Web bengali.cri.cn   
ঢাকায় তিন দিনের মোটরগাড়ি প্রদর্শনী শুরু
  2013-03-29 12:41:51  cri

মার্চ ২৯: বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের মোটরগাড়ি প্রদর্শনী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ঢাকা মোটর শো' নামের এই প্রদর্শনী উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

সেমস গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস এবং সেমস বাংলাদেশ অষ্টমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকেরা জানান, এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাড়ে তিন শ স্টল রয়েছে। এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত এবং প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত এটি সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী দেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে সরকারের তরফ থেকে আগ্রহী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) সভাপতি আফতাব-উল ইসলাম বলেন, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং অটোমেটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ভিনি মেহতা।

আফতাব-উল ইসলাম বিদ্যমান কর-কাঠামোকে গাড়ি নির্মাণ শিল্প বিকাশের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো সরকারই এ শিল্পের বিকাশে তেমন কোনো দৃষ্টি দেয়নি। (এসআর)

মন্তব্য
লিঙ্ক