Saturday Apr 12th   2025 
Web bengali.cri.cn   
বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক লি ইয়ুন দিনের বসন্ত উত্সব উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ পরিকল্পনা
  2013-02-01 09:00:27  cri

(লি ইয়ুন দি)

সম্প্রতি চীনের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত একটি বিনোদন খবর খুব আলোচিত হয়েছে। খবরটি বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক লি ইয়ুন দি এবং চীনের তাইওয়ানের গায়ক ওয়াং লি হংকে নিয়ে গুজব সম্পর্কিত। লি ইয়ুন দি ও ওয়াং লি হং সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান, তাহলে চিঠি বা ইমেইল পাঠিয়ে আমাকে জানাবেন আশা করি। যাই হোক, বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক লি ইয়ুন দি চীনের বসন্ত উত্সবের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি চীনের পক্ষ থেকে ২০১০ সালের ছোপিন আন্তর্জাতিক পিয়ানো প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। গত বছরের বসন্ত উত্সবের অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন। তার পর অনেক মানুষ তার ভক্ত পরিণত হয়। অনেক নেট ব্যবহারকারী বলেন যে, লি'র অংশগ্রহণের কারণে তারা অবশ্যই এ বছরের বসন্ত উত্সবের অনুষ্ঠান দেখবেন। এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘন্টার মধ্যে প্রায় এক লাখ মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক