Web bengali.cri.cn   
শ্রীলংকায় সিআরআইয়ের কনফুসিয়াস ক্লাসরুম পরিদর্শন করলেন চীনের হান ভাষা পরিষদের চেয়ারম্যান শিয়ুলিন
  2013-02-27 14:51:00  cri
ফেব্রুয়ারি ২৭: চীনের হান ভাষা পরিষদের চেয়ারম্যান শিয়ুলিন মঙ্গলবার শ্রীলংকায় সিআরআইয়ের কনফুসিয়াস ক্লাসরুম পরিদর্শন করেন। শ্রীলংকার শিক্ষামন্ত্রী বানডুলা গুনাওয়ারদানা, দেশটির পশ্চিম প্রদেশের গভর্নর আলাভি মোলালা, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপমন্ত্রী গীজানজিনা গুনাওয়ারদানা এবং শ্রীংলকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উ চিয়াং হংসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

শ্রীলংকার শিক্ষামন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, "শ্রীলংকা সরকার চীনা ভাষা শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে। বতর্মানে দেশের বেশ কয়েকটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে চীনা ভাষা বিভাগ চালু হচ্ছে। চীনা ভাষা ও সংস্কৃতি জনপ্রিয় করে তোলার জন্য সিআরআইয়ের কনফুসিয়াস ক্লাসরুমও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"

এসময় চীনের হান ভাষা পরিষদের চেয়ারম্যান শিয়ুলিন তার বক্তৃতায় বলেন, "২০০৯ সালের জুলাই মাসে সিআরআইয়ের কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হবার পর থেকেই এর দ্রুত উন্নতি হয়েছে।" তিনি জানান, এ-পযর্ন্ত বিশ্বের ১১০টিরও বেশী দেশ ও অঞ্চলে ৪১০টি কনফুসিয়াস ইনস্টিটিউট ও ৫৫০টি কনফুসিয়াস ক্লাসরুম স্থাপিত হয়েছে। (চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক