চৌদ্দ মার্চ হচ্ছে 'White Valentine's Day' বা শ্বেত ভালবাসা দিবস। এদিন বিভিন্ন বিপণিবিতান প্রেমিক-প্রেমিকাদের জন্য নানা রকমের বিশেষ ডিসকাউন্ট ভাউচার দেয়, যাতে তারা দিনটি ভালভাবে উদযাপন করতে পারে। এ খবর প্রকাশিত হবার পর নেট ব্যবহারকারীরা এ সম্পর্কে ১৬ লাখ মন্তব্য পোস্ট করেছেন।
ব্রিটেনের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে যে, চীনা জনগণের উচিত চপস্টিক
স ছেড়ে দিয়ে ছুরি ও কাঁটাচামচ ব্যবহার করা। এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টার মধ্যে ১০ হাজারও বেশি মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।
20th Century Fox কোম্পানির চলচ্চিত্র 'Die Hard 5' ১৪ মার্চ চীনে মুক্তি পেয়েছে। এ খবরের ব্যাপারে ২৪ ঘন্টায় নেটনাগরিকরা ১ লাখ ২০ হাজার মন্তব্য পোস্ট করেছেন।
চীনের রাজধানী পেইচিংয়ে শীতকালের শেষভাগেও খুব ঠাণ্ডা থাকায় তাপায়ন ব্যবস্থা চালু রাখার সময় ৫দিন বাড়ানো হয়েছে। এ খবরের ব্যাপারে নেটে অন্তত ১৫ হাজার মন্তব্য পড়েছে।
চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের একজন সদস্য সম্প্রতি বলেছেন যে, ইংরেজি শিখা চীনের শিক্ষার ওপর হয়তো নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ইংরেজি শিখার ফলে কখনো কখনো চীনা ভাষা শিক্ষার ব্যাপারে ছাত্রছাত্রীদের মনোযোগের অভাব দেখা যায়। সব মিলে এ খবরের ব্যাপারে নেটে প্রায় ১ লাখ মন্তব্য পড়েছে।
গুগল ১৪ মার্চ ঘোষণা করেছে যে, চলতি বছরের জুলাই মাসে তার গুগল রিডার সেবা বন্ধ করে দেবে। এ খবর সম্পর্কে এক সপ্তাহে ৭৬ হাজার মন্তব্য পোস্ট করেছেন নেটব্যবহারকারীরা।
গত ১০ মার্চ চীনের মার্শাল আর্ট রীতি বিষয়ক বিখ্যাত লেখক চিং ইয়ংয়ের বয়স হয়েছে ৯০ বছর। তাঁর অনুরাগীরা বলেন যে, লেখক চিং ইয়ংয়ের রাশি হচ্ছে মিন। প্রিয় বন্ধুরা, আপনাদের রাশি কী? ইয়ং-সম্পর্কিত খবরে সব মিলে ৫০ লক্ষাধিক মন্তব্য পড়েছে।