Web bengali.cri.cn   
দার্শনিক গল্প: 'মানুষের মন বড় বা ছোট হয় না, ছোট-বড় হয় মানুষের চিন্তা'
  2013-03-22 18:34:30  cri
একদিন শিওলিন তার গুরুকে জিজ্ঞেস করলেন: 'গুরু, মানুষের মন কি ছোট-বড় হয়?'

'না, হয় না।' গুরু উত্তর দিলেন ।

"তাহলে কেন আমরা 'এর মন ছোট' 'ওর মন বড়' এমন ধরণের কথা বলি?" জিজ্ঞেস করলেন শিওলিন।

গুরু বললেন: 'তুমি একটি বড় হাতির কথা কল্পনা কর।'

'জি, আমি একটি বড় হাতির কথা কল্পনা করছি।' শিওলিন বললেন।

'যখন তুমি বড় হাতি নিয়ে কল্পনা করছিলে, তখন কি তোমার সম্পূর্ণ মন দিয়ে কল্পনা করছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।

' অবশ্যই!' বললেন শিওলিন।

'এখন তুমি একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা কর।' বললেন গুরু।

'জি, আমি এখন একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করছি।' শিষ্য জবাব দিল।

'তুমি কি সমস্ত মন দিয়ে সরিষার দানার কথা ভাবছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।

'জি, আমি সমস্ত মন দিয়ে ভাবছিলাম।' উত্তর দিলেন শিওলিন।

এবার গুরু বললেন: 'মন তো মাত্র একটি। তাহলে কীভাবে তুমি একই মন দিয়ে একটি বড় হাতি ও একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করতে পারলে? আসলে, যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।'

(চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক