Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৯ ফেব্রুয়ারী
  2013-02-14 19:12:52  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা।

আ: এবং সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী ত্রিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।

মু: বন্ধুরা, আজ চীনের বসন্ত উত্সবের আগের দিন; বসন্ত উত্সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে চীনের সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে থাকে; খাওয়া-দাওয়া করে। আচ্ছা, আলিম, আপনিতো এই প্রথম চীনের বসন্ত উত্সব দেখবেন, তাই না? আপনার অনুভূতি জানততে চাচ্ছি।

আ: মুক্তা, আমি আসলে গভীর আগ্রহ নিয়ে বসন্ত উত্সব দেখার অপেক্ষায় ছিলাম। বাংলাদেশে টেলিভিশনে বসন্ত উত্সবের ছবি দেখেছি, এবার নিজের চোখে দেখার সুযোগ পাচ্ছি; ভাবতেই শিহরিত হচ্ছি আমি।

মু: আলিম, আপনি কি জানেন চীন ছাড়াও এশিয়ার আরো কয়েকটি দেশে বসন্ত উত্সব পালন করা হয়? এসব দেশের মধ্যে আছে জাপান, দক্ষিণ ও উত্তর কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। কারণ, প্রাচীনকালে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ব্যাপক প্রভাব ছিল। সেজন্য এসব দেশে এখনও চীনা উত্সব পালনে ঐতিহ্যবাহী প্রথা বজায় রেখেছে। শ্রোতাবন্ধুরা, আগামী মঙ্গলবার প্রকাশের উপস্থাপনায় 'খোলামেলা' অনুষ্ঠানে আপনারা আরো বিস্তারিতভাবে বসন্ত উত্সব সম্পর্কে জানতে পারবেন।

আ: হ্যা, এবার প্রিয় শ্রোতাদের চিঠিপত্র পড়ে শোনানোর পালা। বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ, এম, তারেক তাঁর চিঠিতে লিখেছেন....

মু: বন্ধু তারেক, আপনাকে প্রতিদিন আমাদের অনুষ্ঠান শোনা এবং মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

আ: পাবনা জেলার স্বর্ণা রেডিও ক্লাবের চেয়ারম্যান আজিজ মোহাম্মদ রফিকুল বিনু তার চিঠিতে লিখেছেন....

বন্ধু আজিজ মোহাম্মদ রফিকুল বিনু, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং আমাদেরকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ। মুক্তা, তিনি একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে: চীনের সবচে বড় বৌদ্ধ মন্দির কোনটি? সেটি কোথায় অবস্থিত?

মু: চীনের বৃহত্তম মন্দিরের নাম হল নানহাইছেনসি মন্দির। এ মন্দির চীনের হোনান প্রদেশের চুমাতিয়ান শহরের রুনান জেলায় অবস্থিত। মন্দিরটি চীনের মিং রাজবংশ আমলে ১৫৪৫ সালে নির্মিত হয়। মন্দির-এলাকার মোট আয়তন ৩.৩০ লাখ বর্গমিটার।

আচ্ছা, আশা করি আরো বেশি শ্রোতা আমাদেরকে এ-ধরণের প্রশ্ন করবেন।

আ: প্রিয় শ্রোতা এখন আমরা আপনাদেরকে একটি সুন্দর বাংলা গান শোনাতে চাই। গানের প্রথম কলি হচ্ছে 'আজ এই দিনটাকে'। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

গান ১

আ: ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিধান চন্দ্র সান্যাল চীনের বসন্ত উত্সব উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন। তিনি এবারের আনুষ্ঠানের পরিচয় এবং ছবিগুলো আমাদেরকে চিঠির সাথে পাঠিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, ....

মু: আচ্ছা, বন্ধু সান্যাল, আপনাকে নিয়মিত এ-ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আসলে আপনি প্রতিদিন প্রতিটি অনুষ্ঠানসম্পর্কিত মতামত আমাদেরকে পাঠান। আমরা সবাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের আরো ছবি আপনি আগামীতে পাঠাবেন। আমরা আপনার চিঠির অপেক্ষায় রইলাম। আর যে-ছবিগুলো পাঠিয়েছেন সেছবিগুলো আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো।

আ: একই জেলার দেবাশীষ গোপ তাঁর চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু দেবাশীষ গোপ, আপনাকে আমাদের অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানাই। আশা করি, শ্রোতারা আমাদের মত এ সুন্দর উত্সব কাটাবেন।

আ: হুগলী জেলার মনীষা চক্রবর্তী মুক্তাকে একটি চিঠি লিখেছেন, তিনি লিখেছেন, মাননীয়া ছাই ইউয়ে মুক্তা, আমি মনীষা চক্রবর্তী, পশ্চিমবঙ্গের হুগলী জেলার হরিপাল থানার হড়া গ্রামে বাস করি। আমি ২০১২ সালের জুন মাসে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বর্তমানে কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে বি.এ. প্রথম বর্ষে পাঠরত। আমি প্রতিদিন রাত সাড়ে ৮ টায় সি আর আই এর বাংলা অনুষ্ঠান শর্ট ওয়েভে শুনে থাকি। আমি সময় পেলেই সি আর আই বাংলা বিভাগের ওয়েবসাইট ভিজিট করি। গত ২রা ডিসেম্বর আপনার সঙ্গে চীন ভ্রমনরত ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার বমনগর গ্রামের নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক রবিশংকর বসুর একান্ত আলাপচারিতা আমার খুবই ভালো লেগেছে। আমাদের মত নবীন প্রজন্মের শ্রোতাদের আরো বেশি করে সি আর আই বাংলা বিভাগের সাথে সম্পৃক্ত করার জন্য তাঁর প্রস্তাব সত্যি প্রশংসার দাবি রাখে। তাঁর এই সাক্ষাত্কারটি দ্বিতীয়বার প্রচার করার জন্য আপনাকে আন্তরিক অনুরোধ করছি।

মু: আচ্ছা, বন্ধু মনীষা চক্রবর্তী, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই। আমরা সুযোগ পেলে আরো বেশি শ্রোতার সাক্ষাত্কার নেবো। যদি আপনি আমাদেরকে সাক্ষাত্কার দিতে চান তবে আমাদের জানান; আমরা আপনার নামও এ-কর্মসূচিতে অন্তর্ভূক্ত করে নেব। ধন্যবাদ।

আ: প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। একজন হলেন, ঢাকার রেহানা বানু মুন্নী। তিনি তার চিঠিতে লিখেছেন, প্রথমে প্রাণঢালা শুভেচ্ছা রইল। আমি তোমাদের একজন নতুন বন্ধু। আমি গত বছরের ডিসেম্বর থেকে সিআরআই এর অনুষ্ঠান শুনি ঢাকা এফ.এম ১০৩.২-এ। সিআরআই এর অনুষ্ঠান শুনতে আমার খুব ভাল লাগে। তোমাদের প্রতিটি অনুষ্ঠান আমি খুব মনোযোগ দিয়ে শুনি। এ ছাড়া, আমি তোমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করি। 'মুক্তার কথা' অনুষ্ঠানটিও আমি বেশ পছন্দ করি। তাই আমি আজ তোমাদের কাছে চিঠি লিখতে আগ্রহী হলাম। এটা তোমাদের কাছে আমার প্রথম চিঠি। আমি আশা করবো তোমরা আমার চিঠিটি পড়বে এবং আমাকে তোমাদের বন্ধু করে নেবে। আমি এখন থেকে তোমাদের অনুষ্ঠান শুনে নিয়মিত চিঠি লিখবো।

মু: বন্ধু রেহানা বানু মুন্নী, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা নিয়মিত আপনার চিঠি পাওয়ার প্রত্যাশ্যায় রইলাম। আশা করি, আপনি আমাদের অনুষ্ঠানের সাথে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দেবেন। আমরা আপনাকে কর্মসূচি পাঠাবো।

আ: আরেকজন নতুন শ্রোতা হলেন ঢাকার সুস্মিতা বড়ুয়া। তিনি তার চিঠিতে লিখেছেন, প্রথমে প্রাণঢালা শুভেচ্ছা রইল। আমি তোমাদের একজন নতুন বন্ধু। আমি গত ২৬শে জানুয়ারি ২০১৩ তারিখে প্রথম তোমাদের অনুষ্ঠান শুনি ঢাকা এফ.এম ১০৩.২ মেগাহাটর্জে। আমি বাংলাদেশের এফ.এম রেডিও গুলির একজন নিয়মিত শ্রোতা। যার কারনে আমি প্রতিদিন আমার নোকিয়া মোবাইলে এফএম রেডিও অনুষ্ঠান শুনি। গতকাল হঠাৎ আমি অন্য রেডিও স্টেশন চেইঞ্জ করার সময় আমার কলিগ দিদারুল ইকবালের কন্ঠ শুনে ঐ স্টেশনটি শুনতে আগ্রহী হই। এর পর আমি সম্পুর্ন অনুষ্ঠানটি শুনি। তখন জানতে পারলাম যে এটি চীন থেকে প্রচারিত হচ্ছে। আর তখন চীনা বন্ধুর কন্ঠে ভাঙ্গা ভাঙ্গা বাংলা উচ্চারণ শুনে আমার কাছে খুব ভালো লাগে। এখানে যে শ্রোতাদের চিঠি পড়ে শুনানো হয় তা আমার জানা ছিলোনা। এটা জানার পর আমি তোমাদের কাছে চিঠি লিখতে আগ্রহী হলাম। তাই আজ আমার কলিগ দিদারুল ইকবালের কাছ থেকে তোমাদের ই-মেইল ঠিকানা নিয়ে একটি চিঠি লিখে তোমাদের কাছে পাঠালাম। এটা তোমাদের কাছে আমার প্রথম চিঠি। আমি আশা করবো তোমরা আমার চিঠিটি পড়বে এবং আমাকে তোমাদের বন্ধু করে নেবে। আমি এখন থেকে নিয়মিত তোমাদের অনুষ্ঠান শুনবো এবং চিঠি লিখবো। ধন্যবাদ

মু: বন্ধু সুস্মিতা বড়ুয়া, আপনাকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। এছাড়া, আমাদের পুরোন বন্ধু ও মনিটার দিদারুল ইকবালকে ধন্যবাদ জানাই। আপনি সিআরআই বাংলা অনুষ্ঠান বাংলাদেশে প্রচারের জন্য বেশি আবদান রেখেছেন।

মু: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আ: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মু্ক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক