Web bengali.cri.cn   
ভারবিয়ের ফেস্টিভাল চেম্বার অর্কেস্ট্রা
  2013-03-26 18:43:45  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি-- লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তবে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

সম্প্রতি সুইজারল্যান্ডের বিখ্যাত 'ভারভিয়ের ফ্যাস্টিভাল চেম্বার অর্কেষ্ট্রা' চীনে এসেছিল। দলটি চীনের পেইচিং, শাংহাই, গুয়াংচৌ, শেনছেন ও হংকং-য়ে একের পর এক অনুষ্ঠান করে গেছে।

এ-অর্কেষ্ট্রা প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। দলের সদস্যদের বয়স ২৮ থেকে ৩৫-এর মধ্যে। তাঁরা সবাই সুপ্রতিষ্ঠিত ও দক্ষ সঙ্গীতজ্ঞ। আন্তর্জাতিক অর্কেষ্ট্রা জগতে এ-দলটির অবস্থান খুবই সম্মানজনক।

আমরা এখন শুনবো এ-অর্কেস্ট্রার বাজানো একটি সিম্ফনি। সিম্ফনিটি হচ্ছে বিটোভেনের বিখ্যাত রচনা: ভাগ্য।

(রেকর্ডিং)

সিম্ফনিটি শুনতে কেমন লাগলো বন্ধুরা। আমার কিন্তু খুব ভালোলেগেছে। 'ভারবিয়ের ফেস্টিভাল চেম্বার অর্কেস্ট্রা'-র চীন সফর সম্ভব হয়েছে ভারবিয়ের ফেস্টিভাল-এর প্রতিষ্ঠাতা মার্টিন টিসন ইংস্ট্রোয়েম-এর কল্যাণে। তিনি এ-অর্কেস্ট্রার চীন সফর সম্পর্কে বলছেন:

'ভারবিয়ের ফেস্টিভাল চেম্বার অর্কেস্ট্রা'-কে নিয়ে চীন সফরে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। অর্কেস্ট্রার পারফরমেন্স থেকে চীনের শ্রোতারা কেবল এর শৈল্পিক প্রতিভা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হতে পারবেন তা নয়, এর মাধ্যমে শ্রোতারা ভারবিয়ের সঙ্গীত একাডেমির মান সম্পর্কেও স্পষ্ট ধারণা পাবেন।

বন্ধুরা, চলুন এখন আমরা এই অর্কেস্ট্রার আরেকটি মিউজিক শুনি।

(রেকর্ড)

'ভারবিয়ের ফেস্টিভাল চেম্বার অর্কেস্ট্রা' যখন পেইচিং সফর করে, তখন আমি নিজে অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের বাজনা শুনেছি। সে এক চমত্কার অভিজ্ঞতা। কী সুন্দর তাদের মিউজিক! উপস্থিত সবাই যেন অর্কেস্ট্রার সুরে সম্মোহিত হয়ে গিয়েছিল। শ্রোতাদের মধ্যে একটি মেয়ে আমার পাশেই বসে ছিলেন। তিনি অর্কেস্ট্রার অসাধারণ শিল্পসৃষ্টি উপভোগ করছেন আর কাঁদছেন। আমি তাঁকে জিজ্ঞাস করলাম: আপনি কাঁদছেন কেন? তিনি জবাব দিলেন:

(রেকর্ড)

"তাঁদের সংগীত শুনে আমার ছোটবেলার কথা মনে পড়লো। ছোটবেলায় আমিও বেহালা বাজাতে শিখেছিলাম। তবে সেটি আমার মায়ের ইচ্ছায়, নিজের ইচ্ছায় নয়। সে-সময় আমি খুব মানসিক চাপ অনুভব করতাম। আমার বন্ধুরা যখন বাইরে ঘুরতে যেত, আমি তখন বাসায় বসে বেহালা নিয়ে চর্চা করছি। এই অর্কেষ্ট্রার পারফরমেন্স শুনে আমি বেশ বুঝতে পারি, এ-পর্যন্ত আসতে তাদের কতো কষ্ট সইতে হয়েছে।"

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।

বন্ধুরা, আমরা আজ আলোচনা করছি সুইজারল্যান্ডের বিখ্যাত 'ভারবিয়ের ফেস্টিভাল চেম্বার অর্কেস্ট্রা' এবং এর সঙ্গীত নিয়ে। এ-অর্কেস্ট্রার বাজানো একটি সিম্ফনি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে।

(রেকর্ড)

প্রিয় সংগীতপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো সঙ্গীতে ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক