রেকর্ড ১
"গত দশ বছরে চীন বিশ্বকে তাক লাগানো সাফল্য অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন অর্থনৈতিক উপাত্তে অনুমান করা হয়েছে, ২০১৩ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭.৮ শতাংশ। আসলে চীনের অনেক প্রদেশ ও শহরের অর্থনৈতিক উন্নয়ন এত দ্রুত যে চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ ছড়িয়ে যাবে। কোনো কোনো প্রদেশ বা শহরে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে। কোনো সন্দেহ নেই যে, চীনের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত থাকবে।"
চীনের উন্নয়ন বিশ্বের জন্য কল্যাণকর – একথা উল্লেখ করে ব্রানকো পেরোভিচ বলেন, এর মধ্য দিয়ে অন্য দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এগিয়ে যাবে।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, মদ উত্পাদনসহ বিভিন্ন ক্ষেত্রে মন্টেনেগ্রো প্রজাতন্ত্র ও চীনের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা শুরু হয়েছে। তবে চীনের সঙ্গে ব্যবসা করছে মন্টেনেগ্রোতে এমন প্রতিষ্ঠানের সংখ্যা অল্প। সেজন্য মন্টেনেগ্রো ভবিষ্যতে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
রাষ্ট্রদূত মনে করেন, চীন-মন্টেনেগ্রো সহযোগিতার সম্ভাবনা ব্যাপক, বিশেষ করে পর্যটনে দু'পক্ষের সহযোগিতা আরো বেশি ঘনিষ্ঠ হবে।
রাষ্ট্রদূতের মনে করেন, চীনের জাতীয় গণকংগ্রেস এবং গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের এবারের অধিবেশন চীনের সমাজের আরো ভাল এবং আরো দ্রুত উন্নয়নের জন্য সহায়ক হবে।
প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। তিনিও আশা করেন যে, দুই অধিবেশনের মাধ্যমে চীন জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, ধনী-দরিদ্র ব্যবধান হ্রাস, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে আরো সাফল্য অর্জন করবে।