Web bengali.cri.cn   
"বিশ্ব বেতার দিবস ২০১৩" উপলক্ষে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত
  2013-03-28 19:48:04  cri

বাংলাদেশে বিদেশী বেতার সম্প্রচারের কর্ণারে সিআরআই পরিচিতির পাশে সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল

গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ২০১৩ পালন করা হয় বিশ্বব্যাপী। এ উপলক্ষে বাংলাদেশেও আয়োজন করা হয় নানা কর্মসূচী। দিবসটি উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় আনন্দ রেলি এবং সেমিনার। 'বেতার সবার জন্য, সবসময়ে, সবখানে' এই শ্লোগানকে সামনে রেখে ঢাকায় জাতীয় বেতার ভবন অডিটোরিয়ামে "বিশ্ব বেতার দিবস ২০১৩ উপলক্ষে সমকালীন বিশ্ব প্রেক্ষাপটে দেশের বেতার প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ ও সম্ভাবনা" সেমিনারের আয়োজন করে জাতীয় উদযাপন কমিটি। বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এনজিও'স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কমিউনিটি রেডিও একাডেমির হেড এএইচএম বজলুর রহমান, বেসরকারী এফএম রেডিও স্টেশন রেডিও ভূমি'র স্টেশন চীফ শামস্ সুমন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন স্পেকট্রাম ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক লে:কর্ণেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তাফা।

সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ

সেমিনারে বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কলাকুশলী, বিভিন্ন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি, বেসরকারী বেতারের প্রতিনিধি এবং বিভিন্ন কমিউনিটি রেডিও'র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনার উপলক্ষে আয়োজক কমিটি 'বিশ্ব বেতার দিবস ২০১৩ তথ্য কণিকা' প্রকাশ করে। যেখানে বেতারের বিভিন্ন তথ্য রয়েছে। যার মধ্যে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)'র তথ্যও রয়েছে।

এছাড়া সেমিনারের পূর্বে বেসরকারী এফএম রেডিও স্টেশন রেডিও ভূমি ছোট্ট একটি প্রদর্শনীর আয়োজন করে। এখানেও অন্যান্য বেতারের পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)'র পরিচিতি তুলে ধরা হয়েছে।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক