Web bengali.cri.cn   
চীন-যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ: প্রধানমন্ত্রী লি খে ছিয়াং (ছবি)
  2013-03-17 12:42:28  cri

মার্চ ১৭: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং রোববার দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "চীন ও যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ এবং বিশ্ব-শান্তির জন্যও অপরিহার্য।"

চীনের প্র্রধানমন্ত্রী লি খে ছিয়াং

প্রধানমন্ত্রী বলেন, "চীনের নতুন সরকার আগের মতো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ওপর উচ্চমানের গুরুত্ব দেয়। কারণ, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং বৃহত্তম শিল্পোন্নত দেশের সম্পর্ক। আমরা ওবামা সরকারের সাথে যৌথভাবে দুটি বড় দেশের মধ্যে নতুন ধরণের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই।"

লি খে ছিয়াং জানান, তিনি বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মতভেদ অস্বীকার করেন না। পাশাপাশি তিনি বলেন, "তবে যদি আমরা পরস্পরের প্রধান উদ্বেগকে সম্মান করি, ভালোভাবে মতভেদ নিয়ন্ত্রণ করি, তাহলে আমাদের অভিন্ন স্বার্থ মতভেদ দূর করতে সাহায্য করবে।"  এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চীন ও যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য সবচে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে চীনের প্রধানমন্ত্রী আরো বলেন, "দু'দেশই এ-অঞ্চলের স্থিতিশিলতা রক্ষা করতে এবং অঞ্চলটিকে সমৃদ্ধ করতে চায়। আমি আশা করি, আমাদের কথা আর কাজের মধ্যে মিল থাকবে।" (ইয়ু / আলিম) 

মন্তব্য
লিঙ্ক