সংগীত আমার জীবন, আমার জীবন সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুরের ধারায়, চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।
অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো সুনির্দিষ্ট গান শুনতে চান, তবে তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।
আজকের 'সুরের ধারায়' আমরা নেদারল্যান্ডসের একটি বিশেষ ব্যান্ড নিয়ে আলোচনা করবো। ব্যান্ডের নাম হলো 'উইদিন ট্যাম্পটেশান'। এ-ব্যান্ডের সংগীতে আছে সিমফনিক মেটালের প্রাধান্য। ব্যান্ডের গায়ক শারোনের সুর বুলবুলের মতো রহস্যময় ও স্পষ্ট। এ-ব্যান্ড মুক্তি, জীবন, বিপ্লব, ধর্মান্ধতা, উদারতা, মনুষ্যত্ব ও স্বপ্ন নিয়ে অনেক গান রচনা ও পরিবেশন করেছে। এসব গানে রয়েছে গভীর রহস্যময়তা। চলুন এখন আমরা প্রবেশ করি 'উইদিন ট্যাম্পটেশান'-এর গানের ভূবনে। প্রথমে শুনবেন 'hand of sorrow' বা 'দুঃখের হাত' এবং পরে 'angels' বা 'দেবদূতগণ' শীর্ষক গান।
বন্ধুরা, এ-দুটি গান আপনাদের মনকে নাড়া দিয়েছে, তাই না? ১৯৯৬ সালে যাত্রা শুরু হবার পর 'উইদিন ট্যাম্পটেশান' চমত্কার সব গান উপহার দিয়েছে শ্রোতাদের। সবগুলো গানতো আর ছোট্ট একটি অনুষ্ঠানে শোনানো সম্ভব না। তবে, আপাদের পছন্দের কথা ভেবে আমরা পরবর্তী অনুষ্ঠানেও এ-ব্যান্ডের গানই আপনাদের শোনাবো। আমারও কিন্ত এ-ব্যান্ডের গান খুব ভাল লাগে। এখন তাঁদের 'The Truth Beneath The Rose' বা 'গোলাপের নীচের সত্য' এবং 'memories' বা 'স্মৃতিকথা' শীর্ষক দুটি গান শুনবো আমরা।
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজকের অনুষ্ঠানের থিম হলো বুলবুলের সুর নেদারল্যান্ডসের সিমফনিক মেটাল ব্যান্ড উইদিন ট্যাম্পটেশান। বন্ধুরা, 'উইদিন ট্যাম্পটেশান' ব্যান্ডের আরও দুটি গান শুনিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। গান দু'টির শিরোনাম হলো: 'What Have You Done' বা 'তুমি একি করলে!' এবং 'the howling' ।
প্রিয় গানপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)