
'খুআই লে তা বেন ইং' প্রচারের ১৬তম বার্ষিকী

2013-02-15 18:38:22 cri

নেট নাগরিক এল এস বলেন, "'খুআই লে তা বেন ইং' আমার জীবনের ১৬ বছরের আনন্দময় স্মৃতির অংশ। প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যা ৮টায় আমি এবং আমার পরিবারের সদস্যরা টেলিভিশনের সামনে বসি, 'খুআই লে তা বেন ইং' দেখি।"
নেট নাগরিক সিয়ে ইই লিখেছেন, "একটি অনুষ্ঠানের ৫ জন উপস্থাপক। এটি চীনের বিনোদনমূলক টিভি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন সংযোজন। 'খুআই লে তা বেন ইং'র ৫ জন উপস্থাপকের সবাইকে আমি পছন্দ করি। হে জং চীনের 'বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির একজন শিখক; তিনি খুবই বুদ্ধিমান এবং প্রতিটি অনুষ্ঠানেই তিনি কিছু না কিছু নতুন বিষয়ের অবতারণা করেন। এভাবেই অনুষ্ঠানটির জনপ্রিয়তা ধরে রাখা হয়েছে।"
এই জনপ্রিয় অনুষ্ঠানটির ১৬তম বার্ষিকীর খবর প্রচারিত হবার পর নেট ব্যবহারকারীরা ২ লক্ষাধিক মন্তব্য পোস্ট করেছেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
