Web bengali.cri.cn   
উইচেট
  2013-01-31 19:20:25  cri

Tencent কোম্পানির WeChat বর্তমানে খুব জনপ্রিয়। এ সফ্টওয়ারের মাধ্যমে বিনাপয়সায় তত্ক্ষণিকভাবে যোগাযোগ করা যায়। এ প্ল্যাটফর্মে আপনি বন্ধুর সঙ্গে এসএমএস, ছবি বা কষ্ঠস্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

চীনের এ সফ্টওয়ার বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। গত ১৬ জানুয়ারি পর্যন্ত সারা বিশ্বে উইচেটের ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিতে ছাড়িয়েছে।

২০১২ সালে উইচেট blackberry- তে প্রবেশ করেছে। এর ফলে এ সফ্টওয়ারটি অনেক ভারতীয় গ্রাহক আকর্ষণ করেছে। বর্তমানে iOS、Symbian、Windows Phone এবং Android সহ প্রায় সব অপারেটিং সিস্টেমেই এ সফ্টওয়ারটি ব্যবহার করা যায়।

ভারতীয় ibibo শিল্পপ্রতিষ্ঠানের সিইও Rahul Razdan এক স্বাক্ষাত্কারে বলেন, চীনের পর ভারত এখন উইচেটের দ্বিতীয় বৃহত্তম বাজার। তবে তিনি ব্যবহারকারীর সংখ্যা বিস্তারিত ভাবে জানান নি।

ibibo শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে উইচেট ভারতীয় বাজারে প্রবেশ করেছে। সম্প্রতি এ কোম্পানির সঙ্গে Tencent ভারতে নতুন ব্রাউজার তৈরী করেছে। কোম্পানিটি জানায়, নতুন ব্রাউজার ডাউনলোডের সংখ্যা ৬০ লাখে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত উইচেট কোনো টেলিকম অপারেটরদের সঙ্গে অংশিদারিত্বে যায় নি, তবে বর্তমানে ব্যবহারকারীর সংখ্যান আরও বাড়ানোর জন্য Tencent এ পদক্ষেপ নিচ্ছে।

প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমাদের সি আর আই মনিটর প্রফেসর আশরাফুল ইসলামের জন্য একটি সুন্দর গান শুনাতে চাই। গানের নাম সাগরের স্বর্গ। এটি হলো 'সাগরের স্বর্গ' শিরোনামের চলচ্চিত্রের অতি জনপ্রিয় একটি সংগীত। এ চলচ্চিত্রে অসুস্থ সন্তানের যত্ন নিতে এক বাবার একাকী পুরো জীবনাতিপাত করার কাহিনী বলা হয়েছে। 'সাগরের স্বর্গ' গানে অর্কেস্ট্রা ও পিয়ানোর সুরে সাগরের গভীরতা ও বিস্তীর্ণতা ফুটিয়ে তোলা হয়েছে। কুই লুন মেইয়ের সহজ-সরল কন্ঠের মাধ্যমে সাগরের স্বর্গের উষ্ণতার অনুভব বর্ণনা করা হয়েছে। শুনতে থাকুন....

আচ্ছা, প্রিয় শ্রোতা, গানটি কেমন লাগল। গান শুনতে শুনতে আপনাদের ক্লান্তি কামানো কামনা করছি।

এ অনুষ্ঠান শেষ করার আগে আমি ভারতের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশীষ গোপের চিঠি পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, " সুপ্রিয় রুবী দিদি, পত্রে শুভেচ্ছা জানাই। হালশৈলী এমন একটি অনুষ্ঠান যা শুনলে মন ও শরীর ভালো না হয়ে পারে না। আনন্দময় জীবন পর্বটি যার বাস্তব রূপ। আজকের এই পর্বে ঘুম নিয়ে বিস্তারিত আলোচনা প্রচার হলো। এই ঘুম দিনে ও রাতে কতটা কিভাবে এবং কেন প্রয়োজন আর বিস্তারিত আলোচনা শুনলাম। খুবই উপকৃত হলাম। বিশেষ করে দিনের বেলা ঘুম কতটা দরকার। তাও বলা হল। এ জন্য আপনাদের ধন্যবাদ। তথ্য প্রযুক্তির হালচাল শুনে অনেক নতুন নতুন বিষয় জানতে পারছি। পরিশেষ বলি হাল শৈলী আসলটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। সিয়ে সিয়ে চাই চিয়েন।

ভাই দেবাশীষ, চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক