Web bengali.cri.cn   
জেমস্ বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র 'স্কাইফল'-এর চীনে মুক্তি পাওয়া
  2013-02-08 15:15:26  cri

জেমস্ বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র 'স্কাইফল' সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে। স্কাইফল হচ্ছে জেমস্ বন্ড সিরিজের ২৩তম চলচ্চিত্র। 'স্কাইফল' এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। ১৯৬২ সালে জেমস্ বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। এরপর বিগত প্রায় ৫০ বছরে সারাবিশ্বে জেমস্ বন্ডের লক্ষ-কোটি ভক্তের সৃষ্টি হয়েছে। স্কাইফলে দেখানো হয়েছে মধ্যবয়সের জেমস্ বন্ডকে।

নেট নাগরিক জেখিনস বলেন, সুদর্শন ও চতুর জেমস্ বন্ড যে-কোন বিপদ মোকাবিলা করতে পারেন। যদিও এ ধারাবাহিক চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাস আছে, প্রতিটি 'ডাবল ও সেভেন' ছবিই আমাদের জন্য নতুন নতুন বিষ্ময় নিয়ে হাজির হয়।

নেট নাগরিক আন ইয়ে ছি সি বলেন, জেমস্ বন্ড চলচ্চিত্র আমার প্রিয়। আমার মতে, স্কাইফল জেমস্ বন্ড সিরিজের দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি।

নেট নাগরিক ফোসরেকোন বলেন, হয়তো জেমস্ বন্ড তার মধ্যবয়সে পৌছেছেন এবং 'স্কাইফলে' তার অ্যাক্রোবেটিক মারামারির দৃশ্যও কম দেখানো হয়েছে। তারপরও, এটি একটি ভালো চলচ্চিত্র।

নেট নাগরিক ফি বলেন, এর আগের প্রতিটি জেমস্ বন্ড চলচ্চিত্রে একজন করে সুন্দর বন্ড গার্ল-এর অস্তিত্ব ছিল। কিন্তু স্কাইফল-এর বন্ড গার্ল তেমন চিত্তাকর্ষক নয়।

নেট নাগরিক জি তু সান পো জুই বলেন, জেমস্ বন্ডের নতুন চলচ্চিত্র 'স্কাইফল'-এর শ্যুটিং চীনের সাংহাই ও ম্যাকাও-এও হয়েছে। সুন্দর। আমার ভালো লেগেছে।

স্কাইফল-এর চীনে মু্ক্তি পাবার প্রকাশিত হবার পর নেট ব্যবহারকারীরা এ-ধরণের প্রায় ৮ লাখ মন্তব্য পোস্ট করেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক