Web bengali.cri.cn   
চীনের গায়িকা সিয়াও ইয়াসুয়ান ও জাং হুইমেই
  2013-01-24 20:05:35  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তবে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থনই আমাদের চালিকাশক্তি।

চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুরুতেই একজন শ্রোতার চিঠি নিয়ে দুটি কথা। শ্রোতা বিধান চন্দ্র স্যান্নাল আমাদেরকে ই-মেইল পাঠিয়েছেন। তিনি চীনের তাইওয়ানের দু'জন জনপ্রিয় গায়িকা সিয়াও ইয়াসুয়ান ও জাং হুইমেই-এর গান খুবই পছন্দ করেন। তাই আজকের সংগীতানুষ্ঠানে আমরা এ-দুজন গায়িকার গান শুনবো। প্রথমে আমরা গায়িকা জাং হুইমেইয়ের একটি গান 'আমি আনন্দ চাই' শুনবো। আশা করি, বিধান চন্দ্র স্যান্নালের মতো আপনাদেরও এ-গান ভাল লাগবে।

(গান)

এখন আমরা গায়িকা জাং হুইমেই সম্পর্কে কিছু তথ্য শ্রোতাদের জানাতে চাই। জাং হুইমেই চীনের তাইওয়ানের একজন সংগীতশিল্পী। ১৯৯৬ সাল থেকে তিনি গান গাইছেন। এ-পর্যন্ত তার বেশ কয়েকটি অ্যালবাম বের হয়েছে। তাঁর 'আমি আনন্দ চাই' 'সাগরের সুর শুনি' ও 'খালাস হওয়া'সহ অনেক গান এশিয়ার যুবকযুবতীদের খুবই প্রিয়। তাঁর সুরে রয়েছে অনেক শক্তি। তাঁর গান আপনাদের হৃদয়কে নাড়া দিয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা তাঁর আরো দুটি গান শুনবো। গানের নাম 'সাগরের সুর শুনি' ও 'খালাস হওয়া'।

(গান)

সুপ্রিয় শ্রোতা, এখন গায়িকা সিয়াও ইয়াসুয়ান সম্পর্কে দুটি কথা। সিয়াও ইয়াসুয়ান চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকা। তাঁর ইংরেজি নাম এলভা সিয়াও। তিনি খুবই সুন্দরী এবং তাঁর কণ্ঠও ভারি মিষ্টি। অনেকেই তাঁকে 'এশিয়ার নাচের রাণী' বলে ডাকেন। কারণ, তিনি গানের তালে তালে ভালো নাচেনও। শুনুন তাঁর দুটি গান 'হানি হানি' এবং 'ভালবাসার থিম সং'।

(গান)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। প্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের শেষ গানটি এলভা সিয়াওয়ের 'দি মোস্ট ফেমিলিয়ার স্ট্রেনজার' ('The most familiar stranger')।

(গান)

দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক