Web bengali.cri.cn   
মুক্তার কথা-৫ জানুয়ারী
  2013-01-10 16:57:50  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে ইংরেজী নববর্ষ ২০১৩ সালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ মোবাইল কনফারেন্স। আপনাদের সাথে আছি আমি দিদারুল ইকবাল। আমাদের আজকের বিষয় "চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ প্রতিষ্ঠার ৪৪ (চুয়াল্লিশ) বছর"।

আপনারা জানেন, ১৯৪১ সালের ৩ ডিসেম্বর রাতে মাত্র ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে চীন আন্তর্জাতিক বেতারের প্রথম কন্ঠ ভেসে ওঠে ঈথারে। আর তখন এই সংস্থার নাম ছিলো 'ইয়ান আন সিনহুয়া বেতার'।

১৯৪৯ সালের ২৫শে মার্চ 'ইয়ান আন সিনহুয়া বেতার' এর নাম বদলে রাখা হয় 'বেইপিং সিনহুয়া বেতার'। একই বছরের ২৭শে সেপ্টেম্বর এর নাম বদলে করা হয় 'বেইজিং সিনহুয়া বেতার' এবং আবারও ডিসেম্বর মাসে 'বেইজিং সিনহুয়া বেতার'র নাম বদলে 'কেন্দ্রীয় গণ বেতার' করা হয়।

১৯৫০ সালের ১০ এপ্রিল 'পিকিং সিনহুয়া বেতার' 'পিকিং রেডিও' নাম ব্যবহার করতে শুরু করে।

৮ এপ্রিল ১৯৭৮ সাল থেকে 'রেডিও পিকিং' 'চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)' নামে অনুষ্ঠান প্রচার শুরু করে।

১৯৬৮ সালের আগষ্ট মাস থেকে সিআরআই বাংলা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি শুরু হলেও ১৯৬৯ সালের ১লা জানুয়ারি থেকে সিআরআই থেকে বাংলা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সিআরআই বাংলা বিভাগের উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যকার সমঝোতা এবং মৈত্রী বাড়ানো। বাংলাদেশের শ্রোতা ও শ্রোতাসংঘের নেত্রীবৃন্দরাও দু'দেশের মৈত্রী সম্পর্ক গভীর ও উন্নত করতে বিভিন্ন সময়ে নানা কর্মসূচী পালন করে থাকেন।

আমরা আজ 'চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)' বাংলা বিভাগ প্রতিষ্ঠার ৪৪ (চুয়াল্লিশ) বছর উপলক্ষ্যে ঢাকা এবং ফরিদপুরের মধুখালীতে বিশেষ দুটি অনুষ্ঠানের আয়োজন করেছি একি সময়ে।

এখানে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন, বাংলাদেশ এনজিও'স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের সিইও এএইচএম বজলুর রহমান, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট বশিরউল্লাহ। এছাড়া উপস্থিত আছেন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, ভাইস চেয়ারম্যান মো:ওসমান গণী, মহাসচিব জিল্লুর রহমান জিলু, ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবের নাসরিন হুদা বিথি, ডিএক্সার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ন্যাশনাল কোঅর্ডিনেটর মো:মাহবুব রহমান, দুরন্ত রেডিও ফ্যান ক্লাবের সভাপতি তাছলিমা আক্তার লিমা, সিআরআই ক্লাব'৯৫ এর সভাপতি বিপ্লব কুমার অধিকারী এবং সিআরআই এর অন্যান্য শ্রোতাবন্ধুরা। এছাড়াও পদ্ধা নদীর অপর প্রান্তে রয়েছেন ফরিদপুর, মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএম গোলাম সারোয়ারসহ ক্লাবের অন্যান্য বেশ কিছু শ্রোতাবন্ধু।

এখন আমরা কেক কাটার মাধ্যমে "চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ প্রতিষ্ঠার ৪৪ (চুয়াল্লিশ) বছর" পালন করছি। এ উপলক্ষ্যে সঙ্গীত পরিবেশন করছেন, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সদস্য এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী রত্না সরকার।

এবার চলুন আমরা অতিথিদের শুভেচ্ছা বাণী শুনি.............

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক