Web bengali.cri.cn   
চীনের প্রথম কৃষক নগর
  2013-02-20 19:13:10  cri

চীনে চে চিয়াং প্রদেশের ওয়েন চৌ শহরের লং কাং জেলা আও নদীর দক্ষিণে ও পূর্ব চীন সাগরের পশ্চিমে অবস্থিত। ১৯৮৪ সালে ৫টি ছোট গ্রাম নিয়ে লং কাং জেলা গঠিত হয় এবং বর্তমানে এ জেলার অধীনে গ্রাম ১৯৯টি রয়েছে। চে চিয়াং প্রদেশের কেন্দ্রীয় জেলা হিসেবে লং কাং নগরায়নে বিশেষ সাফল্য অর্জন করেছে এবং এ জেলাকে এখন কৃষক নগর বলে ডাকা হয়।

দশ বছর বাইরে জলজ দ্রব্যের ব্যবসা করার পর ছেন ছি চুন ১৯৮৪ সালে টাকা নিয়ে লং কাং ফিরে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়েছেন। বর্তমানে ৫৮ বছর বয়সী ছেন ছি চুন নিজের ছাপাখানা ব্যবস্থাপনা করছেন এবং প্রতি বছর তার আয় প্রায় ১ মিলিয়ন ইউয়ান। লং কাং জেলা গঠনের আগে কৃষকরা ধান চাষ করতেন, মাছ ধরতেন এবং দরিদ্র জীবনযাপন করতেন। তবে বর্তমানে অনেক বেশি মানুষ ছেন ছি চুনের মতো নিজের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং কৃষক থেকে নগরবাসীতে পরিণত হয়েছেন। এখন লং কাং চীনের সবচেয়ে জনবহুল ও প্রাণবন্ত একটি জেলায় পরিণত হয়েছে। লং কাং জেলার নগরায়ন থেকে কৃষকরা উপকৃত হয়েছেন এবং চীনের অন্যান্য জেলা এ জেলার কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ করতে পারে। নগরায়ন লং কাং জেলার উন্নয়নে কী কী প্রভাব ফেলেছে - এ প্রশ্নের জবাবে জেলার প্রধান ওয়াং চুং সিউ বলেন:

"চীনের কমিউনিস্ট পার্টির ১৮ জাতীয় কংগ্রেসের নতুন নীতি বর্তমানে চীনের পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ এবং এ নীতি অনুসারে আমাদের নগরায়নের পথে যাওয়া উচিত্। অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য নগরায়ন খুব গুরুত্বপূর্ণ। নগরায়নের পর গ্রামবাসীরা নগরে আসলে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে।"

জানা গেছে, ২০১২ সালে লং কাং জেলার জি ডি পি ছিল ১৬১১ কোটি ইউয়ান এবং বার্ষিক মাথাপিছু নিট আয় ১৪ হাজার ইউয়ান। মাথাপিছু এ আয় ২০ বছরের আগে তুলনায় ৩০ গুণ। আয় প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিবাসীদের ক্রয়ক্ষমতাও বেড়েছে। ২০০৯ সালে লং কাং জেলায় স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ ছিল ২৯৮ কোটি ইউয়ান এবং চলতি বছর এ পরিমাণ ১৮৬০ কোটি ইউয়ান হবে অনুমান করা হচ্ছে।

চীনের মুদ্রণ টাউন

ওয়াং চুং সিউ সংবাদদাতাকে জানান, লং কাং জেলার নগরায়ন ও শিল্পায়নের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ বছরের সংস্কার, উন্নয়ন ও নির্মাণের মাধ্যমে লং কাং জেলা নিজের শিল্পব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এ ব্যবস্থার স্তম্ভ শিল্প হচ্ছে মুদ্রণ ও প্যাকেজিং, উল বস্ত্রবয়ন এবং প্রধান প্রধান শিল্প খাত হচ্ছে যন্ত্রপাতি, রসায়ন, তার, খাদ্য, পোশাক ও চামড়ার জুতো। ছেন ছি চুন বলেন, তিনি যখন জন্মস্থানে ফিরে আসেন, তখন জেলা হিসেবে লং কাংয়ের গোড়াপত্তন হয়। নতুন জেলায় সরকার মুদ্রণ শিল্পের উন্নয়নে উত্সাহ দেয়।

"তখনকার সারা লং কাং জেলায় মুদ্রণ শিল্পের উন্নয়ন হয়েছিল। আমাদের আমন্ত্রণে বিশেষজ্ঞরা লং কাং জেলায় এসে শ্রমিক ও কর্মচারীদের প্রশিক্ষণ দেন।"

সিয়া মেং চু ছিলেন ছাং নান জেলার অধিবাসী এবং গত নব্বইয়ের দশকে তিনি ও তার পরিবার লং কাং জেলায় আসেন। প্রথমে তারাও ছাপাখানা চালাতেন এবং ২০১০ সালে তারা উপহার সম্পর্কিত জিনিসের ব্যবসা শুরু করেন। পরে তার লং কাং জেলার 'চীনা উপহার টাউনে' একটি দোকান খোলেন এবং এখন প্রতি বছর তাদের বিক্রির পরিমাণ কয়েক মিলিয়ন ইউয়ান। বর্তমানে তারা বাড়ি ও গাড়ি কিনেছেন এবং ভাল জীবনযাপন করছেন। সিয়া মেং চু সংবাদদাতাকে বলেন: "লাং কাং জেলায় করমুক্ত নীতি আছে। ব্যবসা শুরু করার প্রথম তিন বছরে আমার কোনো করই দিতে হয়নি।"

চীনের উপহার টাউন

বর্তমানে লং কাং জেলা 'চীনের মুদ্রণ টাউন' ও 'চীনের উপহার টাউন' এ দুটি সুনাম অর্জন করেছে। এখানে গড়ে উঠেছে চীনের উপহার সামগ্রীর বৃহত্তম বাজার এবং ২০১১ সালে এখানকার ব্যবসায়ের পরিমাণ ছিল ১০ বিলিয়নেরও বেশি। এর পাশাপাশি লং কাং জেলা উচ্চ ও নতুন প্রযুক্তির সহায়তায় মুদ্রণ, উপহার ও বস্ত্র শিল্পসহ ঐতিহ্যবাহী শিল্প উন্নয়ন করবে এবং স্টেইনলেস ইস্পাত ও চীনা-মাটিসহ নবোদিত শিল্প গড়ে তুলবে। এ ছাড়া, লং কাং জেলা বন্দরশিল্প ঘাঁটি ও ছোট আকার শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন এলাকা নির্মাণ করবে।

ছেন ছি চুনের স্মৃতিতে ২০ বছর আগের যে লা কাং জেলা সেখানে বাতি জ্বলতো না, রাস্তা এবড়োথেবড়ো এবং পানি অপরিস্কার। তবে বর্তমানে ১৮ বর্গ কিলোমিটারের লং কাং জেলায় ৩০০টি রাস্তা রয়েছে এবং গাড়ির সংখ্যা ৪০ হাজারেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন যে, লং কাং জেলার কেন্দ্রীয় অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব পেইচিং ও সেন চেন ছাড়িয়ে গেছে। জেলার প্রধান ওয়াং চুং সিউ বলেন:

"চীনে নগরায়নের প্রসার ঘটাতে হবে এবং এর জন্য আমদের প্রস্তুত হওয়া উচিত্। শ্রমিকরা যাতে শহরে প্রবেশ করতে পারেন সেজন্য বাহক ও প্ল্যাটফর্ম প্রয়োজন।"

আগামী দশ বছরে লং কাং জেলা ৮ বর্গ কিলোমিটারের নতুন কেন্দ্রীয় অঞ্চল নির্মাণ করবে এবং পরিকল্পনা অনুসারে, লং কাং জেলা দূষিত পানি পরিশোধনের ব্যবস্থা, গ্যাস পাইপলাইন, স্টেডিয়াম ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থাপনা নির্মাণ করবে এবং গণসেবা ব্যবস্থা সুসম্পন্ন করবে।

চীনের কমিউনিস্ট পার্টির ১৮ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে যে, বৈশ্বিক আর্থিক সংকটের পটভূমিতে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো চীনের অর্থনীতির উন্নয়নের চালিকাশক্তি। নগরায়নকে অভ্যন্তরীণ চাহিদার বাড়ানোর কৌশলগত ভিত্তি হিসেবে এগিয়ে নেওয়া উচিত্। পাঁচ গ্রামের কৃষকরা নিজেদের খরচে লং কাং জেলা প্রতিষ্ঠা করেছে এবং ২৮ বছর ধরে তারা একটি আধুনিক জেলা সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি লং কাং জেলার ভবিষ্যত আরও সুন্দর হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক