Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৬ ফেব্রুয়ারী
  2013-02-22 11:34:47  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা। আ: এবং সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী ত্রিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের। আ: বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন বিদ্যুত্ তার ইমেলে লিখেছেন, সিআরআই-কে ভালোবাসি, তাই নিয়মিত লিখার চেষ্টা করি। অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছে। চাই চিয়েন। ই-মেইলটি ছোট্ট, তবে ভালোবাসার প্রকাশ অনেক বড়। কী বলেন, মুক্তা? মু: হ্যাঁ, প্রিয় বিদ্যুত, আমরা আপনার কাছ থেকে আরো বেশি মতামত চাই। আপনাকে ধন্যবাদ জানাই। আ: কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সভাপতি মুহাম্মদ সোহাগ বেপারী আমাদের চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, সুপ্রিয় দাদা ও দিদি, ভাষার মাস ফেব্রুয়ারির শুভেচ্ছা নিবেন। এই পৃথিবীর যা-কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি সিআরআই-এর মাধ্যমে বিশ্ব ভালবাসা দিবসে বিশ্বের সকল মায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই। আসুন আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি: মায়ের জাতিকে সম্মান করবো এবং প্রতিজন মায়ের সেবা করবো। এই হোক আমাদের আগামীদিনের অঙ্গীকার। মু: বন্ধু বেপারী, আপনি অনেক ভাল লিখেছেন। পৃথিবীর যা-কিছু কল্যাণকর তার অর্ধেক নারীর দান। এ-কথা বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। কোনো নারীকে অসম্মান করা, গোটা মানবজাতিকে অসম্মান করার সামিল। ১৪ই ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এ-উপলক্ষ্যে আমরাও বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি। আপনার সুন্দর চিঠির জন্য ধন্যবাদ। আ: নওগাঁ জেলার ফ্রেন্ডজ রেডিও ক্লাবের প্রেসিডেন্ট দেওয়ান রাফিকুল ইসলাম লিখেছেন, আমি জানি আগামী ২০১৩ সালের মার্চ মাসে চীনের ১২তম জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এবং ১২তম জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। এ-উপলক্ষ্যে শ্রোতা-জরিপ চালানোর যে-উদ্যোগ সিআরআই নিয়েছে, তাকে আমি স্বাগত জানাই। আমি সিআরআই-এর নিয়মিত শ্রোতা। সিআরআই এর বাংলা অনুষ্ঠান খুব ভালো লাগে। আমি প্রতিদিন বাংলা অনুষ্ঠান শর্ট ওয়েভে শুনে থাকি; প্রতিদিন সি আর আই বাংলা বিভাগের ওয়েবসাইট ভিজিট করি। আমি গত ১৯৮৯ সাল থেকে প্রতিদিন বাংলা অনুষ্ঠান শুনে আসছি। আমি যখন ১৯৯৭ সালের পয়লা অগাস্ট ফ্রেন্ডস রেডিও ক্লাব নামক শ্রোতা সংঘ গঠন করি, তখন সদস্য সংখ্যা ছিল ২৫ জন। বর্তমানে এর সদস্যসংখ্যা ১৫০ জন। আমরা সবাই একসঙ্গে বসে অনুষ্ঠান শুনি এবং মতামত প্রকাশ করি। সি আর আই বাংলা বিভাগের ওয়েব সাইট যেন জ্ঞানের ভান্ডার। বিশ্বের যেখানেই যে ঘঠনা ঘটুক না কেন, সি আর আই সেখানেই পৌঁছে যায় সাথে সাথে। সিআরআই-এর বাংলা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি তরতাজা খবর; জানতে পারি বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের ওপর আপটুডেট তথ্য। সিআরআইকে ধন্যবাদ। মু: প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা চীনের ১২তম জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এবং ১২তম জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশন সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে শ্রোতাদের শীঘ্রই জানাবো। আশা করি, আমাদের সকল শ্রোতা আমাদের এ-সম্পর্কিত অনলাইন জরিপে অংশ নেবেন। আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা এস এম এ হান্নান তার ইমেলে লিখেছেন, চীনের বসন্ত উত্‍সব চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের বাংলাদেশেও এমন আনন্দময় উত্সব আছে। যা হোক, আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন: চীনার কি সাপ রান্না করে খায়? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে: বাংলাদেশে যেমন যুবক-যুবতীরা প্রেম করে বিয়ে করে; চীনের যুবক-যুবতীরাও কি সেভাবে বিয়ে করে? প্লিজ, উত্তর দেবেন। মুক্তা? মু: ভাই হান্নান, চীনে কোনো কোনো অঞ্চলে সাপ রান্না করে খাওয়া হয়। তবে, আমার ভয় লাগে; আমি খাই না (হাসি)। টেস্ট কেমন তা-ও আমি জানি না। চীনে, বিশেষ করে কুয়াংতুং প্রদেশে, অনেক আশ্চর্য খাবার আছে। খেতে চাইলে আপনাকে চীনে আসতে হবে (হাসি)। আর হ্যা, চীনের যুবক-যুবতীরাও প্রেম করে এবং প্রেম করে বিয়ে করে। তারা নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করার ক্ষেত্রে অনেক স্বাধীন। তবে, বিয়ের ব্যাপারে চীনেও অনেক নিয়ম-নীতি মেনে চলতে হয়। এ-বিষয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করার ইচ্ছা রাখি। আপনাকে অনেক ধন্যবাদ। আ: চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম আমাদের চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, চীনাদের সবচেয়ে বড় উত্‍সব বর্ষবরণ উত্‍সব। এটি বসন্ত উত্‍সব নামেই বেশি পরিচিত। মহা আনন্দঘন এ উত্‍সবে আমি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রধান ম্যাডাম ইয়ু কুয়াং ইউয়েসহ সিআরআইয়ের সকল কলাকুশলী বন্ধুদেরকে জানাই আমার হার্দিক শুভেচ্ছা। চীনা চান্দ্র নববর্ষ আপনাদের সবার জীবনে সুখশান্তি সমৃদ্ধি আর কল্যাণ বয়ে আনুক---এই কামনা করি। নববর্ষে চীন আরো সমৃদ্ধশালী হয়ে উঠুক এই প্রত্যাশা রইল। এদিকে, ১৪ ফেব্রুয়ারি "বিশ্ব ভালবাসা দিবস"। এ দিবস উপলক্ষ্যে আমার পরিবারের সকল সদস্যকে জানাই আমার অকৃত্রিম ভালবাসা ও শুভ কামনা। আমি আরো ভালবাসা জানাই আমার অত্যন্ত প্রিয় চীন আন্তর্জাতিক বেতারের সকল বন্ধুদেরকে! ভালবাসায় ভূবন করে জয়। বিশ্ব ভালবাসা দিবস মানুষে মানুষে সম্প্রীতি ও বন্ধুত্বকে সুদৃঢ় করে তুলুক! মু: বন্ধু আশরাফুল, আপনাকে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাই। আমরাও আপনাকে ও অন্য সকল শ্রোতাকে শুভেচ্ছা জানাই। আ: মধ্য আলিপুরের নন্দন বেতার শ্রোতা সংঘের মো: আফজাল আলী খান তার চিঠিতে লিখেছেন, ০৯-০২-২০১৩ তারিখে গল্পের আসরে মুক্তা ম্যাডাম ও লিপন ভাইয়ের সরস উপস্থাপনায় চীনের ঘরে ঘরে যেসব কর্মকান্ডের মাধ্যমে বসন্ত উত্সবের আয়োজন করা হয় তার সাবলীল বর্ণনা আমার অত্যন্ত ভালো লেগেছে। চীনের বসন্ত উত্সবের আয়োজন আমাদের বাংলাদেশের ঈদ উত্সবের কথা মনে করিয়ে দেয়। অনুষ্ঠানটি আমি দু'বার শুনেছি। এ দিনের 'মুক্তার কথা ' অনুষ্ঠানও খুবই প্রাসঙ্গিক ও চমত্কার হয়েছে। মু: আচ্ছা, আফজাল আলী খান, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু মুক্তার কথা অনুষ্ঠানের আগের একটি অনুষ্ঠান 'বাংলায় গল্প, বাংলার গল্প' উপস্থাপন করেন মাদ্যাম ইউ এবং আমাদের নতুন সহকর্মী লিপন। আপনার মতো অনেক শ্রোতা এই নতুন অনুষ্ঠানের প্রশংসা করেছে। আশা করি, আপনারা আরো বেশি মতামত আমাদেরকে দেবেন। আ: ঢাকার রেহানা বানু মুন্নী আমাদের চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, আমি সিআরআই-এর অনুষ্ঠান-এর একজন নিয়মিত শ্রোতা। তোমাদের রেডিও থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। তোমাদের প্রতিটি অনুষ্ঠান আমি খুব মনোযোগ দিয়ে শুনি। সাহিত্য ও সংস্কৃতি, মুক্তার কথা, দৃষ্টির সীমানায়, এশিয়া টুডে অনুষ্ঠানগুলো আমার কাছে ভালো লাগে। গত ২৯.০১.২০১৩ তারিখে প্রচারিত সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানে সোং রাজবংশ আমলের বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ ওইয়াং শিও-এর জীবনী আমাকে মুগ্ধ করেছে। ০৪/০৫/২০১৩ তারিখে প্রচারিত 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের বর্হিগমনে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত পর্বটি আমি শুনেছি। এসব তথ্য এর আগে কোথাও শোনার সুযোগ হয়নি। বৃটেনের প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন যে এতোটা সাধাসিধেভাবে চলেন---জানা ছিল না। জেনে অবাক হয়েছি। সেই তুলনায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রটোকল ভীষণ জাকজমকপূর্ণ। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রটোকলও খুবই সীমিত। তবে তিনি যেখানে যান সেখানকার রাস্তাঘাট অনেক আগে থেকে বন্ধ থাকে, এজন্য ভীষণ যানজটের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। সে যাক, তোমাদের অনুষ্ঠানে আরো বেশি করে খাবারের রেসিপি জানতে চাই; আরো মজার মজার চাইনিজ রেসিপি চাই। মু: আচ্ছা, বন্ধু রেহানা বানু মুন্নী, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনার মতামত অনেক মূল্যবান। আমরা অবশ্যই ভবিষ্যতে অনুষ্ঠান তৈরী করার সময় আপনার মতামত চিন্তা করবো। আ: ঢাকার দুরন্ত রেডিও ফ্যান ক্লাবের রফিকুল ইসলাম তার ই-মেলে লিখেছেন, "বাংলায় গল্প, বাংলার গল্প" একটি মনছোয়া অপূর্ব অনুষ্ঠান; একে স্বাগত জানাই। অনুষ্ঠানে উপস্থাপক মাদাম ইউ কুয়াং য়ূএ এবং লিপন ভাইয়াকে চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সেদিন ২ ফেব্রুয়ারি সিআরআই থেকে প্রচারিত "বাংলায় গল্প, বাংলার গল্প"অনুষ্ঠানে আপনাদের দু'জনের পাকা অভিনয়ে 'এক যে ছিলো রাজা রানী'-র গল্পটি আমার ছোট্ট ছেলেটিরও মন ছুঁয়েছে। তাকে এ-বছর স্কুলে ভর্তি করিয়েছি। ওর নাম রাতুল। বণিকের ছোট মেয়ে ও কুৎসিত জানোয়ারের গল্পটি পুরোটাই সে মনোযোগ দিয়ে শুনেছে আর খুব মজা পেয়েছে। গল্পটি শেষ হয়ে যাবার পর সে আরো গল্প শুনতে চেয়েছিলো। তখন তাকে আশ্বস্ত করে বললাম, পরে আবারো এ ধরনের গল্প শুনতে পাবে। সত্যি কথা বলতে কি গল্পটি আমাদের কাছেও ভালো লেগেছে। আপনাদের এই পরিকল্পনাটি সত্যি অনেক চমৎকার। এতে করে আপনাদের শিশু-শ্রোতার সংখ্যাও বৃদ্ধি পাবে। আপনাদের কাছ থেকে আরো নতুন মজার মজার গল্প শোনার অপেক্ষায় থাকলাম। শুভ ড্রাগন বর্ষ। মু: আচ্ছা, বন্ধু রফিকুল ইসলাম আপনাকে আমাদের নতুন অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। তবে, চলতি চীনা বত্সর কিন্তু সাপ বর্ষ, ড্রাগন বর্ষ নয়। গত বছর ছিল ড্রাগন বর্ষ। অবশ্য, চীনে সাপকে খুব ভালো প্রাণী হিসেবে গণ্য করা হয় না; তাই আমরাও সাপ বর্ষকে 'ছোট ড্রাগন বর্ষ' বলে থাকি। আপনাকে চিঠি দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আ: রাজশাহী জেলার মনির হোসেন চীনা শিল্পীর কন্ঠে একটি বাংলা গান শুনতে চেয়েছেন। ভাই মনির, শুনুন তাহলে চীনা শিল্পী ইন স্যুউমের কন্ঠে 'আজ জোত্সনা রাতে সবাই গেছে বনে' গানটি। আশা করি সবাই গানটি পছন্দ করবেন। গান ১ আ: ভারতের বর্ধমান জেলার রেডিও শ্রোতা সংঘের অজয় কুমার সরকার একটি প্রশ্ন করেছেন। তার প্রশ্নটি হচ্ছে: চীনে বসন্ত উত্সব পালনের সময় যে বাজি ফোটানো হয় সেসব আতশবাজির পোড়া অংশগুলি কিভাবে সরানো হয় এবং তার পরিমাণ কত? মুক্তা, আপনি এ প্রশ্নের জবাব দিতে পারেন? মু: অবশ্যই। তিনি অনেক ভাল প্রশ্ন করেছেন। চীনে বসন্ত উত্সব হল চীনা ঝাড়ুদারদের সবচেয়ে ব্যস্ত সময়। কারণ বসন্ত উত্সব বিশেষ করে ছুসি অর্থাত্ বসন্ত উত্সবের আগের দিনে চীনে আতশবাজি ফোটানোর রীতি রয়েছে। উত্সবের সময় ব্যবহৃত আতশবাজির পোড়া অংশের পরিমাণ হয় অনেক অনেক বেশি। ঝাড়ুদাররা সারাদিন সেগুলো পরিষ্কার করেন। তারপর সেগুলো আবর্জনা স্টেশনে পাঠানো হয়। কিন্তু এখন পরিবেশ দূষণ কমানোর জন্য চীনে আতশবাজি পোড়ানোর পরিমাণ দিন দিন কমে আসছে। আতশবাজি পোড়ানোর এই রীতি কীভাবে পরিবর্তন করা যায়---তা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। ভাই অজয়, আপনারকে চিঠির জন্য ধন্যবাদ। আ: পশ্চিমবঙ্গের হুগলী জেলার নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক রবিশংকর বসু লিখেছেন, সিআরআইয়ের বাংলা বিভাগের সকল উপস্থাপক ও উপস্থাপিকাকে চীনের চান্দ্র নবর্বষ এবং বসন্ত উত্সব উপলক্ষ্যে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । আমি জানি চীনে সাপকে মনে করা হয় জ্ঞান, সমৃদ্ধি এবং দীর্ঘায়ুর প্রতীক৷ তাই আমি হৃদয় থেকে আপনাদের সবার জন্য 'সুস্থ ও সমৃদ্ধ সর্পবর্ষের' কামনা করছি। গত ৯ই ফেব্রুয়ারী, ২০১৩ শনিবার মাদাম ইয়ু কুয়াং ইউয়ে ও বাংলা বিভাগের নতুন বন্ধু সাইদুর রহমান লিপনের উপস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চীনের বসন্ত উত্সব সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাদেরকে। মু: বন্ধু বসু, আপনাকে আমাদের অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানাই। আমরাও আশা করি, চীনের এ সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সবের সময় আনন্দে কাটিয়েছেন। এখন পর্যন্ত আমাদের নতুন অনুষ্ঠান 'বাংলায় গল্প, বাংলার গল্প' বেশ প্রশংসিত হয়েছে। এজন্য আমরা খুশি। আমরা আরো বেশি সুন্দর ও সমৃদ্ধ নতুন অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করে যাবো। আ: কোলকাতার খোকন নাস্কার তাঁর একটি খুবই মজার অভিজ্ঞতার কথা জানিয়ে আমাদের চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, গত ০৩।০২।১৩ তারিখে কলকাতা বইমেলায় গিয়েছিলাম। সেখানে চীনা ভাষার বই-এর একটি ষ্টল ছিল। আমি ওই ষ্টলে গিয়ে চীনা ভাষায় "নমস্কার", "ধন্যবাদ", এবং "বিদায়" বলাতে ওরা অবাক হয়ে গেল। আমি ওদেরকে জানালাম যে, আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন নিয়মিত শ্রোতা, ওখান থেকে ওই শব্দগুলো শিখেছি। শুনে ওরা খুব খুশি হয়। আমি ওই স্টল থেকে চীনা চা কিনেছি। কয়েকটা ছবি পাঠাচ্ছি, আপনাদের দেখে ভালো লাগবে। ধন্যবাদ। মু: আচ্ছা, বন্ধু খোকন নাস্কার, আপনার চমত্কার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। এটা খুবই আনন্দের বিষয় যে, আমাদের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আপনি চীনা ভাষা কিছুটা হলেও শিখতে পারছেন। আপনাকে আবারো ধন্যবাদ। আ: আচ্ছা, বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমি একজন নতুন শ্রোতার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। তিনি হলেন, নওগাঁ জেলার হাবিবুর রাহমান (হাবিব)। তিনি তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নতুন শ্রোতা। আমি চীন এবং সারা বিশ্বকে জানার জন্য আপনাদের অনুষ্ঠান শুনি। আপনাদের অনুষ্ঠান শুনে আমার ভাল লাগে এবং আমার মনে হয় আপনারা আমার ভাল বন্ধু। আশা করি, আমাকে আপনাদের অনুষ্ঠানের কর্মসূচি পাঠাবেন। মু: আচ্ছা, বন্ধু হাবিব, আপনাকে আমাদের নতুন শ্রোতা হিসেবে স্বাগত জানাই। আমরা আপনাকে কর্মসূচী পাঠাবো। আশা করি, আপনি সুযোগ পেলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। সেখানে আরো প্রয়োজনীয় তথ্য পাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল https://bengali.cri.cn/ আ: বন্ধুরা আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এলো। তবে যাবার আগে আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি গানটি আপনাদের সবার ভালো লাগবে। মু: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আ: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মু্ক্তা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক