
চীনের বার্ষিক আর্ট প্রবেশিকা পরীক্ষা শুরু

2013-02-21 16:56:29 cri
এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টার মধ্যে ৫ লাখেরও বেশি মন্তব্য পোস্ট করেন নেট ব্যবহারকারীরা।
পর নেট নাগরিক পেই পেই বলেন, প্রতি বছরে সারা চীনের সুদর্শন তরুণ-তরুণীরা পেইচিংয়ে আসে এখানকার পরীক্ষায় অংশ নিতে।
নেট নাগরিক ওয়াং সু মিন বলেন, আর্ট প্রবেশিকা পরীক্ষা খুবই কঠিন। হয়তো এক শ' প্রার্থীর মধ্যে মাত্র একজন ভর্তির সুযোগ পায়।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
