চীনে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের পরীক্ষার নতুন নিয়ম
2013-01-18 15:15:53 cri
নতুন ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের জন্য চীনে এ বছরের ১ জানুয়ারি নতুন পরীক্ষার নিয়ম চালু হয়েছে। নাগরিকরা মনে করছেন যে, এ নতুন নিয়ম এ যাবত্কালের ইতিহাসে 'সবচেয়ে কঠিন'। আসলে সম্প্রতি চীনের বিভিন্ন প্রদেশে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের পরীক্ষার ফল থেকে জানা যাচ্ছে যে, 'ইতিহাসে সবচেয়ে কঠিন' কথাটিতে কোনো অতিরঞ্জন নয়। ৮ জানুয়ারি চীনের চিয়াং সি প্রদেশের নান ছাং শহরে অনুষ্ঠিত এক পরীক্ষায় পাসের হার ছিল 'শূন্য'। এখন আমরা শুনবো এ সম্পর্কে নেটব্যবহারকারীদের কথা।
নেট নাগরিক অ্যাঞ্জেল বলেন, 'আমি খুব খুশি। কারণ এ নিয়ম জারির আগে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছি'।
খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ২৪ ঘন্টার মধ্যে ৪ সহস্রাধিক মন্তব্য পড়ে নেট ব্যবহারকারীদের কাছ থেকে। আর ৫ জানুয়ারি পর্যন্ত মন্তব্যের সংখ্যা দাঁড়ায় দু'কোটিরও বেশি।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক