Web bengali.cri.cn   
চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনের সফল সমাপ্তিকে স্বাগত জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করবে 'পিপলস্ ডেইলি' পত্রিকা
  2013-03-12 18:58:24  cri

মার্চ ১২: চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনের সফল সমাপ্তিকে অভিনন্দন জানিয়ে চীনের পিপলস্ ডেইলি পত্রিকা বুধবার 'নতুন যাত্রা, নতুন সূচনা' শীর্ষক সম্পাদকীয় নিবন্ধ প্রকাশ করবে।

প্রকাশিতব্য সম্পাদকীয়তে বলা হয়েছে, "চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন একটি গণতান্ত্রিক ও উন্মুক্ত অধিবেশন। অধিবেশনের সময় সি চিনপিংসহ পার্টি ও দেশের অন্যান্য নেতা বিভিন্ন প্রদেশের প্রতিনিধি দলগুলোর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রতিনিধিরা সচেতনভাবে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেছেন।"

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, "গণতন্ত্র সমাজতন্ত্রের প্রাণ এবং চীনের রাজনৈতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন যে রাজনৈতিক পরামর্শ, গণতান্ত্রিক তত্ত্বাবধান এবং রাজনীতিতে যোগদান ও রাজনীতি নিয়ে আলোচনা সংক্রান্ত ভূমিকা পালন করে, তা সমাজতন্ত্রের পর্যায় ও গুণগত মান নির্ধারণ করে।"(ওয়াং তান হোং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক