Web bengali.cri.cn   
চীনের বার্ষিক আর্ট প্রবেশিকা পরীক্ষা শুরু
  2013-02-21 16:56:29  cri

সম্প্রতি চীনের বার্ষিক আর্ট প্রবেশিকা পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার মধ্য দিয়ে চীনের আর্ট ইউনিভার্সিটি ও ইনস্টিটিউশনগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হয়। চীনের বিখ্যাত আর্ট ইউনিভার্সিটি ও ইনস্টিটিউশনগুলোর মধ্যে রয়েছে কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়না, পেইচিং ফিল্ম একাডেমি, পেইচিং ড্যান্স একাডেমি এবং দ্য সেন্ট্রাল একাডেমি অব ড্রামা। এর মধ্যে পেইচিং ফিল্ম একাডেমি সবচেয়ে আকর্ষণীয়। আজকের বহু বিখ্যাত সংখ্যক অভিনেতা-অভিনেত্রী এখানে পড়েছেন। এ একাডেমিতে ভর্তি হওয়ার জন্য প্রতি বছর চীনের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষার্থী পেইচিংয়ে এসে পরীক্ষায় অংশ নেয়।

এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টার মধ্যে ৫ লাখেরও বেশি মন্তব্য পোস্ট করেন নেট ব্যবহারকারীরা।

পর নেট নাগরিক পেই পেই বলেন, প্রতি বছরে সারা চীনের সুদর্শন তরুণ-তরুণীরা পেইচিংয়ে আসে এখানকার পরীক্ষায় অংশ নিতে।

নেট নাগরিক ওয়াং সু মিন বলেন, আর্ট প্রবেশিকা পরীক্ষা খুবই কঠিন। হয়তো এক শ' প্রার্থীর মধ্যে মাত্র একজন ভর্তির সুযোগ পায়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক