সংগীত আমার জীবন, আমার জীবন সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 'সুরের ধারায়', চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।
অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।
আজের অনুষ্ঠানে আমি একটি প্রতিশ্রুতি পালন করবো। আমার একজন বাংলা শ্রোতা বন্ধু আছেন, তিনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন এবং আমাদের নিয়মিত তার মতামত দিয়ে থাকেন। তাঁর নাম হাফিজুর রাহমান। প্রিয় হাফিজুর সাহেব, আশা করি এখন আপনি রেডিওর কাছে বসে আমার অনুষ্ঠান শুনছেন। আপনি আমাকে অনেক ই-মেইল পাঁঠিয়েছেন এবং আমাকে অনেক সুন্দর সুন্দর প্রস্তাব দিয়েছেন। চীন আন্তর্জাতিক বেতারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাদের ভাগ্যবান শ্রোতা। আমরা আপনাকে কিছু উপহার পাঠাবো। এখানে একটি কথা, আমরা উপহার পাঠানোর সময় ডাক-মাশুল দিয়ে থাকি; তাই আপনাদের কাছ থেকে ডাকঘর থেকে কোনো টাকা-পয়সা চাইলে, দয়া করে দেবেন না। আর হ্যা, আজ আমরা এই অনুষ্ঠানে হাফিজুর রহমানের প্রিয় গান প্রচার করবো।
প্রথমে আমরা রাশিয়ার একজন গায়িকা আল্লা পুগাচেভার গান শুনবো। প্রথম গানটি প্রচারের পর আমরা এই শিল্পী সম্পর্কে শ্রোতাদের বেশকিছু তথ্য জানাবো।
চীনে এ-গায়িকা তেমন পরিচিত নন। তাই আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না। তবে এখন আমার পাশে বসে আছেন আমাদের বিশেষজ্ঞ আলিমুল হক। আলিম ভাই, আপনি কি এ-গায়িকা সম্পর্কে কিছু জানেন? জানলে দয়া করে আমাদের জানান।
(আলিম) হ্যা, লতা। পুকাচেভাকে অনেকে আদর করে ডাকেন 'রাশিয়ার ফুল'। তিনি সত্যি সত্যি রাশিয়ায় খুবই জনপ্রিয় একজন গায়িকা। গত শতাব্দির সত্তরের দশক থেকে এ-পর্যন্ত রাশিয়ার কোনো গায়িকা তাঁকে ছাড়িয়ে যেতে পারেনি। ১৯৪৯ সালে দেশটির রাজধানী মস্কোয় তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সংগীতের সাধনা শুরু করেন। ১৯৭৫ সালে তিনি বুলগেরিয়ায় 'বিশ্ব সংগীত উত্সব'-এ অংশ নেন এবং সেখানে আয়োজিত প্রতিযোগিতায় সেরা গায়িকার পুরস্কার পান। এরপর থেকেই বিশ্ব সংগীত জগতে তার আসন পাকাপোক্ত হয়ে যায়। তার আমলে তিনি রাশিয়ার রাজনৈতিকা নেতাদের চেয়েও জনপ্রিয় ও পরিচিত ছিলেন। তার দীর্ঘ সংগীত জীবনে তার গানের বহু অ্যালবাম প্রকাশিত হয় এবং তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হন। সত্যি বলতে কি, তিনি রাশিয়ার সংগীত জগতের প্রতীক।
ধন্যবাদ আলিম ভাই, আমাদের এতো বেশি তথ্য দিয়েছেন। এখন আমরা আরও দুটি গানের মাধ্যমে পুকাচেভাকে অনুভব করবো।
আমাদের শ্রোতা হাফিজুর বলেন চীনের সিনজিয়াংয়ের গায়ক আরকেনের গানও শুনতে চেয়েছেন। আমরা এখন আরকেন সম্পর্কে কিছুটা আলোচনা করবো। তিনি চীনের সংখ্যালঘু জাতি, উইগুরের তরুণ গায়ক। দেখতে তিনি খুবই সুন্দর। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নিজের ব্যান্ড দল গঠন করেন। তাঁর সংগীতে রয়েছে প্রকট আন্তর্জাতিক বৈশিষ্ট্য। এখন আমরা শুনবো তাঁর দুটি গান। গানের নাম হলো 'কেন ফুল এতো লাল' এবং 'অসহায়'। হাফিজুর ভাই, আশা করি আপনার ভাল লাগবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।
বন্ধুরা, হাফিজুর রহমান ইমেলের মাধ্যমে আমাকে একটি বাংলা গান পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, গানটি নাকি বাংলাদেশ ও ভারতে খুবই জনপ্রিয়। গানের নাম 'এক জীবন'। চীনের একটি কাহিনী অনুসারে এ-গান লেখা হয়েছে। গানটি আমার ভালো লেগেছে। আজকে এ-গান দিয়েই অনুষ্ঠান শেষ করবো।
প্রিয় সংগীতপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)