Web bengali.cri.cn   
থাই জিয়ং
  2013-01-04 16:24:52  cri

প্রতিটি বছরের শেষ দিক চীনের বিখ্যাত পরিচালকদের একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ এ সময়ে তাঁরা আশা করেন যে, তাদের চলচ্চিত্র ভাল ব্যবসা করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দর্শকদের জন্য আনন্দ আনা। সম্প্রতি একটি চলচ্চিত্র সারা চীনে জনপ্রিয় হয়ে উঠেছে। এ চলচ্চিত্র দেখার পর প্রত্যেকে বলেছে যে, এটি ভাল চলচ্চিত্র। 'থাই জিয়ং' নামের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চীনের চলচ্চিত্রকার স্যু জেং। ১২ ডিসেম্বর 'থাই জিয়ং' মুক্তি পায়। দু'সপ্তাহে টিকিট বিক্রি থেকে এ চলচ্চিত্রের আয় হয় ৫৫কোটি ইউয়ানেরও বেশি। এ চলচ্চিত্রের প্রতিপাদ্য থাইল্যান্ডে তিনজন চীনাকে নিয়ে ঘটা মজার ঘটনা। এদের দু'জন ব্যবসায়ের জন্য এবং আরেকজন ভ্রমণে থাইল্যান্ড যায়। ভাগ্যগুণে তাদের সেখানে দেখা হয়। সুন্দর থাইল্যান্ডে তাদের ভ্রমণ অন্যদের তুলনায় ভিন্ন হয়। তারা একটির পর একটি সমস্যার মুখে পড়তে থাকে। তাদের পাসপোর্ট হারিয়ে যায়, দাঁত নষ্ট হয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাদেরকে মারধর করে। তবে অবশেষে তারা এসব অতিক্রম করতে সক্ষম হয় এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়।

নেট নাগরিক সিয়াও কুয়াই বলেন, 'আমি ছবিটি দেখতে চাই, তবে প্রতিদিন কাজ করতে হয়, তাই সময় নেই।'

নেট নাগরিক জিপাল বলেন, 'থাইল্যান্ড খুব সুন্দর, পরিচালক স্যু জেং খুব প্রতিভাবান। আমি এ চলচ্চিত্রটি দুই বার দেখেছি। দ্বিতীয় বার আমি খুব হেসেছি।'

নেট নাগরিক হে ফি বলেন, 'আমি আমার কয়েকজন বন্ধুর সঙ্গে এ চলচ্চিত্রটি দেখেছি। হলে 'থাই জিয়ং' দেখতে এত বেশি দর্শকের ভিড় ছিল যে, আমরা অনেক দেরিতে সেদিন টিকিট কিনতে পারি।'

নেট নাগরিক লিউ সি লেই বলেন, 'প্রতি বছরের শেষ দিকে অনেক চলচ্চিত্র মুক্তি পায়। স্যু জেং একজন নতুন পরিচালক। অন্য বিখ্যাত পরিচালকদের চলচ্চিত্রের চেয়ে তার 'থাই জিয়ং' এত জনপ্রিয় তার কারণ হচ্ছে এক বছর কাজের পর, মানুষ একটি আনন্দদায়ক চলচ্চিত্র দেখতে চায়।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক