Web bengali.cri.cn   
মুক্তার কথা-৯ মার্চ
  2013-03-26 18:52:00  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা।

আ: এবং সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী ত্রিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।

আ: বাংলাদেশের ঢাকার শ্রোতা রেহানা বানু মুন্নী লিখেছেন, "আমি আমার সদস্য পদের ফরমটা এই মেইলে পাঠিয়ে দিলাম সংযুক্ত করে। আশা করবো তোমরা আমার চিঠিটি পড়বে এবং আমাকে তোমাদের বন্ধু করে নেবে। 'মুক্তার কথা' অনুষ্ঠানে আমার এই ই-মেইলের উত্তর পেলে আমি প্রতি সপ্তাহে সিআরআই-এর ই-মেইল পাঠাবো। 'মুক্তার কথা' অনুষ্ঠানের জন্য আবারো শুভেচ্ছা রইল।

মু: বন্ধু রেহানা বানু মুন্নী, আপনাকেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি, আরো বেশি নতুন বন্ধু আমাদের শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

আ: ফরিদপুর জেলার নবকাম রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মো: ইমরান হোসেন তার চিঠিতে লিখেছেন, ...

মু: আচ্ছা, বন্ধু ইমরান, আমি আপনার ক্লাব শ্রোতা সংঘের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। আশা করি, ভবিষ্যতে আপনার এবং আপনার ক্লাবের সদস্যদের চিঠি ও মতামত নিয়মিত পাব।

আ: জামালপুর জেলার সিআরআই শ্রোতা ক্লাবের সভাপতি মো: আব্দুর রহমান তার চিঠিতে লিখেছেন, ....

মু: আচ্ছা, বন্ধু আব্দুর রহমান, এখন থেকে আমরা আপনার ক্লাবের নতুন ঠিকানায় চিঠিপত্র পাঠাবো। আশা করি, আপনার ক্লাবের সকল সদস্য নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন।

আ: ঝিনাইদহ জেলার আই পি এম ফ্যান ক্লাবের সভাপতি শ্রীসুকদেব কুমার ঘোষ তার চিঠিতে লিখেছেন, ...

মু: হ্যাঁ, বন্ধু কুমার, আমরা জানি অনেক শ্রোতা আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন না। তাই আমরা প্রতিদিন ডাকযোগে আসা চিঠির খোঁজখবরও রাখি। আমরা বার বার আমাদের অনুষ্ঠানে ই-মেইল ঠিকানা ঘোষণা করি, কারণ আমাদের অনেক শ্রোতাই ডাকযোগে চিঠি পাঠানোর পরিবর্তে ই-মেইলে চিঠি পাঠাতে পছন্দ করেন। আপনারা যে-পদ্ধতিতেই আমাদের মতামত বা চিঠি লিখুন না কেন, আমরা সবার মতামত ও চিঠিকেই সমান গুরুত্ব দিয়ে থাকি।

এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। পেইচিং থেকে লাসার দূরত্ব সড়কপথে ৩৭২৮.৬ কিলোমিটার; তবে রেলপথে এ-দূরত্ব ৩৭০৩ কিলোমিটার। আশা করি, আপনার মতো আরো শ্রোতা আমাদের ভালো ভালো প্রশ্ন করবেন।

আ: বাংলাদেশের নাটোর জেলার ইন্টারন্যাশানাল রেডিও অ্যান্ড টিভি ডিএক্স ক্লাবের রুমানা আফরোজ মল্লিক আমাদের চিঠি লিখেছেন। তিনি লিখেছেন,

তিনি তিনটি প্রশ্ন করেছেন, ...

মু: আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে: গত ১৭ই আগষ্ট চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো থেকে প্রকাশিত হিসেব অনুসারে, ২০১১ সাল পর্যন্তই চীনের মূলভূভাগের লোকসংখ্যা ছিল ১৩৪ কোটি ৭০ লাখ। এ-হিসেব অনুসারে, ২০০২ সালের পর দেশে জনসংখ্যা বেড়েছে ৬ কোটিরও বেশি। আর এ-সময়কালে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৫৩ শতাংশ।

আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে: চীনে সংখ্যালঘু জাতির সংখ্যা ৫৫টি এবং তাদের মোট জনসংখ্যা প্রায় ১০ কোটি ৮০ লাখ। এর মধ্যে লোকসংখ্যা সবচেয়ে বেশি হল চুয়াং জাতির এবং সবচেয়ে কম হল লুওবা জাতির। আর চীনে ঘোষিত মুসলিমের সংখ্যা প্রায় ৩ কোটি।

আপনার তৃতীয় প্রশ্নের জবাব হচ্ছে: চীনে মসজিদের সংখ্যা প্রায় ৩০ হাজার।

আ: বাংলাদেশের বগুড়া জেলার উজ্জ্বল কুমার রায়, তিনি তার চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধুরা, আমরা সব শ্রোতার সব মতামতকে গুরুত্ব দেই। কে কোন পদ্ধতিতে আমাদের কাছে চিঠি পাঠালো---সেটা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের মতামত। আশা করি, আপনারা আরো বেশি গঠনমূলক মতামত পাঠাবেন। এবারের অনুষ্ঠানে আপনার চিঠি পড়েছি। খুশী হয়েছেন তো? আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।

আ: আচ্ছা, বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি সুন্দর রবীন্দ্র সঙ্গীত শোনাতে চাই। শুনুন তাহলে 'আহা আজি এ বসন্তে' গানটি। আশা করি সবাই পছন্দ করবেন।

গান

আ: বাংলাদেশের নওগাঁ জেলার সিআরাআই ডিএক্স ক্লাবের মো: ফিরোজ আহমেদ চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু ফিরোজ, আমি আপনার ক্লাব আমাদের শ্রোতা সংঘের তালিকায় অন্তর্ভুক্ত করতে চাই, কিন্তু চিঠিতে আপনার বিস্তারিত ঠিকানা লেখা নেই। আশা করি, পরবর্তী চিঠিতে আমাদেরকে পূর্ণ ঠিকানা জানাবেন। আমি আপনার প্রস্তাব 'সুরের ধারায়' অনুষ্ঠানের উপস্থাপক লিয়াং লিলিন লতাকে জানিয়ে দিয়েছি। আশা করি, ভবিষ্যতে আপনার আরো বেশি মতামত পাবো। ধন্যবাদ।

আ: বাংলাদেশের বগুড়া জেলার ইয়াং রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর মোঃ আমিনুল ইসলাম চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু আমিনুল, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনার চিঠি অনেক দেরীতে পেয়েছি। চিঠির সাথে পাঠানো ছবি আমরা আগামী সপ্তাহে আমাদের ওয়েবসাইটের 'মুক্তার কথা' ওয়েবপেজে দিয়ে দেব। আশা করি, আপনি ভিজিট করবেন।

আ: বাংলাদেশের ঝিনাইদহ জেলার জিনিয়াস রেডিও ক্লাবের তাজনুর ইসলাম চিঠিতে লিখেছেন,...

মু: আচ্ছা, তিনি অনেক লম্বা চিঠি লিখেছেন এবং চিঠিটি আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা আপনার ক্লাব আমাদের শ্রোতা সংঘ নাম তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। আশা করি, আপনার ক্লাবের সদস্যসংখ্যা দিনে দিনে বাড়বে।

আ: ঢাকার এ.কে.এম.নাসির উদ্দিন তার চিঠিতে লিখেছেন, ....

মু: আচ্ছা, বন্ধু নাসির উদ্দিন, আসলে শ্রোতা সম্মেলন করার বিষয়, আমরা নিজে নির্ধারণ করতে পারি না। আমরা প্রতি বছরের শুরুতে সিআরআইকে বাংলাদেশ ও ভারতে শ্রোতা সম্মেলন করার অনুরোধ জানাই। আপনারা জানেন সিআরআই থেকে মোট ৬২টি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়। তাই, চাইলেই আমরা নিজেদের ইচ্ছেমতো শ্রোতা সম্মেলন করতে পারি না বা করার অনুরোধ জানাতে পারি না। তবে, কথা দিচ্ছি, আমরা চেষ্টা করবো। আশা করি, আপনারাও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন।

আ: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার আসরাফ আলী মোল্যা চিঠিতে লিখেছেন,....

মু: আচ্ছা, বন্ধু আসরাফ, প্রথমে আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিলে এবং সিআরআই-এর শ্রোতাদের নিয়ে নিয়মিত সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করলে চীন পরিদর্শনের সুযোগ আপনিও পেতে পারেন। আশা করি, অন্যান্য শ্রোতাও আমাদের শ্রেষ্ঠ শ্রোতাদের একজন হবার চেষ্টা করবেন। ধন্যবাদ।

আ: অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতাকে পরিচায় করিয়ে দিতে চাই। তিনি হলেন বাংলাদেশের বগুড়া জেলার অনুপা রায়। তিনি তার চিঠিতে লিখেছেন,....

মু: আচ্ছা, বন্ধু অনুপা রায়, আমি আপনার নাম আমাদের শ্রোতা-তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের মতামত পাঠাবেন। আমরা আজীবন বন্ধু হবো বলে আমি আশা করি।

আ: সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাবো। 'আয়নাতে ঐ মুখ' গানটি একটি চলচ্চিত্রের গান। আশা করি সবাই পছন্দ করবেন।

গান

মু: গানটি অনেক সুন্দর। শ্রোতাবন্ধুরা আপনারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার প্রিয়জনকে গানের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারেন। যেমন: আপনি আপনার বাবা-মাকে একটি গান শোনাতে পারেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি, আরো বেশি শ্রোতা নিজের পছন্দের গান আমাদেরকেও পাঠাবেন।

আ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আ: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক