Web bengali.cri.cn   
লিয়াং হুই
  2013-03-08 15:47:19  cri

প্রিয় শ্রোতা, লিয়াং হুই বা দুই অধিবেশন বর্তমানে সবচেয়ে হট টপিক। আজ খবর পর্বে আপনাদের শোনাবো এ সম্পর্কে। চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেস এবং গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশনকে চীনা ভাষায় বলা হয় 'লিয়াং হুই'।

দ্বাদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন ৩ মার্চ বিকেল ৩টায় এবং জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন ৫ মার্চ সকাল নয়টায় শুরু হয়। এ বছর গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য এবং জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধির সংখ্যা যথাক্রমে ২২৩৭ ও ২৯৮৭। দুই অধিবেশনের এবারের সবচেয়ে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে:

প্রথমত, চীনের নতুন মেয়াদের নেতৃত্ব নির্বাচন।

দ্বিতীয়ত, রাষ্ট্রীয় পরিষদে রদবদল।

তৃতীয়ত, সরকারি কার্যবিবরণী, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনা প্রস্তাব, কেন্দ্রীয় ও আঞ্চলিক বাজেট প্রস্তাব, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী, সর্বোচ্চ গণআদালতের কার্যবিবরণী, সর্বোচ্চ গণঅভিশংসক দফতরের কার্যবিবরণীসহ ৮টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন।

চীনের জাতীয় গণকংগ্রেস এবং গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন সম্পর্কিত তথ্য নেটে প্রকাশিত হবার পর নেট ব্যবহারকারীরা এ সম্পর্কে ১০ লক্ষাধিক মন্তব্য পোস্ট করেছেন।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক