Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী যন্ত্রসঙ্গীত
  2013-01-11 15:05:24  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার---- 'পেন ড্রাইভ'। যদি আপনারা ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের চালিকাশক্তি। এ অনুষ্ঠানে আমাদের ভাগ্যবান শ্রোতা হচ্ছেন এ কে এম সাজিদুল বাহার। আবার বলি, এ কে এম সাজিদুল বাহার। সাজিদ সাহেব ঢাকায় বাস করেন। সাজিদ সাহেবের উদ্দেশ্যে বলছি: আপনার ছেলে সাইফু এখন চীনে ছিংদাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আমাদের মাধ্যমে তিনি আপনাকে একটি কথা বলতে চান। কথাটি হচ্ছে: "আব্বু, আমি তোমাদের মিস্ করি। তোমরা সবাই ভালো থেকো।" হ্যা, আপনার ছেলে সাইফু চীনে খুবই ভাল আছেন; আপনাদের চিন্তিত হবার কোনো কারণ নেই।

প্রিয় শ্রোতা, এখন শুরু করছি আজকের মূল অনুষ্ঠান। আজকের 'সুরের ধারায়' আমি আপনাদের শোনাবো চীনের বিখ্যাত ও ঐতিহ্যবাহী কিছু যন্ত্রসঙ্গীত। শুরুতে আমরা দুটি যন্ত্রসঙ্গীত শুনবো এবং এরপর চীনের যন্ত্রসঙ্গীত নিয়ে শোনাবো অনেক কথা।

(রেকর্ডিং)

কেমন লাগলো বন্ধুরা? আমাদের দেশ চীনে রয়েছে দীর্ঘকালের ইতিহাস ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। আমাদের যন্ত্রসঙ্গীত হচ্ছে আমাদের দেশের একটি জানালা। এ জানালার ভেতর দিয়ে আপনারা চীনকে দেখতে পারেন। চীনে অনেক বিখ্যাত বাদ্যযন্ত্র আছে। এখানে বাঁশি, আরহু ফিডল, গুজেংসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো হয়। এখন আমরা চীনের সবচেয়ে বিখ্যাত দুটি যন্ত্রসংগীত শুনবো। চীনের প্রায় সবাই জানেন এ-দুটি সংগীতের নাম। একটির নাম হলো: 'উঁচু পাহাড় ও ঝর্ণাধারা'। এখানে আপনারা শুনবেন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গুজেং-এর বাজনা। আরেকটি যন্ত্রসংগীতের নাম 'দুটি ঝর্ণার চাঁদ'। এতে আপনারা শুনবেন 'আরহু' নামক ঐতিহ্যিক বাদ্যযন্ত্রের সুর। আসুন তাহলে উপভোগ করা যাক চীনের যন্ত্রসঙ্গীত। মন দিয়ে শুনবেন কিন্তু।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আর আপনাদের সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে আপনারা শুনবেন চীনের আরেকটি যন্ত্রসংগীত। এ্ যন্ত্রসংগীতের শিরোনাম 'দশ দিকে ওত পেতে থাকে'।

(রেকর্ডিং)

আচ্ছা বন্ধুরা, আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনারা আরো গান শুনতে চান। কিন্তু আজ আর নয়। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক