Web bengali.cri.cn   
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ
  2013-03-14 17:55:28  cri

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১ বিতরণ করা হয়েছে বুধবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কারপ্রাপ্তরা হলেন আবদুর রাজ্জাক (আজীবন সম্মাননা), সেরা অভিনেতা ফেরদৌস আহমেদ (কুসুম কুসুম প্রেম), সেরা অভিনেত্রী জয়া আহসান (গেরিলা), সেরা সহ-অভিনেতা এম এ আলমগীর, সেরা সহ-অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা (কে আপন কে পর), সেরা সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ (প্রজাপতি), সেরা খলচরিত্র শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), সেরা শিশু চরিত্র শামন্তি (খণ্ড গল্প-১৯৭১)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১ তুলে দিচ্ছেন বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুর রাজ্জাকের হাতে। ফটো বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমের সৌজন্যে

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন সেরা গল্প লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সেরা নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ ও ইবাদুর রহমান (গেরিলা), সেরা সংলাপ লেখক নাসির উদ্দিন ইউসুফ (গেরিলা), সেরা সঙ্গীত শিল্পী (পুরুষ) কুমার বিশ্বজিত্ (মা আমার চোখের মনি), সেরা সঙ্গীত শিল্পী (মহিলা) নাজমুল মুনিরা ন্যান্সি (প্রজাপতি), সেরা গানের কথা শফিক তুহিন (প্রজাপতি), সেরা সুরকার ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), সেরা ক্যামেরাম্যান এল অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), সেরা রেকর্ডিং ম্যান রতন পাল (আমার বন্ধু রাশেদ), সেরা সম্পাদক সামির আহমেদ (গেরিলা), সেরা শিল্প পরিচালক অনিমেশ আইচ (গেরিলা), সেরা মেকাপ ম্যান মোহাম্মদ আলী বাবুল (গেরিলা) এবং সেরা কস্টিউম ডিজাইনার শিমুল ইউসুফ (গেরিলা)। এছাড়া সেরা প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছেন 'আলবদর'।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি সামাজিক সমস্যাগুলো তুলে ধরার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দর্শকরা যাতে ছবিটি দেখার পর কিছু শিক্ষা নিয়ে বাসায় ফিরতে পারে, কিছু বাণী পায়, যা তারা ঘরে ও সমাজে প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান। (এসআর)

 

 

মন্তব্য
লিঙ্ক