Web bengali.cri.cn   
সি চিনপিং দেশের চেয়ারম্যান হওয়ায় মার্কিন তথ্য মাধ্যমে ভূয়সী প্রশংসা করা হয়
  2013-03-15 18:47:34  cri
মার্চ ১৫: মার্কিন তথ্য মাধ্যম চীনের দু'টি অধিবেশনের ওপর বিশেষভাবে দৃষ্টি প্রদান করে। সেদেশে প্রধান তথ্য মাধ্যম চীনের গণকংগ্রেসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেদেশের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর বিশেষ গুরুত্বের সাথে প্রকাশ করে।

এপি, চীনের গণকংগ্রেসের একজন প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে জানায়, সি চিনপিংয় নবনির্বাচিত হওয়ায় তাঁকে স্বাগত জানিয়ে বলা হয় যে, তাঁর নেতৃত্বে চীন আরো সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

ওয়াল স্ট্রীট জর্নাল, পত্রিকার খবরে জানা গেছে, সি চিনপিং দেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে চীন বেশ কিছু সমস্যার সমাধানের উদ্দ্যোগ গ্রহণ করবে। এসবের মধ্যে রয়েছে অর্থনীতির ভারসাম্যহীনতা, ধনী-গরীবের বৈষম্য বৃদ্ধি, সরকারী কাজে দুর্নীতি, খাদ্য ও পরিবেশসহ নানাবিধ সমস্যা। খবরে বলা হয়, গত বছরের নভেম্বর মাসে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করার পর সি চিনফিং দুর্নীতির বিরুদ্ধে বেশ কঠোর ভাষায় বক্তব্য রেখেছিলেন। আশাকরা হচ্ছে এবার তিনি এসব সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক