Web bengali.cri.cn   
আই নি ই সেং ই সি
  2013-01-18 10:51:10  cri

এ বছরের চার জানুয়ারি ছিল চীনা জনগণের জন্য একটি বিশেষ দিন। কারণ চীনা ভাষায় ওই দিনটি ছিল আই নি ই সেং ই সি। মানে তোমাকে সারা জীবন ভালবাসি। সেজন্য অনেক তরুণ-তরুণী এদিন বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তার নাগরিক বিষয়ক ব্যুরোতে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করেন। জানা গেছে, ওই দিন কেবল পেইচিংয়েই দশ হাজারেরও বেশি বিয়ে রেজিস্ট্রি হয়।

এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ৫ জানুয়ারি পর্যন্ত দু'কোটিরও বেশি মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।

নেট নাগরিক ইয়ো জাই ইয়ো জাই লিখেছেন, 'আশা করি যারা একে অন্যকে ভালবাসে তারা বিয়ে করতে পেরেছেন এবং চিরদিন তাদের ভালবাসা থাকবে।'

নেট নাগরিক নিং জিং বলেন, 'যতদিন নিজের প্রেমিকের সঙ্গে থাকি, ততদিন আমাদের জন্য প্রতিদিন 'ই সেং ই সি'।

নেট নাগরিক লিয়েন হে লিখেছেন, 'প্রত্যেক যুগলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক