Web bengali.cri.cn   
চীনের পেইচিং বিশ্ববিদালয়ের সবচেয়ে সুদর্শন একজন সাবেক শিক্ষার্থীর ওয়েইপোতে জনপ্রিয়তা
  2013-02-01 08:48:29  cri

চীনের পেইচিং বিশ্ববিদালয়ের সবচেয়ে সুদর্শন একজন সাবেক শিক্ষার্থী চীনের ওয়েইপোতে ভীষণ জনপ্রিয় হয়েছে। এ শিক্ষার্থীর নাম ইয়ে ছিং দা। তিনি ২০০৬ সালে পেইচিং বিশ্ববিদালয় প্রবেশ করেন। আটত্রিশতম আন্তর্জাতিক রসায়নবিদ্যা প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক জয় করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পিএইচডি করছেন।

এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এক সপ্তাহে দু'লাখেরও বেশি মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।

অনেক নেট নাগরিক, বিশেষ করে মেয়েরা অবাক হয়েছে ইয়ে বুদ্ধিমত্তা ও শারীরিক সৌন্দর্য দেখে।

নেট নাগরিক আ ইয়েন বলেন, 'আমি ভালভাবে পড়াশুনা করেছি। আশা করি, আমি পেইচিং বিশ্ববিদালয়ে প্রবেশ ভর্তি হতে এবং ইয়ে'র সঙ্গে পড়াশনা করতে পারবো।'

নেট নাগরিক মাও চিয়া বলেন, 'ইয়ে অনেক বিখ্যাত তারকাদের মতো। এত সুন্দর!'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক