Web bengali.cri.cn   
মুক্তার কথা-১২ জানুয়ারী
  2013-01-15 19:43:53  cri
মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরনো বন্ধু মুক্তা।

আ: এবং সঙ্গে রয়েছি আমি আলিম। আশা করি, একসঙ্গে পরবর্তী বিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।

মু: বন্ধুরা, আজকের অনুষ্ঠান শুরুর আগে আমরা আপনাদেরকে হাইনান পর্যটন জ্ঞান যাচাই প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার অর্জনকারীদের নাম ঘোষণা করবো। আলিম আপনি শ্রোতাদেরকে বলে শোনাতে পারেন?

আ: অবশ্যই, মুক্তা। তাঁরা হলেন, বাংলাদেশের গপালগঞ্জ জেলার লিপন স্মিরিটি লিসনার্স রেডিও ক্লাবের সুপটি আহমেদ, গাজীপুর জেলার রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো. শহীদুল কায়সার লিমন, চুয়াডাঙ্গা জেলার মাহফুজা খাতুন (MAHFUZA KHATUN), ইয়ং রেডিও লিসেনার্স ক্লাবের অঞ্জনা খাতুন, নাওগাঁ জেলার লোলোনা লিসনার্স ক্লাবের (LOLONA LISTENERS CLUB) ফাতেমা (Fatema), ফ্রেন্ডজ রেডিও ক্লাবের এশা হসাইন (esha hossain),রাজশাহী জেলার মামুন (MAMUN), কুড়িগ্রাম জেলার মমতাজ বেগম, ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের মোনসুর আলি(MONSUR ALI), মাদারীপুর জেলার জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাবের আসমা বিশ্বাস, কুষ্টিয়া জেলার নিউ সি আর আই মহিলা ফ্যান ক্লাবের সুলতানা খাতুন, খুলনা জেলার মিহির কান্তি রায়, হাফিজুর রহমান, যশোর জেলার লাতিফা খাতুন (Latifa Khatun), ঝিনাইদহ জেলার রিজু আহমেদ (Riju Ahmed), পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের নিশাত জাহান (NISHAT JAHAN), সুনামগঞ্জ জেলার সাহাদোট হসাইন (SAHADOT HOSSAIN), কুমিল্লা জেলার মাহফুজুর রাহমান (MAHFUZUR RAHMAN), খালেদ শালাহ উদ্দিন (KHALED SHALAH UDDIN) ও সিলেট জেলার রাবেইয়া খাতুন লোভেলি (RABEYA KHATUN LOVELY), নাটোর জেলার ফের্দোসি খাতুন (FERDOSI KHATUN) এবং ভারতের নয়া দিল্লীর জাইদীপ (Jaydeep), পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনিপুর জেলার পিয়ালি মুখার্জী (PIALI MUKHERJEE), দক্ষিণ দিনাজপুর জেলার বিধান চন্দ্র স্যানাল, এম,কে,সেনগুপটা (M. K. SENGUPTA), হারিহার্পারা (HARIHARPARA) জেলার ইন্টান্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের (INTERNATIONAL DX RADIO) কোলিমুদ্দিন এস,কে (KOLIMUDDIN S.K), নাটিয়া জেলার মোনোজিট বাসাক (Monojit Basak), মুর্শিদাবাদ জেলার মানোশি মুখার্জী (MANOSHI MUKHERJEE), সিতানসু ধালি (sitansu dhali) ও উত্তর প্রাদেশ (Uttar Pradesh) জেলার মোহাম্মেদ আসলাম (Mohammad Aslam)।

মু: আচ্ছা, বন্ধুরা, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি পুরস্কার পাঠিয়েছি। আশা করি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পেতে পারবেন।

আচ্ছা, বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি সুন্দর গান শোনাবো। গানের নাম হল এই মন তুমাকে দিলাম (Ei Mon Tumake Dilam)। নাম থেকে জানা গেছে এটি অবশ্যই একটি প্রেমের গান এবং গানটি হল আমার একজন খুবই প্রিয় বাংলাদেশের শিল্প সাবিনার গান। আশা করি, সব শ্রোতা আমার মোত গানটি পছন্দ করবেন।

গান ১:

আ: আমাদের ওয়েবসাইট ব্যবহারকারী আফজাল আলী খান তাঁর ইমেলে লিখেছেন, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশে গতকাল থেকে শৈত্য প্রবাহ চলছে। ঘর কন্নার কাজ তাই বলে থেমে নেই। আপনারা কেমন আছেন? বেইজিংয়ে এখন আবহাওয়া কেমন? ০৮-০১-২০১৩ তারিখে খোলামেলা, দক্ষিন এশিয়ার কথকতা অনুষ্ঠান ভলো লাগলো। দিদারুল ইকবাল এর সক্ষাত্কার শুনে চীন সম্পর্কে আরও কিছু জানলাম। সদ্য প্রয়াত শিল্পী সোহরাব হোসেনের কন্ঠে গীত নজরুল সঙ্গীতটি আমার খুবই ভলো লেগেছে। আমাকে পুবের জানালা ম্যাগাজিন নিয়মিত পাঠাবেন। সময় পেলে আমি সকালে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের চতুর্থ অধিবেশন শুনে থাকি। কিনতু অধিবেশন সমাপ্তির দুই/তিন মিনিট অবশিষ্ট থাকতেই অনুষ্ঠান সম্প্রচার বন্ধ হয়ে যায়। তখন মন খারাপ হয়। আপনাদের প্রকৌশল বিভাগকে বিষয়টি অবহিত করে এর সুরাহা করলে বাধিত হব। আবার ও প্রীতি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। চাই চিয়েন।

মু: বন্ধু আফজাল আলী খান, প্রথমে আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। তিনি বলেছেন, বাংলাদেশে এখন অনেক শীত, আমি জানি না তাপমাত্রা কেমন? কিন্তু দিদারুল ইকবাল পেইচিংয়ে এসেছিলেন। তখন পেইচিংয়ের তাপমাত্র ছিল মাইনারস ৫ এবং এখন প্রায় মাইনারস ১২। কিন্তু ভিন্ন দৃশ্য। আমি আশা করি, আপনি সুযোগ পেলে পেইচিংয়ে আসল শীত অনুভূতি করবেন।

আ: ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের সভাপতি আফজাল আলী খান তাঁর ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা ম্যাডাম ,অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিন ।আশাকরি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাংলাদেশে এখন খুব শীত। আপনাদের অনুষ্ঠান প্রতিদিন শুনছি। খোলামেলা অনুষ্ঠানে শর্ত বন্ধু দিদারুল ইকবাল এর চীন ভ্রমণের উপর আর ও একটি সাক্ষাত্কার শুনলাম। খুব ভলো লাগলো। ধন্যবাদ সি, আর, আই কে। সি,আর,আই থেকে নতুন বছর ২০১৩ সালের কোনো উপহার এখনও পাই নি। সবাই ভলো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

আ: বাংলাদেশ সি আর আই ড্রাগন ক্লাবের শেখ আব্দুল মান্নান বারী তাঁর চিঠিতে লিখেছেন, অফুরন্ত ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। CRI নতুন আঙ্গিকের অনুস্ঠান মালা খুবই চিত্তাকর্ষক মুক্তার কথা প্রতি শনিবারে প্রচার হওয়ায় আমরা খুব খুশি। প্রতি রবিবারে বন্ধু লতার উপস্থাপনায় সংগীত মালা অনুস্ঠান কে আরো বিনোদনের খোরাক দিবে আরো ভাল লাগল ৫জনকে উপহার দেয়ার কথা শুনে। এ অনুস্ঠানে ভারত বাংলাদেশের জনপ্রিয় বাংলা সঙ্গিত প্রচার করলে ভাল লাগতো। আমরা সি আর আইকে ভালবাসি নিবিড়ভাবে তথ্য মুলক বৈচিত্রময় অনুস্ঠান প্রচার করায় মাদাম ইউকুয়াং য়ুএসহ সবাই কে অসংখ্য ধন্যবাদ জানাই।

মু: বন্ধু শেখ আব্দুল মান্নান বারী, আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। লতার অনুষ্ঠান সুরের ধারার লক্ষ্য হল শ্রোতাদেরকে চীনা সংগীত জানানো। তাহলে যদি আপনারা যে বাংলা সংগীত শুনতে চান, তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে সুন্দর বাংলা গান শোনানোর চেষ্টা করবো।

আ: ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন বিদ্যুত্ তাঁর চিঠিতে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার পরিবার ও আপনার কর্মস্থালের সবাই অনেক ভালো আছেন। আমরাও একপ্রকার ভালো আছি। বিগত বছরের কথা স্মরণ করতেই অনেক বিষয় মনকে আন্দোলিত করে। স্মৃতি সততই সুখের। গত বছরে প্রাপ্তি অপ্রাপ্তির ব্যবধান খুব বেশি না এজন্য পুলকিত হচ্ছি। আর আপনাদের সাথে আমার সম্পর্ক ছিল নিরেট বন্ধুত্বপূর্ণ এবং ২০১৩ সাল তার আরো উন্নত প্রতিফলন হবে। এবছর আমার ক্লাবের সদস্যরা আনেক বেশি আত্মপ্রত্যয়ী কারণ ১২ জন তরুন সদস্য যোগ হয়েছে। আপনাদের মাধ্যমে বিষ্ময়কর আনেক বিষয় শিখেছি, জেনেছি, বুঝেছি এবং বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করছি। ২০১৩ সালে আমরা আরও সযত্নে নিয়মিত অনুষ্ঠান শুনবো মেইল পাঠাবো এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আপনার জীবন আরো মধুময় হোক সর্বদা এই কামনা করি।

মু: সাখাওয়াত হোসেন বিদ্যুত্ আপনি অনেক ভাল লিখেছেন, আপনি ঠিক বলেছেন, আমাদের সম্পর্কে নতুন বছরে আরো জোরদার হবে। আশা করি, আপনার আরো বেশি সতামত পেতে পারি।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব ডা এস এম এ হান্নান তাঁর ইমেলে লিখেছেন, মানুষের একান্ত ব্যাক্তিগত আচরনও সর্বপ্রথমেই তার আত্বা মনের ওপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে থাকে তবে অনেক ক্ষেত্রে তা ব্যাক্তির বিবেক বোধকে অতিক্রম করে যায় এবং সমাজকেও প্রভাবিত করে। মানুষের চরিত্র বৈশিস্ট্য এবং সমাজের একজন সদস্য হিসেবে সে যেসব আচরন করে সেসব বিষয় একেকটি গতিশীল প্রানীর ন্যায় ক্রিয়া করে এবং তা তার জন্ম স্থানের সীমাপ্রাচীরকে লঙ্ঘন করে সামাজিক পরিবেশে প্রবেশ করে। এসব বিষয় খুব সহজেই একজন থেকে অন্য জনে স্থানান্তরিত হয় এবং অন্যদের অন্তর কে জয় করে নেয়। এ ধরনের মানসিক ও মনস্তাত্তিক প্রভাবের জন্য কোনো রুপ মানসিক বা কস্ঠার্জিত ভুমিকা বা ক্ষেত্র প্রস্তুতকরন প্রাথমিক প্রস্তুতি গ্রহন ও ধাপে ধাপে পরিকল্পনা প্রনয়নের প্রয়োজন হয়না। এর মানে হচ্ছে সমাজের সদস্য কোন ব্যাক্তির মধ্যে যখন এধরনের একান্ত ও বিশেষ বৈশিস্ঠ্যাবলী জন্ম নেয় তখন সাথে সাথেই তা তার বাহ্যিক আচার আচরনে প্রতিফলিত হয়। ব্যাক্তি ও সমাজের মধ্যে যথাযথ নৈতিকতা গড়ে তোলা একান্ত প্রয়োজন।

মু: তিনি অনেক ভাল লিখেছেন, আসলে তিনি আমাদের একজন পুরোন বন্ধু। আমি আশা করি, আরো বেশি শ্রোতা এ ধরণের প্রবন্ধ আমাদেরকে পাঠাতে পারেন।

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেডিও শ্রোতা সংঘের অজয় কুমার সরকার ইমেলে লিখেছেন, চীনের বসন্ত উত্সবে মাতোয়ারা সকল চীনা জনগনকে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি নতুন বছর সকলের ভাল আর নিরাপদে কাটবে।

মু: বন্ধু অজয় কুমার সরকার, আপনাকে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাই। আসলে বসন্ত উত্সব ১০ ফেব্রুয়রী হবে। তখন আমারা অবশ্যই বিশেষ অনুষ্ঠান করবো। আশা করি, বেশি শ্রোতা আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

মু: বাংলাদেশের গাইবান্ধা জেলার একজন সাইফুল ইসলাম মানিক মিয়া আমাদেরকে বারবার ফোনে সাক্ষাত্ নেয়ার অনুরোধ জানিয়েছেন। আমাদের বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াংইউয়ে তাঁকে সাক্ষাত্ নিয়েছেন। তাহলে আমরা একসাথে এ সাক্ষাত্ শোনবো।

সাক্ষাত্

মু: আচ্ছা বন্ধু সাইফুল ইসলাম মানিক মিয়া, আপনাকে এত বেশি মতামত দেয়ার জন্য ধন্যবাদ জাআনই। আমরা অবশ্যই আপনার মতামত নিয়ে ভালভাবে বিবেচনা করবো।

মু: প্রিয় শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাবো। সুমানের কন্ঠে শুনবেন আমার প্রিয়ার ছায়া গানটি। (Amar Priyar Chhaya)

আ: প্রিয় শ্রোতা এবার যাবার পালা। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মু্ক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক