আ: এবং সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী বিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।
মু: বন্ধুরা, আজকের অনুষ্ঠান শুরুর আগে আমরা আপনাদেরকে হাইনান পর্যটন জ্ঞান যাচাই প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার অর্জনকারীদের নাম ঘোষণা করবো। আলিম, আপনি কি দয়া করে ভাগ্যবান শ্রোতাদের নামগুলো পড়ে শোনাবেন?
আ: অবশ্যই।...
মু: আচ্ছা, বন্ধুরা, আপনারা যারা পুরষ্কার জিতেছেন, তাদের অভিনন্দন জানাই। আমি ইতোমধ্যেই যার যার ঠিকানায় পুরস্কার পাঠিয়ে দিয়েছি। আশা করি, আপনারা শিগগিরই সেগুলো পেয়ে যাবেন।
আচ্ছা, বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি সুন্দর গান শোনাবো। গানের প্রথম লাইনটি হচ্ছে: যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ-দেহে প্রাণ আছে; বাকিটা সময় যেন মরণ আমার....গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত গায়িকা আবিদা সুলতানা ও রফিকুল আলম। আশা করি, সব শ্রোতা আমার মত গানটি পছন্দ করবেন।
গান ১:
আ: শ্রোতাবন্ধুরা, এবার আপনাদের চিঠিপত্রের জবাব দেবার পালা। আজকের প্রথম চিঠিটি লিখেছেন বাংলাদেশের ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট মো: সোহেল রানা হৃদয়। তিনি তার ইমেলে লিখেছেন, "বিগত "মুক্তার কথা" অনুষ্ঠানটি বেশ ভাল লাগলো। অনেকদিন পর অনুষ্ঠানে শ্রোতাদের বেশকিছু চিঠি পড়ে শোনানো হল। এজন্য ধন্যবাদ। "হাইনান আন্তর্জাতিক দ্বীপ" শীর্ষক কুইজ প্রতিযোগীতায় ২য় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হলো। আমি বিজয়ী হতে না-পারায় একটু খারাপ লেগেছে। তবে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট মো: মুনসুর আলী বিজয়ী হয়েছেন। বিজয়ী সবাইকে অভিনন্দন জানাই। আপনারা একটি নতুন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন জেনে বেশ ভাল লাগলো। নতুন নামও পছন্দ হয়েছে-"বাংলায় গল্প, বাংলার গল্প"। তবে আমার কাছে মনে হয় "বাংলায় বাংলার গল্প" নামকরণ করা হলেও খারাপ হতো না।
মু: বন্ধু সোহেল রানা হৃদয়, পুরস্কার না-পেলে অবশ্যই মন খারাপ হয়। মন খারাপ করবেন না; আশা করি আপনি ভবিষ্যতে বিজয়ী হবেন। নতুন অনুষ্ঠানের নাম 'বাংলায় গল্প, বাংলার গল্প' রাখার কারণ, এ-অনুষ্ঠানে বাংলা ভাষায় চীনের গল্প অনুবাদ করে শোনানোর পাশাপাশি বাংলাদেশের গল্পও বলা হবে। শুধু বাংলার গল্প বলা হলে আপনার প্রস্তাবিত নামটি বিবেচনা করা যেত। যা হোক, আপনার মতামতের জন্য ধন্যবাদ।
আ: চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম তাঁর ইমেলে লিখেছেন, গত ১২ই জানুয়ারি ম্যাডাম ইউ কুয়াং ইউয়ের প্রানবন্ত ও খোলামেলা উপস্হাপনায় বাংলা বিভাগে যোগ-দেয়া নতুন সহকর্মী জনাব সাইদুর রহমান লিপনের সাক্ষাত্কার শুনলাম। জানলাম, লিপন এর আগে কোনো গণমাধ্যমে কাজ করেননি এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন; তা ছাড়া, তিনি মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনার কাজের সাথেও জড়িত ছিলেন। লিপন সাহেব অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। সিআরআই বাংলা বিভাগে আমি তার সফল ও সুন্দর কর্মজীবন কামনা করি। আমি আশা করি তার কাছ থেকে অনেক সমৃদ্ধ ও উচুঁমানের রেডিও নাটক ও অন্যান্য অনুষ্ঠান শ্রোতারা উপহার পাবেন। আমি আরো আশা করি বাংলা বিভাগের পরিচালকসহ সবাই এসব রেডিও নাটকে অভিনয় করবেন। বিষয়টি ভাবতেই এখন আমার অনেক ভাল লাখছে। চীনা সাহিত্য ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ। চীনা গ্রামীন মানুষদের জীবনাচার, ধর্ম, বিবাহ প্রথা, বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান ইত্যাদি বিষয় নিয়ে নাটক নির্মিত হলে তা আমাদের কাছে অনেক উপভোগ্য হতে পারে। তা ছাড়া, চীনা ভাষার ঐতিহ্যবাহী নাটক বাংলায় অনুবাদ ও রূপান্তর করে পরিবেশন করলে সেটিও আমাদের ভাল লাগতে পারে। এ ছাড়া, বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে রেডিও-নাটক নির্মাণ করা যেতে পারে। আশা করি আমার প্রস্তাব আপনাদের পছন্দ হবে।
মু: হ্যাঁ, আশরাফুল ইসলাম, আপনার সব প্রস্তাবই আমাদের ভালো লেগেছে। আপনি আসলে অনেক গঠনমূলক মতামত দিয়েছেন। আমরাও বিশ্বাস করি, বাংলা বিভাগে আমাদের নতুন সহকর্মী লিপন আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবেন। আপনাকে ধন্যবাদ।
আ: আরেকজন শ্রোতাও আমাদের নতুন সদস্য লিপনকে স্বাগত জানিয়েছেন। তিনি হলেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাবের বি, এম, ফয়সাল আহমেদ। তিনি তার ইমেলে লিখেছেন, 'মুক্তার কথা' অনুষ্ঠানে সাইফুল ইসলাম মানিকের সাথে আলাপচারিতাটি চমৎকার ছিল। ধন্যবাদ। CRI এর নতুন কর্মী সাইদুর রহমানকে শুভেচ্ছা।
মু: আমরা লিপনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।
আ: সাতক্ষীরা জেলার জননী রেডিও লিসেনার্স ক্লাবের অমিত বসু তাঁর ইমেলে লিখেছেন, "আশা করি আপনারা সবাই এই শীতে ভালই আছেন। আমাদের এখানে আপনাদের সকলকে খেজুরে রস ও পিঠা-পায়েস খাওয়ার আমন্ত্রণ জানাই; আসবেন কিন্তু।
মু: বন্ধু অমিত বসু, পিঠা-পায়েসের কথা শুনেতো আমাদের জিভে জল এসে গেল। আপনার নিমন্ত্রণ ধন্যবাদের সাথে গ্রহণ করলাম। আশা করি, কোনো একদিন আপনাদের সঙ্গে বসে শীতের পিঠা-পায়েস ও খেজুরের রস খাওয়ার সুযোগ আমাদের হবে। আর হ্যা, আমরা এই শীতে ভালো আছি। পেইচিংয়ে এখন অনেক ঠাণ্ডা; তবে ঘরের ভেতরের তাপমাত্রা কিন্তু স্বাভাবিক। শুনেছি, বাংলাদেশে এবার তুলনামূলকভাবে অনেক বেশি ঠাণ্ডা পড়েছে। আশা করি আপনারা সবাই শীতকালটা ভালোভাবে কাটাতে পারবেন।
আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা. এস এম এ হান্নান তাঁর চিঠিতে লিখেছেন, "দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানে চীনের বিয়ের রীতিনীতি সম্পর্কে জানলাম। লিপন ভাইয়ের কণ্ঠে দু'লাইন গানও ভালো লাগলো। আচ্ছা, চীনারা কি পালকিতে চড়ে বিবাহ করতে যায়? আমি কিন্তু পালকিতে চড়ে বউকে নিয়ে এসেছি। বিয়ের প্রথম দিন জীবনের সবচেয়ে রোমান্টিক দিন।
মুক্তা: ......
আ: পাবনা জেলার সিআরআই ড্রাগন ক্লাবের শেখ আব্দুল মান্নান বারী তাঁর ইমেলে ইসলামের শেষ নবীর আগমন সম্পর্কে লিখেছেন। তিনি লিখেছেন, আল্লাহ হযরত মুহাম্মাদ (সা) পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। হ্যা, ভাই বারী, জগতের সকল মুসলিমই এ-কথা মনেপ্রাণে বিশ্বাস করেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ।
আ: নওগাঁ জেলার ফ্রেন্ডজ রেডিও ক্লাবের সভাপতি দেওয়ান রাফিকুল ইসলাম রানা তাঁর চিঠিতে লিখেছেন, "মুক্তার কথা অনুষ্ঠানের জন্য আলাদাভাবে মাসিক কুইজ-এর আয়োজন করলে ভালো হয়। আমার প্রস্তাব ভেবে দেখবেন।"
মু: বন্ধু রানা, এখন আমাদের প্রায় প্রতিটি অনুষ্ঠানেই মাসিক কুইজ আছে। কিন্তু 'মুক্তার কথা' অনুষ্ঠানে গোটা বাংলা বিভাগের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। আশা করি, আপনি নিয়মিত আমাদের বিভিন্ন অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আ: কুষ্টিয়া জেলার ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাবের এম এ রশিদ চৌধুরী তাঁর চিঠিতে লিখেছেন, শুরুতেই কনকনে শীতের শুভেচ্ছা নিবেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের প্রচারিত সবগুলো অনুষ্ঠানই আমার খুব ভাল লাগে। আরো ভাল লাগলো দিদারুল ভাইয়ের চীন সফরের সময় তার সাক্ষাত্কারটি। আমাদের ক্লাবের পক্ষ থেকে দিদারুল ভাইকে উঞ্চ অভিনন্দন জানাই।
মু: এম এ রশিদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা আশা করি, আপনার মতো সব শ্রোতাই পরস্পরকে সহায়তা করবে এবং পরস্পরের মঙ্গল কামনা করবেন। কারণ বাংলা অনুষ্ঠানের সব শ্রোতাই আমাদের বন্ধু।
আ: কুষ্টিয়া জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি সোহাগ বেপারি তাঁর ই-মেলে লিখেছেন, "ভাইয়া ও আপু, আপনাদের সবাইকে এই শীতে খেজুর রস দিয়ে নতুন ধানের পায়েস খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সিআরআই-এর নিয়মিত ও পুরাতন শ্রোতা ও পএলেখক। নিয়মিত লিখে থাকি এবং শ্রোতা সংঘের সবাইকে নিয়ে নিয়মিত অনুষ্ঠান শুনে থাকি।"
মু: হ্যাঁ সোহাগ বেপারী, আমি আসলে আপনার চিঠি নিয়মিত পাই। আপনার নিমন্ত্রণ গ্রহণ করলাম; আশা করি ভবিষ্যতে আপনাদের সঙ্গে বসে খেজুরের রস ও পায়েস খাওয়ার সুযোগ হবে। আপনাকে ধন্যবাদ।
আ: ভারতের পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স এসোশিয়েশনের চেয়ারম্যান বিধান চন্দ্র স্যান্নাল তাঁর চিঠিতে লিখেছেন, ......
মু: আচ্ছা, বন্ধু বিধান, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনার চিঠি সব অনুষ্ঠানের উপস্থাপকদের পাঠিয়েছি।
আ: দক্ষিণ দিনাজপুর জেলার দেবাশীষ গোপ তাঁর চিঠিতে লিখেছেন, ...
মু: বন্ধু দেবাশীষ গোপ, আপনি ভাল প্রস্তাব করেছেন। আমি এবং আলিম ভবিষ্যতে নিয়মিত শ্রোতাদের সাক্ষাত্কার নেবো। আশা করি, আপনারা সবাই আগ্রহ নিয়ে তাতে অংশ নেবেন।
আ: সুখময় মাঝি নামের আমাদের ওয়েবসাইট ব্যবহারকারী লিখেছেন, ভারতে কল্যাণভাতা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউণ্টের মাধ্যমে দেওয়া সংক্রান্ত প্রতিবেদনটি ভালো লেগেছে। অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ।
মু: আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ। কিন্তু আপনি আপনার সঙ্গে যোগাযোগের কোনো ঠিকানা আমাদের দেননি। আশা করি, আপনি খুব শিগগিরই আমাদেরকে আপনার ঠিকানা ও টেলিফোন নম্বর পাঠাবেন। আপনাকে আবারো ধন্যবাদ।
আ: শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাবো। প্রেম শিকারের (PREM SHIKAR) কন্ঠে শুনবেন ভোবোগুরেই গানটি। (Vobogurey)
গান ২
আ: প্রিয় শ্রোতা এবার যাবার পালা। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মু্ক্তা/আলিম)
(মুক্তা/আলিম)