Web bengali.cri.cn   
২০১২ সালে সিলিকন ভ্যালিতে নতুন উদ্ভাবনা
  2012-12-27 16:59:43  cri

দু'হাজার বার সালে মার্কিন অর্থনীতির অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু বিশ্বের সৃজনশীল শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত সিলিকন ভ্যালি কিন্তু বরাবরের মতোই ছিল খুবই সক্রিয়। সিলিকন ভ্যালির বেশকিছু উদ্ভাবন আমাদের জীবনকে ভবিষ্যতে নানাভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। চলুন সেসব উদ্ভাবনের দিকে নজর ফিরাই।

এক: পরিধানযোগ্য প্রযুক্তি

অতীতে অ্যাপেল কোম্পানির প্রযুক্তি ছিল চিত্তাকর্ষক। কিন্তু চলতি বছর গুগল-চশমার কাছে সে-আকর্ষণ অনেকটাই ম্লান হয়ে গেছে।

গুগল-চশমা ব্যবহারকারীর চোখের সামনে বিভিন্ন শর্টকাট লোগো দেখা যায়। সেসব লোগোর মাধ্যমে ব্যবহারকারী আবহাওয়া পুর্বাভাষ শুনতে, এসএমএস গ্রহণ করতে ও পাঠাতে এবং মানচিত্র দেখতে পারেন। এ ছাড়া, কণ্ঠের মাধ্যমে যেখানে-সেখানে ছবি তুলতে পারেন এবং বিভিন্ন যোগাযোগ ওয়েবসাইটে বিভিন্ন তথ্য ভাগাভাগি করতে পারেন।

বাজার গবেষণা কোম্পানি আইএমএস-এর রিপোর্ট অনুযায়ী, এ-ধরণের আইটি পণ্য ২০১৬ সালে ৬০০ কোটি মার্কিন ডলার মূল্যের শিল্পে পরিণত হবে।

দুই: মোবাইলে বিল পরিশোধ প্রযুক্তি

সৃজনশীল কোম্পানি স্কোয়ার-এর আকার খুব একটা বড় নয়। কিন্তু এর উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়। প্রতিষ্ঠানটি মানুষকে ক্যাশ ও ক্রেডিট কার্ড ব্যবহার করার ঝামেলা থেকে মুক্তি দিতে চায়।

সে-লক্ষ্যে ২০১২ সাল থেকে স্কোয়ার সিনবাকের সাথে সহযোগিতার ভিত্তিতে দুই মাত্রিক কোড স্ক্যান করার মাধ্যমে বিল পরিশোধের পদ্ধতি চালু করে। বাজার গবেষণা কোম্পানির রিপোর্ট অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ বছরে এভাবে বিল পরিশোধের পদ্ধতি যুক্তরাষ্ট্রের সবচে জনপ্রিয় পদ্ধতিতে পরিণত হবে।

তিন: মানুষবিহীন গাড়ী

উত্পাদনের শুরু থেকেই গাড়িশিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তিগুলোর অন্যতম। কিন্তু ঘন ঘন দুর্ঘটনা ও যানজট অনেকের মাথা ব্যথার কারণ। মানুষবিহীন গাড়ী তাদের সমস্যার সমাধান দিতে পারে।

বর্তমানে গাড়ি উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো এ-খাতে গবেষণা জোরদার করেছে। স্টেফর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নয়ন করা অডি'র মানববিহীন শেলি গাড়ি ঘন্টায় ১৯০ কিলোমিটার বেগে চলতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সুত্রে জানা গেছে, ২০৪০ সালে মানববিহীন গাড়ির সংখ্যা ৭৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

চার: নেট শিক্ষা

অনেকের জন্য স্কুলে যাওয়া-আসা খুব কষ্টের কাজ। যদি তাদের কাউকে বলা হয় যে, প্রতিদিন আপনি স্লিপিং গাউন পড়ে পিছানায় শুয়ে শুয়ে বিখ্যাত অধ্যাপকের ক্লাস শুনতে পারেন! সে কি আনন্দে লাফিয়ে উঠবে না?

২০১২ সালে এসে নেটশিক্ষার মান অনেক উন্নত হয়েছে। এ-পদ্ধতি কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। ফলে, ঐতিহ্যবাহী সনাতনী শিক্ষাব্যবস্থা ও শিক্ষা-পদ্ধতি কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে।

ভবিষ্যতে নেটশিক্ষার মাধ্যমে আরও বেশি লোক সুষ্ঠু শিক্ষা পেতে পারেন।

৫: পর্দা জুড়ে ক্রস প্ল্যাটফর্ম

সিলিকন ভ্যালিতে ২০১২ সালে পণ্যসংক্রান্ত অনেক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উত্পাদনকারী অল্প সময়ের মধ্যে স্মার্ট মোবাইল বা ট্যাবলেট পিসি বাজারে ছেড়েছে। এর মধ্যে আইফোন-৫ ছিল খুবই আকর্ষণীয়। আইফোন-৫-এ মোবাইল অপারেটিং সিস্টেম 'আইওএস' এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম 'ম্যাক ওএস'-এর সমন্বয় ছিল দেখার মতো।

এই নতুন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইলে একটি ওয়েবপৃষ্ঠা খুলে বা একটি বাক্য লেখার পর বাসায় ফিরে সে ওয়েবপৃষ্ঠাটি বা লেখা বাক্যটি অ্যাপেল লেপটপে দেখতে পারেন। এতে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব হয়েছে।

আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আমাদের একজন শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। আমাদের এই শ্রোতা বাংলাদেশের ঢাকার দুরন্ত রেডিও ফ্যান ক্লাবের সভাপতি তাছলিমা আক্তার লিমা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, "গত বৃহস্পতিবার আপনাদের দু'জনের উপস্থাপনায় সাপ্তাহিক আয়োজন "হাল শৈলী" অনুষ্ঠানে আনন্দময় জীবন এবং তথ্যপ্রযুক্তির কথা শুনেছি। নিজের পছন্দের কাজ করে সুখী হওয়া যায়--এ কথাটি যথার্থই সত্য কথা। যেমন, ছবি আঁকতে, ওয়ালমেট তৈরী করতে ও অন্যদের শেখাতে এবং শিশুদের পড়াতে আমার ভাল লাগে। যখন এ কাজগুলো আমি করি, তখন নিজের অজান্তেই মনে আনন্দবোধ হয়। এ ছাড়াও, ভালো বন্ধুর সঙ্গই যে-কোন মানুষকে আরো ভালো করে তুলতে পারে। তাই, রুবি আপু এবং আলিম ভাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এই 'হালশৈলী' অনুষ্ঠানের মাধ্যমে নানান তথ্য জেনে আমরা উপকৃত হচ্ছি এবং আশা করি অন্য নারীরাও উপকৃত হবে। ধন্যবাদ।" ভাই লিমা, আপনাদের ভালো লাগার জন্যই আমাদের সকল প্রচেষ্টা। চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক