই ওয়েবসাইটে দিয়ে দিবেন। মতামতটি একটু ভেবে দেখলে খুশি হব। পরবর্তী সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা কবে নাগাদ শুরু হবে, জানাবেন কি? আমি চলতি প্রসংগ, চলুন বেড়িয়ে আসি, কনফুসিয়াস ক্লাশরুম, খোলা মেলা, সুরের ধারায়, দৃষ্টির সীমানায়, লাভ-ক্ষতি, হাল শৈলী, বাংলার গল্প বাংলায় গল্প ইত্যাদি অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকি। আসলে কি জানেন, একদিন না-খেয়ে থাকা যায়, কিন্তু সিআরআই-এর বাংলা অনুষ্ঠান একদিন না-শুনে থাকা যায় না। সবশেষে শুভেচছা জানাতে চাই-লিলি আপু, সুবর্ণা আপু, ফেই

ফেই আপু, প্রেমা আপু, স্বর্না আপু, লিপন ভাইয়া, আলিম ভাইয়া, রুবি আপুসহ বাংলা বিভাগের সকলকে। আমি স্বীকার করছি, আপনাদের অক্লান্ত ত্যাগ আর শ্রমের মাধ্যমে সি আর আই বাংলা বিভাগের প্রায় সকল অনুষ্ঠানই খুব ভালো হচ্ছে। আজ শেষ করি। সবার কাছে আমি দোয়া চাই।

মু: আচ্ছা বন্ধু রফিকুল ইসলাম, মতামতের দেয়া জন্য ধন্যবাদ। আপনার অভিনন্দন বার্তা আমি আমাদের সহকর্মীদেরকে জানিয়েছি। তাঁরাও আপনার মূল্যবান মতামত পেতে চান। আমরা চলতি মাসে একটি শ্রোতা জরিপ আয়োজন করবো। আশা করি, আপনারা অংশ নেবেন। তখন আমরা শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করবো। আর, আমরা সকল শ্রোতাকেই সমান দৃষ্টিতে দেখি। তাঁরা সবাই একই মানের চিঠি লিখতে পারেন না, একথা সত্য। কিন্তু তাদের প্রতিটি চিঠিতেই থাকে আন্তরিকতা। আমাদের কাছে সেই আন্তরিকতাটুকু বিবেচ্য, অন্যকিছু নয়। তবে, এর মানে এই নয় যে, সুন্দর ও পরিশীলিত চিঠির কদর আমাদের কাছে নেই। আমরা শ্রোতাদের সবসময় সুন্দর সুন্দর চিঠি লিখতে উত্সাহ দিই।

আ: একই জেলার সোনালি স্বদেশ বেতার শ্রোতা সংঘের মো: সালাহ্ উদদীন লিখেছেন: আপনাদের সব অনুষ্ঠান আমার বেশ ভালো লাগে। আপনাদের উপস্হাপনা, শক্তিশালি নেটওয়ার্ক আমাকে আকৃষ্ট করে। আমি আপনাদের সকল অনুষ্ঠান শোনার চেষ্টা করি। আর এটিই আমার প্রথম ই-মেইল। আমাকে আপনাদের বন্ধু হিসেবে গ্রহণ করবেন।

মু: আচ্ছা বন্ধু সালাহউদ্দিন, আপনাকে আমাদের ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি ভবিষ্যতে আমাদেরকে নিয়মিত চিঠি লিখবেন।

আ: নওগাঁ জেলার ফ্রেন্ডজ রেডিও ক্লাবের সভাপতি দেওয়ান রাফিকুল ইসলাম চিঠিতে লিখেছেন, মুক্তা আপু, ভালো আছো তো? নিয়মিতই লিখছি কিন্তু আমাদের লেখা অনুষ্ঠানে শুনছি না। আমি ১৯৭৪ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর ধরে সিআরআই-এর বাংলা অনুষ্ঠান শুনে আসছি। ১৯৭৯ সাল থেকে নিয়মিত চিঠি লেখা শুরু। ২০১১ সালে আমি একবার শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েও পুরস্কার পাইনি। এ ছাড়া, ২০১২ সালে নববর্ষ এবং বসন্ত উত্সবে অংশগ্রহণের জন্য তুমি যে দুটো প্যাকেট পাঠিয়েছিলে তার একটিও পাইনি। গত বছর ক্লাবের অনুষ্ঠানের জন্য কিছু Gift পাঠাতে চেয়েও পাঠাওনি। এসব কিছুর জন্য তুমিই দায়ী। এ ছাড়া, 'চলুন বেড়িয়ে আসি' ক্যুইজে বিজয়ী হিসেবে আমার পুরস্কার অন্যের নামে পাঠিয়ে সুবর্না আমাকে ঠকিয়েছে। আমাকে এমনভাবে অবহেলার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি।

মু: আচ্ছা, এটি সত্যি একটি খুবই জরুরি বিষয়। আমি পুরস্কারপ্রাপ্ত সকল শ্রোতাকেই পুরস্কার পাঠিয়েছি। আমার যতোদূর মনে পড়ে, আপনি বারবার এ-অভিযোগ আমার কাছে করেছেন এবং যে-রেজিষ্ট্রি ডাকযোগে আপনাকে পুরস্কার পাঠানো হয়েছে, সেই রেজিস্ট্রেশন নম্বরও আপনাকে পাঠিয়েছি। কিন্তু আপনি আমাদের পাঠানো পুরস্কার পাননি। সমস্যা হচ্ছে, কেন পাননি তা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি আপনাকে স্থানীয় ডাকঘরে যোগাযোগ করার কথাও বলেছি। আপনি যোগাযোগ করেছেন কি না জানি না। আপনাকে যে পুরস্কার পাঠানো হয়েছে, সেগুলো ভারি এবং দামী। এজন্য সেগুলো কোনোভাবে খোয়া গেছে কি না, আমি জানি না। আর আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মুক্তা আপনাকে ঠকায়নি। আপনার ঠিকানা ভুলভাবে লেখা হয়েছিল বিধায় সেটা অন্যের কাছে চলে গেছে। তারপরও সুবর্ণা আপনাকে আরেকটি পুরস্কার পাঠিয়েছে। আশা করি, এবার আপনি বুঝতে পারছেন। আমাদের কোনো অবহেলার কারণে নয়, অন্য অজানা কারণে এসব ভুতুরে কাজ হয়েছে। সে যাক, আপনি আমাদের অন্য একটি নতুন ঠিকানা দিন। দেখি আপনাকে কিছু উপহার পাঠাতে পারি কি না। আশা করি, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং সবধরণের প্রতিযোগিতায় অংশ নেবেন। ধন্যবাদ।

আ: ঢাকার বিধান চন্দ্র টিকাদার তার চিঠিতে লিখেছেন: শুনলাম ৯ই মার্চ-এর 'মুক্তার কথা'। কিন্তু আমার লেখা কোনো মেইল-এর উত্তরও দেয়া হলো না বা প্রাপ্তি স্বীকারও করা হলো না। তাই খুব মন খারাপ হয়েছে। নিয়মিত অনুষ্ঠান শুনি, মতামত পাঠাই-- কিন্তু কোনো অনুষ্ঠানে আমার লেখা স্থান না-পাওয়ায় বড় হতাশ হয়ে লেখা কমিয়ে দিয়েছি। আমি সেই রেডিও পিকিং যুগের শ্রোতা, একসময় প্রচুর চিঠি হাতে লিখতাম, এখন মেইল করি। ৯ই মার্চ-এর অনুষ্ঠানে শ্রী সুখদেব ঘোষ-এর চিঠির উত্তর খুব ভালো ছিল।

মু: আচ্ছা, বন্ধু টিকাদার, প্রথমে আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা প্রতিদিন শত শত চিঠি পাই। সেজন্য সব শ্রোতার চিঠি পড়ার সময় হয় না। কিন্তু আমরা প্রতিটি শ্রোতার চিঠিকে গুরুত্ব দিউ এবং মন দিয়ে পড়ি। এই যেমন আজ আপনার চিঠি পড়ে শোনানো হলো। আশা করি এবার আপনার মন ভালো হয়েছে; হতাশা কেটেছে। আমাদের আগের মতোই নিয়মিত লিখতে থাকুন। চলতি বছর আমরা শ্রেষ্ঠ শ্র্রোতা নির্বাচন করবো। আশা করি, সব শ্রোতা আমাদেরকে তাদের মূল্যবান মতামত পাঠাবেন। ধন্যবাদ।

আ: আচ্ছা, বন্ধুরা এখন আমরা একটু বিশ্রাম নিয়ে একটি সুন্দর বাংলা গান শুনবো। গানটি হল.... আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

গান

আ: পাবনা জেলার সি আর আই ড্রাগন ক্লাবের শেখ আব্দুল মান্নান বারী তার চিঠিতে লিখেছেন, ডিসেম্বরের শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে এখনো উপহার পেলাম না। আপনারা কি পাঠিয়েছেন? যদি পাঠিয়ে থাকেন দয়া করে ভি পি নম্বর, রেজিস্ট্রেশন নং এবং পাঠানোর তারিখ আমাকে জানাবেন।

মু: আচ্ছা, বন্ধু বারী, আপনি কোন অনুষ্ঠানে শ্রেষ্ঠ শ্রোতা হয়েছেন? আমাদেরকে জানাবেন। আমি আপনার হয়ে সে অনুষ্ঠানের উপস্থাপককে জিজ্ঞেস করবো। হয়ত আপনার পুরস্কার এখন পথে আছে, শিগগিরই পেয়ে যাবেন।

আ: নওগাঁ জেলার তাসলিম উদ্দিন রকেট তার চিঠিতে লিখেছেন: আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা এবং আমি নিয়মিত আপনাদের ওয়েবসাইট ভিজিট করি। আপনাদের বেতার অনুষ্ঠান এবং ওয়েবসাইট অনেক আকর্ষণীয়। শিক্ষাপ্রদ এবং সমৃদ্ধ। আপনাদের ওয়েবপেজ থেকে আমি সারা বিশ্বের সমৃদ্ধ খবর ও প্রতিবেদন দেখতে পারি। আপনাদের ওয়েবসাইটে প্রতিদিনের খবর বা প্রতিবেদনের ছবি বা ওডিও পাওয়া যায়। এটি অনেক ভাল। আপনাদের ওয়েবসাইটের প্রতিটি বিষয় আমার ভাল লাগে। আপনাকে ধন্যবাদ জানাই।

মু: বন্ধু তাসলিম উদ্দিন, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আপনাদেরকে বস্তুনিষ্ঠ ও সমৃদ্ধ তথ্য দেয়া হল আমাদের লক্ষ্য। আমরা এ-লক্ষ্য পূরণ করার চেষ্টা করে থাকি। আপনি অনেক ভাল লিখেছেন। কিন্তু আপনি কেন ইংরেজিতে আমাদেরকে চিঠি লিখেছেন? আপনি বাংলায় আমাদেরকে চিঠি লিখতে পারেন। আশা করি, ভবিষ্যতে আপনার বাংলায় লেখা চিঠি পাবো। ধন্যবাদ।

আ: কুমিল্লা জেলার মাহফুজ তার চিঠিতে লিখেছেন: প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিবেন। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীদেরকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দিবেন। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ (০২.০২.২০১৩) সকালে শর্টওয়েবে ৯৬৫৫ কিলোহার্টজে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের অনুষ্ঠান শুনলাম। বিশ্ব সংবাদ ছাড়াও শুনেছি চলতি প্রসংঙ্গ এবং এশিয়া টুডে। চলতি প্রসঙ্গে চীনের পেইচিং বিশ্ববিদালয়ের সবচেয়ে সুদর্শন একজন সাবেক শিক্ষার্থীর ওয়েইপোতে জনপ্রিয়তা এবং বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক লি ইয়ুন দিনের বসন্ত উত্সব উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ পরিকল্পনা নিয়ে প্রতিবেদন দুইটি খুবই ভালো হয়েছে। সেই সাথে আপনাদের ওয়েব সাইটে ইয়ে ছিং দার ছবি দেখলাম। সত্যিই ইয়ে খুবই সুদর্শন। আমি বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক লি ইয়ুন দি এবং চীনের তাইওয়ানের গায়ক ওয়াং লি হংকে নিয়ে গুজব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। চীনে কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় তা কি চলতি প্রসংঙ্গের অনুষ্ঠানে প্রচার করা যাবে? এশিয়া টুডের আজকের অনুষ্ঠানে আফগানিস্তান থেকে আসা ব্যবসায়ী মিরা মুহাম্মাদ তারাকাইকে নিয়ে প্রতিবেদনটি খু্বই তথ্যবহুল হয়েছে। এই প্রতিবেদন হতে আফগানিস্তানের নাগরিক তারাকাই সর্ম্পকে অনেক কিছু জানলাম; সেই সাথে জানলাম সাম্প্রতিক বছরগুলোতে চীন কেমন উন্নতি করেছে, তা।

মু: আচ্ছা, বন্ধু মাহফুজ, আপনার চিঠি থেকে দেখা যায়, আপনি অনেক ভালভাবে এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন। আপনি আমাদের অনেক মতামত দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই।

আ: জামালপুর জেলার সিআরআই শ্রোতা ক্লাবের সভাপতি মো: আব্দুর রহমান তার চিঠিতে লিখেছেন, সিআরআই বাংলা বিভাগের সকল বন্ধুদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। আমি সিআরআই বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমি প্রতিদিন দুইবার অনুষ্ঠান শুনে থাকি। প্রতিটি অনুষ্ঠান খুব ভাল লাগে। আমি আপনাদের কোন উপহার এখনো পাইনি। আমার ক্লাবকে রেজিষ্ট্রেশন করে নিলে এবং উপহার পাঠালে খুব খুশী হব। আপনাদের ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাই। ভাল থাকবেন ।

মু: বন্ধু আব্দুর রহমান, আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের ক্লাবের নাম আমাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আমরা আপনাকে নতুন শ্রোতা হিসেবে কিছু উপহার পাঠাবো। আশা করি, আপনি ভবিষ্যতে আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন।

আ: বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদেরকে দু'জন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করে দেবো। একজন হলেন কুমিল্লা জেলার বাংলাদেশ মিডিয়া ওয়েব রেডিও ক্লাবের সভপতি এ.এইচ. সোহাগ। তিনি মুক্তাকে চিঠি লিখেছেন। তিনি লিখেছেন: দাদা ও দিদি, চৈতালি শুভেচ্ছা নিবেন। আমি আপনাদের নতুন শ্রোতা। আমি একজন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা অফিসে বসে সিআরআই-এর ওয়েবসাইট ভিজিট করি। সিআরআই-এর ওয়েবসাইট আমার খুব ভাল লাগে। সিআরআই থেকে প্রচারিত বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ আমার খুব ভাল লাগে। আমার অনুরোধ, আমাকে ও আমার শ্রোতাসংঘকে তালিকা ভুক্ত করে নিবেন।

মু: আচ্ছা, সোহাগ, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে অংশ নেয়া এবং আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনার নাম আমাদের শ্রোতা নাম তালিকায় অন্তর্ভূক্ত করে দিয়েছি। কিন্তু আপনি ইমেলে আমাদেরকে আপনার ক্লাবের পরিচয় দেননি। আশা করি, আপনি আমাদেরকে আপনার ক্লাবের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। ধন্যবাদ।

আ: আরেকজন নতুন শ্রোতা হলেন রাজশাহী জেলার ডাক্তার শরিফ আহমেদ খান। তিনি লিখেছেন, আমি আপনাদের নতুন বন্ধু এবং আমি আপনাদের কর্মসূচি পেতে চাই।

মু: আচ্ছা, বন্ধু শারিফ আহমেদ খান, আমি আপনার নাম শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আপনাকে কর্মসূচি পাঠাবো। আপনি আমাদের ওয়েবসাইটেও কর্মসূচি চেক করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল https://bengali.cri.cn/

আ: সুপ্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। সবশেষে আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাতে চাই। ....গানটি, আশা করি, সবাই পছন্দ করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক