Web bengali.cri.cn   
বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর শ্রোতা সম্মেলনের প্রতি শুভেচ্ছা বাণী
  2013-01-28 17:27:35  cri
আমি আনন্দের সাথে জানতে পেরেছি যে, বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর শ্রোতাবন্ধু এম. এম. গোলাম সারোয়ার তাদের ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের পক্ষ থেকে ১৮ জানুয়ারি শুক্রবার 'চীন আন্তর্জাতিক বেতারের আঞ্চলিক শ্রোতা সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠান' এর আয়োজন করতে যাচ্ছে।

আমি পেইচিং থেকে ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সকল শ্রোতা, বিশেষ করে আমাদের পুরোনো বন্ধু এম. এম. গোলাম সারোয়ারকে এ অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। গেল বছরগুলোতে আমি আপনাদের অনেক চিঠি পড়েছি। আপনার হাতে লেখা এখনো আমার মনে আছে।

তাছাড়া, এ সুযোগে আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের মধুখালী উপজেলার চেয়ারম্যান জনাব মফিজুর রহমান মন্জু মিয়া, বিশেষ অতিথি সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এবং মহাসচিব জিল্লুর রহমান জিলুসহ উপস্থিত সকল বন্ধুদের এ অনুষ্ঠানের স্বাগত ও নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের সমর্থন পেয়ে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে।

নানা কারণে আমি বহু দিন ধরে আমাদের শ্রোতাদের সাথে আলাপ করার সুযোগ পাই নি, এজন্য আমি দুঃখিত। আপনাদের সাথে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমার আরো ভালো লাগতো।

সিআরআইয়ের বাংলা বিভাগ এ পর্যন্ত ৪৪ বছর পার হয়েছে। আমাদের মিডিয়ার পদ্ধতি প্রথম দিকের চেয়ে অনেক বেড়েছে। তবে আমি জানি, এখনো আরো অনেক করণীয় কাজ রয়ে গেছে। আশা করি, ২০১৩ সাল সিআরআই শ্রোতাদের জন্য নতুন নতুন অনুষ্ঠানের উপহার দেবে এবং আপনাদের আরো কাছে আসতে পারবে।

আমি এবং আমার সহকর্মীগণ সুদূর পেইচিং থেকে আপনাদের সকলের সুখ-শান্তি জীবন ও সুস্বাস্থ্য কামনা করি। মনে রাখবেন, পেইচিংয়ে আপনাদের বন্ধু আছেন।

সবাই ভালো থাকুন।

ইয়ু কুয়াং ইউয়ে

পরিচালক, বাংলা বিভাগ

চীন আন্তর্জাতিক বেতার

২০১৩-০১-১৫

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক