Web bengali.cri.cn   
২০১৩ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ২.৪ শতাংশ
  2012-12-19 18:44:25  cri
ডিসেম্বর ১৯: ২০১৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে ২.৪ শতাংশ। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের '২০১৩ সালের বিশ্ব অর্থনীতির পরিস্থিতি ও পুর্বাভাষ' শীর্ষক রিপোর্টে এ-সম্ভাবনার কথা বলা হয়েছে। জাতিসংঘের অর্থনীতি ও সমাজ বিষয়ক বিভাগ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওই রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানায়।

রিপোর্টে বলা হয়, বড় অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক সংকটের কারণে ২০১২ সালে বিশ্বঅর্থনীতিতে মন্দাবস্থা বিরাজ করে। ইউরোপের উন্নত দেশগুলোর মতো বড় অর্থনীতির দেশে উচ্চ কর্মচ্যুতির হার, ব্যাংকিং সিস্টেমে দুর্বলতা, এবং ঋণসংকট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রিপোর্টে আরো বলা হয়, ২০১২ সালে মন্দাবস্থার কবলে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০১৩ সালে ধীরে ধীরে শক্তি পাবে। অন্যদিকে, জাপান ২০১৩ সালেও মুদ্রা সংকোচনের কবল থেকে মুক্ত হতে পারবে না।(ওয়াং তান হোং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক