Web bengali.cri.cn   
লস অ্যাঞ্জেলেসে চীনের লোকগীতি শিল্পী সং জুইংয়ের সংগীতানুষ্ঠান
  2013-03-19 09:29:05  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তবে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

আজকের 'সুরের ধারায়' আমরা চীনের একজন বিখ্যাত লোকগীতি শিল্পী সং জুইং নিয়ে কিছু আলোচনা করবো। সং জুইং চীনের একজন বিখ্যাত লোকগীতি শিল্পী। ১৯৬৬ সালে তিনি জন্মগ্রহণ করেন। চীনের লোকসংগীত জগতে প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় সময় ১ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের 'শ্রাইন অডিটরিয়াম'-এ সংগীত পরিবেশন করেন। তিনি যুক্তরাষ্ট্রের 'ফিলহারমনিক লেবালক সিম্ফনি অর্কেস্ট্রা'-র সাথে সংগীতানুষ্ঠানে অংশ নেন। দুদেশের শিল্পীদের যৌথ পারফরমেন্স উপস্থিত দর্শক-শ্রোতারা দারুণ উপভোগ করেন।

অনুষ্ঠানে সং জুইং 'জেসমিন ফুল' 'ভাল দিন' ও 'পৃথিবীতে গান ওড়ে' শীর্ষক বিভিন গানসহ চীনের জনপ্রিয় লোকসংগীত পরিবেশন করেন। তার চমত্কার পরিবেশনা প্রমাণ করেছে যে, কেন তিনি স্বদেশে 'লোকসংগীত সম্রাজ্ঞী' নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের অর্কেস্ট্রাদলের বাজনা এবং একদল কণ্ঠশিল্পীর সঙ্গে তিনি যখন 'ঝাল মেয়ে ঝাল'শীর্ষক গানটি পরিবেশন করেন তখন উপস্থিত ৬ হাজারেরও বেশি দর্শক তা উপভোগ করেন। শ্রোতাবন্ধুরা, এখন আমরা শুনবো সেই 'ঝাল মেয়ে ঝাল' গানটি।

(গান)

বন্ধুরা, গানটি কেমন লাগলো? এ-মুহূর্তে আমার পাশে বসে গানটি শুনলেন আমাদের বিশেষজ্ঞ আলিমুল হক। আলিম ভাই, এ-গান সম্পর্কে আপনি কিছু বলুন?

(...)

সং জুইংয়ের সংগীতানুষ্ঠানটি ব্যাপক প্রশংসিত হয়েছে। লস অ্যাঞ্জেলে নিযুক্ত চীনের কন্সুলার জেনারেল ছিও শাওফাং এ-প্রসঙ্গে বলেন,

রেকর্ড:

দর্শকদের করতালি ও হর্ষধ্বনি থেকে বোঝা যায়, সংগীতানুষ্ঠানটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রবাসী চীনাদের মনে কতোটা গান কেটেছে। চীনের বিখ্যাত লোকগীতি শিল্পী সং জুইং যুক্তরাষ্ট্রের শিল্পীদের সংঙ্গে যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেছেন। এর ফলে একদিকে যেমন তা উপভোগ্য হয়েছে, তেমনি এটি দুদেশের সাংস্কৃতিক সুসম্পর্ককেও আরো জোরদার করেছে।

এখন আমরা সং জুইংয়ের গান 'ভাল দিন' শুনবো। পরে শুনবো আরেকটি বিখ্যাত গান 'জেসমিন ফুল'।

(গান)

সংগীতানুষ্ঠানের দর্শক-শ্রোতা মিস্টার ল্যুইস জানালেন, তিনি এর আগে চীন সফরের সময় টিভিতে সং জুইংকে দেখেছেন এবং তার গান উপভোগ করেছেন। তিনি সং-এর গান ও সুরের ভূয়সী প্রশংসা করলেন। মিস্টার ল্যুইস তার চীনা স্ত্রীর কাছে সংগীতানুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করার পর তার স্ত্রীই অনুষ্ঠানের টিকিট কাটনে।

প্রিয় শ্রোতা, এখন শুনুন সং জুইংয়ের 'পৃথিবীতে গান ওড়ে' ও 'ভাল থেকে আরো ভাল' গান দুটি।

(গান)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।

বন্ধুরা, আজকে আমরা চীনের লোকগীতি শিল্পী সং জুইংয়ের গল্প বলছি। আপনারা কি তাঁর গান পছন্দ করেছেন? আমি জানি, আপনারা তার কণ্ঠ ও গান পছন্দ করেছেন। পরের অনুষ্ঠানে আমরা আপনাদের তার আরো গান শোনাবো। তবে, আজকের অনুষ্ঠান শেষ করবো তার আরেকটি সুন্দর গান দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।

(গান)

প্রিয় সংগীতপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক