Web bengali.cri.cn   
চীন ভ্রমণের ডায়েরী: ৯ ডিসেম্বর ২০১২ চীনের রাজধানী বেইজিং এর প্রথম দিন-চীনের ঐতিয্যবাহী খাবার "বেইজিং ডাক"
  2012-12-20 20:28:25  cri

দিদারুল ইকবালকে পুরস্কার প্রদান করছেন সিআরআই এর নেতা লুও হংবিং

"নি ম্যান হাও"। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর সাথে ছোট বেলা থেকে শুরু করে দীর্ঘ বছর ধরে আত্নার সম্পর্ক থাকলেও কখনো সেই অফিস, স্টুডিও কিছুই দেখা হয়নি। এমনকি যাদের মিষ্টি মধুর কন্ঠ শুনে হৃদয় পাগল হয়ে যেতো তাদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে দেখলেও সবার সাথে দেখা হয়নি। আজ বিকেলে আমি এসেছি সেই ছোট বেলায় নিজের অজান্তে ভালোবেসে ফেলা সিআরআই এর বিশাল ভবনে। আমার বন্ধু ছাইয়ূএ মুক্তা সিআরআই এর বাংলা বিভাগে আমাকে উষ্ম অভ্যর্থনা জানান। আজ আমার সাথে দেখা হয়েছে সুবর্ণা, লিলি, ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আলিম ভাইয়ের সাথে। বাকী অন্যদের সাথে দেখা হয়নি। কারণ আজ তাদের ডিউটি নেই। অফিসে মুক্তা আপু আমাকে ঘুরে ঘুরে কোনটি কার ডেস্ক সেগুলির সাথে পরিচয় করিয়ে দেন। এছাড়া পরিচয় করিয়ে দেন হিন্দি বিভাগের উপ-পরিচালকের সাথে। পরিচয় ও শুভেচ্ছা বিনিময়ের পর আমি তাকে আমাদের ক্লাব থেকে একটি মগ উপহার দিয়েছি। মগটিতে আমাদের ক্লাব ও সিআরআই এর লগো সহ আমার স্ত্রী এবং সিআরআই'র শ্রোতা তাছলিমা আক্তার লিমার হাতে আঁকা একটি শ্রোতাসংঘের ছবি ছাপানো রয়েছে। এছাড়া বাংলা বিভাগের সকল কর্মকর্তা/কর্মীদের জন্য আমাদের সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব থেকে আনা বিশেষ উপহারগুলি আমি বন্ধু ছাইয়ূএ মুক্তার কাছে দিলে তিনি সেগুলি সবার ডেস্কে পৌছেঁ দেন। আমার দেওয়া উপহার গুলি ছোট হলেও আশা করি সবাই পছন্দ করবেন।

এই দিন বিকেলে সিআরআই কনফারেন্স রুমে আয়োজন করা হয় "হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ" জ্ঞানযাচাই প্রতিযোগিতার গ্রেন্ড পুরস্কার বিজয়ী শ্রোতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআরআই'র দক্ষিণ এশিয়া কেন্দ্রের পরিচালক লুও হংবিং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিআরআই'র শ্রোতা বিষয়ক বিভাগের পরিচালক শি লি। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৬টি দেশের (বাংলাদেশ-ভারত-পাকিস্তান-নেপাল-শ্রীলংকা-দক্ষিণ কোরিয়া) ৬ জন বিজয়ী তারা তাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আমি অনুষ্ঠানে টকটকে লাল রং এর ১টি পাঞ্জাবী এবং সাদা পাজামা পড়েছিলাম। অবশ্য এই সুন্দর আইডিয়াটি ছিলো বন্ধু ছাইয়ূএ মুক্তা আপার। তার নির্দেশনা অনুযায়ী পোশাকটি আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। অনুষ্ঠানের শুরুতেই আমাদের ৬জন বিজয়ীকে উষ্ম শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। নেতাদের আনুষ্ঠানিক আলোচনা সভা শেষে প্রধান অতিথি সিআরআই'র দক্ষিণ এশিয়া কেন্দ্রের পরিচালক লুও হংবিং বিজয়ী শ্রোতাদের কাছে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে বিজয়ী শ্রোতাদের মতামত এবং সিআরআই এর উন্নয়নে বিভিন্ন প্রস্তাব নেওয়া হয়। বাংলা বিভাগের পক্ষ থেকে আমি বাংলাদেশে শীঘ্রই সিআরআই স্টুডিও বা ব্যুরো অফিস চালু করার প্রস্তাব দিয়েছি। এছাড়া প্রতিবছর শ্রোতা সম্মেলন আয়োজন এবং বাৎসরিক জ্ঞানযাচাই প্রতিযোগিতায় প্রতিটি দেশ থেকে গ্র্যান্ড পুরস্কার বিজয়ীর সংখ্যা আরো বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছি। শ্রোতাদের মতামত বা প্রস্তাব শেষে আমাদের সিআরআই-

সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি সিআরআই'র দক্ষিণ এশিয়া কেন্দ্রের পরিচালক লুও হংবিংকে হাতে নকশী করা একটি ওয়ালমেট উপহার দিয়েছি। এছাড়া শ্রোতা বিষয়ক বিভাগের পরিচালক কেও হাতে নকশী করা ওয়ালমেট ও ব্যাগ উপহার দিয়েছি। শ্রোতাদের পুরস্কার বিতরণ ও অতিথিদের উপহার বিনিময়ের পর গ্রুপ ছবি তোলা হয় এবং আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সমাপ্তী করা হয়। অত্যন্ত আভিজাত্যপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে মূল্যায়িত করায় আমি নিজেকে সৌভাগ্যবান, গৌরবান্নিত এবং সম্মাণিত মনে করছি। এই জন্য আমি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর সকল নেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যক্তিগত এবং শ্রোতাসংঘের পক্ষ থেকে। আমি চীন দেশ-কে ভালোবাসি, আমি সিআরআই-কে ভালোবাসি। বাংলাদেশ এবং চীনের মৈত্রী দীর্ঘজীবি হোক। "ওয়া আই চুংগুয়া, ওয়া আই সিআরআই"। "চুং মং ইউ ই ওয়ান চুয়ে"।

শিয়ে শিয়ে,

দিদারুল ইকবাল

"হাইনান আন্তর্জাতিক পর্যটন দ্বীপ"

জ্ঞানযাচাই প্রতিযোগিতার গ্রেন্ড পুরস্কার বিজয়ী

২০১২-১২-০৯

ছবির ক্যাপশন:

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক