Web bengali.cri.cn   
আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ার লক্ষ্য নিয়েছে হাইনান
  2013-03-18 16:31:39  cri

সাম্প্রতিক বছরগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় আন্তর্জাতিক সম্মেলন আর ফোরাম হাইনানে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গণকংগ্রেসের অধিবেশনে হাইনান প্রদেশের প্রতিনিধিদলের আলোচনাসভায় অংশগ্রহণের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি বলেন, হাইনানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ বিরাটাকারের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পূর্বশর্ত।

ইয়াং চিয়ে ছি বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে বোয়াও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন, ব্রিকস দেশগুলোর নেতাদের তৃতীয় বৈঠক, চীন-আফ্রিকা সহযোগিতার গোলটেবিল বৈঠক প্রভৃতি আন্তর্জাতিক কর্মসূচি সাফল্যের সঙ্গে হাইনানে অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি, হাইনানে প্রাকৃতিক পরিবেশ ছাড়া তার সাংস্কৃতিক পরিবেশ এবং অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক উন্মুক্তকরণের সচেতনতাও আছে।"

হাইনানের পর্যটন শিল্প উন্নয়নের সাথে সাথে সানইয়া শহর জরুরিভিত্তিতে পর্যটন পণ্য ও পরিসেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। মেয়র ওয়াং ইয়োং বলেন,  "পর্যটক ও বাইরে থেকে আগত ব্যক্তির সংখ্যা দ্রুত বাড়ার কারণে পর্যটন পণ্য ও পরিসেবার মানের চাহিদাও দ্রুতগতিতে বেড়েছে। এটা আমাদের উন্নয়নের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ নয়।"

ওয়াং ইয়োং জানান, সানইয়া শহরের স্থায়ী অধিবাসীর সংখ্যা প্রায় ৩ লাখ। বসন্ত উত্সবের সময় ৫ লাখ ৬০ হাজারেরও বেশি পর্যটক সানইয়াতে আসেন। বিপুল সংখ্যক পর্যটকের আগমন এ শহরের পরিবেশের ওপর অত্যন্ত ভারি চাপ সৃষ্টি করে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বসন্ত উত্সবকালে আতশবাজি ফোটানো থেকে সৃষ্ট আবর্জনাকে এ শহরের পরিচ্ছন্নকর্মীদের জন্য এক বড় চ্যালেঞ্জ বলা যায়।

হাইনান প্রদেশের কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক রো বাও মিং

হাইনান প্রদেশের গণকংগ্রেসের প্রতিনিধিরা মনে করেন, আন্তর্জাতিক পর্যটন দ্বীপ গড়ার প্রক্রিয়ায় পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ স্থানে রাখা উচিত। কেবল এ ভাবে টেকসই উন্নয়ন অর্জিত হতে পারে। হাইনান প্রদেশের কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক রো বাও মিং জোর দিয়ে বলেন,'হাইনানের বাস্তুতান্ত্রিক পরিবেশ সুরক্ষা হচ্ছে আমাদের হাইনানের উন্নয়নের ভিত্তি। আমরা বাস্তুতান্ত্রিক পরিবেশ রক্ষার নীতিতে অটল থাকবো। কারণ আমরা জানি, এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার ভিত্তি ও আয়ুরেখা।" (ইয়ু / এসআর)


1 2
মন্তব্য
লিঙ্ক