

নেট নাগরিক জেখিনস বলেন, সুদর্শন ও চতুর জেমস্ বন্ড যে-কোন বিপদ মোকাবিলা করতে পারেন। যদিও এ ধারাবাহিক চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাস আছে, প্রতিটি 'ডাবল ও সেভেন' ছবিই আমাদের জন্য নতুন নতুন বিষ্ময় নিয়ে হাজির হয়।
নেট নাগরিক আন ইয়ে ছি সি বলেন, জেমস্ বন্ড চলচ্চিত্র আমার প্রিয়। আমার মতে, স্কাইফল জেমস্ বন্ড সিরিজের দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি।
নেট নাগরিক ফোসরেকোন বলেন, হয়তো জেমস্ বন্ড তার মধ্যবয়সে পৌছেছেন এবং 'স্কাইফলে' তার অ্যাক্রোবেটিক মারামারির দৃশ্যও কম দেখানো হয়েছে। তারপরও, এটি একটি ভালো চলচ্চিত্র।
নেট নাগরিক ফি বলেন, এর আগের প্রতিটি জেমস্ বন্ড চলচ্চিত্রে একজন করে সুন্দর বন্ড গার্ল-এর অস্তিত্ব ছিল। কিন্তু স্কাইফল-এর বন্ড গার্ল তেমন চিত্তাকর্ষক নয়।
নেট নাগরিক জি তু সান পো জুই বলেন, জেমস্ বন্ডের নতুন চলচ্চিত্র 'স্কাইফল'-এর শ্যুটিং চীনের সাংহাই ও ম্যাকাও-এও হয়েছে। সুন্দর। আমার ভালো লেগেছে।
স্কাইফল-এর চীনে মু্ক্তি পাবার প্রকাশিত হবার পর নেট ব্যবহারকারীরা এ-ধরণের প্রায় ৮ লাখ মন্তব্য পোস্ট করেন।




